পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত । - 영업 না হয় কাহার। আপনে হইয়। শ্ৰীহট্টিয়ার তনয় । তবে টোল কর কারে অন্য দুঃখ পায়। যত ততবলে প্রভু প্রবোধ না মানে। নানা মতে কদখেন সে দেশী বচনে। তাবৎ চালেন গ্রহট্টিয়ারে ঠাকুর । যবিত তাহার ক্ৰোধ না হয় প্রচুর । মহাক্রোধে কেহ লই যায় খেদাড়িয় । লাগালি না পায় যায় তৰ্জ্জিয়া গজ্জিয়া । কেহ বা ধরিয়া কোচ সিকদার স্থানে। লৈয়া যায় মহাক্রোধে করিয় দেয়ানে। তবে শেষে আসিয় প্রভুর শিষ্যগণে । সমঞ্জস করিয়া চলেন সেই ক্ষণে ॥ কোন দিন থাকি কোন বাঙ্গালের অাড়ে । বাওয়াস ভাঙ্গিয়া তার পলা য়েন রড়ে। এইমত চাপল্য করেন সভাসনে। সবে স্ত্রী মাত্র না দেখেন দৃষ্টিকোণে ॥ স্ত্রী হেন নাম প্রভু এই অবতারে। শ্রবণ না করিলেন বিদিত সংসারে । অত এব যত মহামহিম সকলে । গৌরঙ্গি নগর হেন স্তব নাহি বলে ॥ যদ্যপি সকল স্তব সম্ভবে তাহানে। তথাপিও স্বভাবেসে গায় বুদ্ধগণে হেন মতে শ্ৰীমুকুন্দ সঞ্জয় মন্দিরে। বিদ্যারসে ঐবৈকুণ্ঠ নায়ক বিহরে । চতুর্দিগে শোভে শিষ্যগ ণের মণ্ডলী। মধ্যে পড়ায়েন প্রভু মহাকুতহলী। বিষ্ণু তৈল শিরে দিতে আছে কোন দাসে। অশেষ প্রকারে ব্যাখ্যা করেন হরিষে। উষঃ কাল হৈতে দুই প্রহর অবধি। পড়াইয়া গঙ্গাস্নানে চলে গুণনিধি ॥ নিশার অদ্ধেক এইমত প্রতি দিনে। পড়ায়েন চিন্তায়েন সভারে আপনে ॥ অতএব প্রভুর স্থানে বর্ষেক পড়িয়া । পণ্ডিত হয়েন সভে সিদ্ধান্ত জানিয় ॥ হেন মতে বিদ্যরসে আছেন ঈশ্বর। বিবা হের কার্য্য শচী চিন্তেন অন্তর ৷ সৰ্ব্ব নবদ্বীপে শচী নিরবধি মনে । পুত্রের সদৃশ কন্যা চাহে অনুক্ষণে । সেই নবদ্বীপে বৈসে মহাভাগ্যবান। দয়াশীল স্ব ভাব শ্ৰীসনাতন নাম ॥ অকৈতব পরম উদার বিষ্ণু ভক্ত। অতিথী সেবন উপ কারে অনুরক্ত ৷ সত্যবাদী জিতেন্দ্রিয় মহা বংশজাত। পদবী রাজ পণ্ডিত স বৰ্বত্র বিখ্যাত ॥ ব্যবহারে পরম ভাগ্যবন্ত একজন অনিয়াসে অনেকের করে ন পালন ৷ তীন কন্যা আছেন পরম সুচরিতা । মুৰ্ত্তিবতা লক্ষী প্রায় সেই জগ ন্মাত ॥ শচী দেবী তারে দেখিলেন যেইক্ষণে । সেই কন্যা পুত্রযোগ্য বুঝিলেন মনে ॥ শিশু হৈতে দুই তিন বীর গঙ্গাস্নান। পিতৃ মাতৃ বিষ্ণু ভক্তি বহি নাহি অনি। আইরে দেখিয়া ঘাটে প্রতি দিনে দিনে। নম্রহই নমস্কার করেন আপনে ॥ অাইও করেন মহাপ্রীতে আশীৰ্ব্বাদ । যোগ্য পতি কৃষ্ণ তোমার করুণ প্রসাদ ॥ গঙ্গ। স্থানে আই মনে করেন কামনা | একন্যা আমার পুত্রে হউক ঘটনা। রাজ পণ্ডিতের ইচ্ছা সৰ্ব্ব গোষ্ঠীসনে। প্রভুরে করিতে কন্যা দান নিজ মনে ॥ দৈবে শচী কাশীনাথ মিশ্রে ডাকি আনি। বলিলেন তারে বাপ শুন এক বাণী ॥ রাজ পণ্ডিতেরে কহ ইচ্ছা থাকে তান । আমার পুত্রেরে তিচে। করুণ কন্যা দান কাশীনাথ পণ্ডিত চলিলা সেইক্ষণে। দুর্গ কৃষ্ণ বলি রাজ পণ্ডিত ভবনে ॥ কা