পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত । b S খিয়ছি লোকে বলে । এমন সংঘট্ট নাহি দেখি কোন কালে ॥ এইমত স্ত্রী পুরু ষে প্রভুরে দেখিয়া । আনন্দে ভাসয়ে সব স্বরুতি নদীয়া । যার ঘরে রূপবর্তী কন্যা আছে ভাল। সেই সভে বিমরিষ করে সর্ব কাল ॥ হেন বরে কন্যা নাছি পারিলাম দিতে। আপনার ভাগ্য নাহি হইবে কেমতে ॥ নবদ্বীপ বাসীর চর ণে নমস্কার। এসব আনন্দ দেখিবার শক্তি যার। এইমত রঙ্গে প্রভু নগরে ন গরে ৷ ভ্ৰমেণ কৌতুকে সৰ্ব্ব নবদ্বীপ পুরে। গোধূলী সময় আসি প্রবেশ হইতে । আইলেন রাজ পণ্ডিতের মন্দিরেতে। মহা জয় জয়কার হইল লাগতে। দুই বাদ্যভাণ্ড বাদে লাগিল বাজিতে ॥ পরমসংভমে রাজপণ্ডিত আসিয়া । দোল। হৈতে কোলে করি বসাইল লৈয় ॥ পুষ্পবৃষ্টি করিলেন সন্তোষে আপনে । জ। মাতা দেখিয়া হর্ষে দেহ নাহি জানে ॥ তবে বরণের সজ্জ সামগ্ৰী লইয়া । জমিতি বরিতে বিপ্র বসিলা আসিয় ॥ পাদ্য অর্ঘ্য আচমনী বস্ত্ৰ অলঙ্কার। যথাবিধি দিয়! কৈল বরণ ব্যভার ॥ তবে তান পত্নী নারীগণের সহিতে । মঙ্গলবিধান আসি ল! গিলা করিতে ॥ ধান্য দুৰ্ব্ব দিলেন প্রভুর ক্রমস্তকে । অরিতি করিলা অতিম নের কৌতুকে ॥ খই কড়ি ফেলি করিলেন জয়কার । এইমত যত কিছু করি লোকা চার । তবে সৰ্ব্ব অলঙ্কারে ভূষিত করিয়া। বিষ্ণুপ্রিয়া আনিলেন সভেই ধরি য়। তবে হর্ষে প্রভুর সকল আগুগণে । প্রভুরেও তুলিলেন ধরিয়া আসনে ৷ তবে মধ্যে অস্তঃ পট ধরি লোকাচারে। সপ্ত প্রদক্ষিণ করাইলেন কন্যারে। তবে লক্ষী প্রদক্ষিণ করি সাতবার। রহিলেন সম্মুখে করিয়া নমস্কার। তবে পুষ্পফেলা ফেলি লাগিল হইতে । দুই বাদ্যভাণ্ড মহা লাগিল বাজিতে ॥ চতুৰ্দ্দিগে স্ত্রী পুরুষে করে জয়ধনি । আনন্দ আসিয়া অবতরিলা আপনি ৷ তবে লক্ষী জগন্ম তা প্রভুর চরণে মালা দিয়া করিলেন আত্ম সমর্পণে ॥ তবে গৌরচন্দ্র প্রভু ঈ ষৎ হাসিয়া। লক্ষীর গলায় মালা দিলেন তুলিয়া । তবে লক্ষী নারায়ণে পুষ্প ফেলাফেনী। করিতে লাগিলা মহা হই কুতূহলী ৷ ব্ৰহ্মাদি দেবতা সব অলক্ষি ত ৰূপে । পুষ্পবৃষ্টি লাগিলেন করিতে সমীপে ॥ আনন্দ বিবাদ লক্ষীগণে প্ৰভু গণে । উচ্চ করি বর কন্যা তোলে হৰ্ষমনে ॥ ক্ষণে জিনে প্রভুগণ ক্ষণে লক্ষীগণে । হাসি২ প্রভুরে বলায় সৰ্ব্ব জনে ॥ ঈষৎ হাসিলা প্ৰভু সুন্দর স্ত্রীযু খে। দেখি সৰ্ব্ব লোক ভাসে পরানন্দ সুখে ৷ সহস্র২ মহা তামুদীপ জ্বলে । কর্ণে কিছু নাহি শুনি বাদ্য কোলাহলে ॥ মুখচন্দ্রে কার মহাবাদ্য জয়ধনি স কল ব্রহ্মাণ্ড স্পশিলেক হেন শুনি ॥ হেনমতে ক্রমুখ চন্দ্রিক। করিরঙ্গে বসিলেন ঐীগেীর সুন্দর লক্ষীসঙ্গে ॥ তবে রাজপণ্ডিত পরম হর্ষমনে। বসিলেন করি বারে কন্যা সম্প্রদানে। পাদ্য অঘ আচমনী যথা বিধিমতে। ক্রিয়া করি লা গিলেন সঙ্কল্প করিতে। বিষ্ণুপ্রীতে কাম করি শ্ৰীলক্ষীর পিতা। প্রভুর স্ত্রী प्ले