পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bo আদ্য খণ্ড নিক্ষেপ করি পরানন্দে ভাষে । সৰ্ব্ববিধি কৰ্ম্ম করি গ্রগেীর সুন্দর। বসিলেন খানিক হইয়া অবসর ৷ তবে সৰ্ব্ব ব্রাহ্মণেরে ভোজ্য বস্ত্ৰ দিয়া। করিলেন স ন্তোষ পরম নম্র হইয়া। যেযে মত পত্র যার যোগ্য যেন দান। সেইমত করি লেন সভার সন্মনি। মহস্ত্রিীতে আশীৰ্ব্বাদ করি বিপ্রগণ। গৃহে চলিলেন সভে করিতে ভোজন ॥ পরাহ্ল বেলা আসি লাগিল হইতে। প্রভুর সভাই বেশ লাগি লা করিতে ॥ চন্দনে লেপিত করি সকল শ্ৰীঅঙ্গ। মধ্যে২ সৰ্ব্বত্র দিলেন তথি গন্ধ ৷ অৰ্দ্ধচন্দ্রাকৃতি করি ললাটে চন্দন। তথি মধ্যে গন্ধের তিলক সুশোভন৷ অদ্ভুত মুকুট শোভে ঐশর উপর। সুগন্ধি মালায় পুর্ণ হুৈল কলেবর। দিব্য সূক্ষ পীতবস্ত্র ত্রিকচ্ছ বিধানে। পরাইয়া কজল দিলেন ত্রনয়ণে ॥ ধান্য দুৰ্ব্ব স্বত্র করে করিয়া বন্ধন। ধরিতে দিলেন স্বর্ণ মঞ্জরী দর্পণ । সুবৰ্ণ কুণ্ডল দুই শ্রুতিমূলে সাজে। নবরত্ব হার বান্ধিলেন বাহু মাকে । এইমত যেযে শো ভা করে যেযে অঙ্গে। সকল ঘটনা সভে করিলেন রঙ্গে ॥ ঈশ্বরের মুৰ্ত্তি দেখি যত নর নারী। মুগ্ধ হইলেন সভে আপনা পাসরি । প্রহরেক বেলা আ ছে হেনই সময়। সভেই বলেন শুভু করই বিজয় ॥ প্রহরেক সৰ্ব্ব নবদ্বীপে বে ড়াইয়। কন্য। ঘরে যাইবেন গোধূলি করিয়া । তবে দিব্য দোলা সাজি বুদ্ধিম ন্ত খান । হরিষে অনিয়া করিলেন বিদ্যমান ॥ বাদ্য গীত উঠিল পরম কে লাহল বিপ্ৰগণে করে বেদম্বনি সুমঙ্গল ৷ ভাটগণে লাগিল পড়িতে কায়বার। সৰ্ব্বদিগে হইল আনন্দ অবতার। তবে প্রভু জননীরে প্রদক্ষিণ করি। বিপ্ৰ গণে নমস্করি বহুমান্য করি ॥ দোলায় বসিলা শ্ৰীগৌরাঙ্গ মহাশয় : সৰ্ব্বদিগে উঠিল মঙ্গল জয়জয় ॥ নারীগণে দিতে লাগিলেন জয়কার। শুভম্বনি বিনা কে। ন দিগে নাহি আর । প্রথমে বিজয় করিলেন গঙ্গাতীরে। পূর্ণচন্দ্র ধরিলেন শি রের উপরে ॥ সহস্র২ দীপ লাগিল জ্বলিতে। নানাবিধ বাদ্য সব লাগিল করি তে ॥ আগে যত পদাতিক বুদ্ধিমন্ত খার। চলিলা দোসারি হই যত পাটোয়ার। নান বর্ণে পতাকা চলিলা তাঁর পাছে। বিদুষক সকল চলিলা নানা কাছে ॥ ন ওঁকব। না জানি কতেক সম্প্রদায়। পরম উল্লাসে দিব্য নৃত্যকরি যায় ॥ জয় ঢাক বীরচাক মৃদঙ্গ কাহাল । দামামা দগড় শস্থ বংশী কয়তাল । বরগে সিঙ্গ পঞ্চশব্দী বেণু বাজে যত। কে লিখিব বাদ্যভাণ্ড বাজি যায় কত। সহস্ৰেক শিশু বাদ্যভাণ্ডের ভিতরে । রঙ্গে নাচি যায় দেখি হাসেন ঈশ্বরে ॥ সে মহা কৌতুক দেখি শিশুর কিদায়। জ্ঞানবান সভে লজ্জা ছাড়ি নাচি যায়। প্রথমে অtসিয়া গঙ্গাতীরে কতক্ষণ। করিলেন নৃত্যগীত আনন্দ বাজন। তবে পুষ্প বৃষ্টি করি গঙ্গা নমস্করি। ভ্রমেণ কৌতুকে সৰ্ব্ব নবদ্বীপ পুরী । দেখি অতি অমর্তুষি বিবাহ সম্ভার । সৰ্ব্বলোক চিত্তে মহা পায় চমৎকার ॥ বড়ই বিভা দে