পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ԳԵ- আদ্য খণ্ড শীনাথে দেখি রাজ পণ্ডিত আপনে বসিতে আসন আনি দিলেন সংস্ৰমে ॥ পর ম গৌরব বিধি করি যথোচিত। কি কার্য্যে আইলা জিজ্ঞাসিলেন পণ্ডিত ৷ কাশী নাথ বলেন আছিয়ে এক কথ। । চিত্তে যদি লয় তবে করহ সৰ্ব্বথ। । বিশ্বম্ভর পণ্ডিতেরে তোমার দুহিত। দান কর এ সম্বন্ধ উচিত বিহিত ॥ তোমার কন্যা র যোগ্য সেই দিব্য পতি। তাহান উচিত পত্নী এই মহাসতী ॥ যেন কৃষ্ণ রুক্সি নীয়ে অন্যোন্যে উচিত । এইমত বিষ্ণ প্রিয়া নিমাঞি পণ্ডিত ॥ শুনি বিপ্ৰপত্নী আদি আপ্তবর্গ সহে । লাগিলা করিতে যুক্তি বুঝি কে কি কহে । সভে বলি লেন আর কি কার্য্য বিচারে । সৰ্ব্বথা একৰ্ম্ম গিয়া করহ সত্বরে ৷ তবে রাজ পণ্ডিত হইয়া হৰ্ষমতি । বলিলেন কাশীনাথ পণ্ডিতের প্রতি ॥ বিশ্বম্ভর পণ্ডিতেরে দিব কন্যা দান । করব সৰ্ব্বথ। বিপ্র হথে নাহি আন ॥ ভাগ্য থাকে যদি সৰ্ব্ব বং শের আমার। তবে হেন সুসম্বন্ধ হইব কন্যার ॥ চল তুমি তথা ঘাই কহ সৰ্বৰ কথা। আমি পুন দঢ়াইনু করিব সৰ্ব্বথা । শুনিয়া সন্তোষে কাশীনাথ মিশ্রবর। সকল কহিলা আসি শচীর গোচর। কার্য্য সিদ্ধি শুনি আই সন্তোষ পাইলা । সকল উদযোগ শচী করিতে লাগিল । প্রচুর বিবাহ শুনি সৰ্ব্ব শিষ্যগণ। সভেই হইল। অতি পরমানন্দ মন ॥ প্রথমে বলিলা বুদ্ধিমন্ত মহাশয় । মোর ভার এবিবাহে যত লাগে ব্যয় । মুকুন্দ সঞ্জয় বলে শুন সখা ভাই । তোমার সকল ভারমোর কিছু নাই। বুদ্ধিমন্ত খান বলে শুন সৰ্ব্ব ভাই। বামনীয়। মত কিছু এবিবাহে নাঞি ৷ এবিবাহ পণ্ডিতের করাইব হেন। রাজকুমারের মত লোকে দেখে যেন । তবে সভে মেলি শুভ দিনে শুভক্ষণে । অধিবাস লগ্ন করিলেন হৰ্ষমনে ॥ বড়২ চন্দ্ৰাতপ সব টানাই য়া । চতুর্দিগে ৰূপিলেন কদলি আনিয়া । পূর্ণ ঘট দীপ ধান্য দধি অস্ত্রিসার। যতে ক মঙ্গল দ্রব্য অছিয়ে প্রচার । সকল একত্র আনি করি সমুচ্চয়। সৰ্ব্ব ভূমি করি লেন আলিপনা ময় ॥ যতেক বৈষ্ণব আর যতেক ব্রাহ্মণ । নবদ্বীপে আছয়ে যতেক সুসজ্জন ॥ সভারেই নিমন্ত্ৰণ করিলা সকালে। অধিবাস গুয়াপান লই বে বিকালে ॥ অপরাহ্ন কাল মাত্র হইল আসিয়া । বাদ্য আসি করিতে লাগিল বাজনিয়া ৷ মৃদঙ্গ সানাই জয়ঢাক করতাল । নানাবিধ বাদ্যদ্বনি উঠিল বিশাল ভাটগণে করিতে লাগিলা কfয়বার । পতিব্ৰতাগণে করে জয়জয়কার ॥ fৰ প্রগণে করিতে লাগিলা বেদধ্বনি। মধ্যে আসি বসিলেন দ্বিজেন্দ্র কুলমণি ॥ চ তুদিগে বসিলেন ব্রাহ্মণমণ্ডলী। সভেই হইলা চিত্তে মহা কুতুহলী। তবে গন্ধ চন্দন তাম্বুল দিব্য মালা। ব্রাহ্মণগণেরে সতে দিবারে লাগিল। শিরে মালা সৰ্ব্ব অঙ্গে লেপিয়া চন্দনে। এক বাঁট তাম্বল সে দেন একজনে ॥ বিপ্ৰ কুল নদীয় ৰিপ্রের অন্ত নাঞি। কত যায় কত আইসে অবধি ন পাই । ইতি মধ্যে লোভিষ্ট অনেক জন আছে। একবার লৈয়া পুন আর বেশ কাছে। অ৷