পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ꭽ8 অtদ্যর্থ ও স্বরে করেন রেদিন। অট্ট অট্ট মহাহাস্য হাসেন কখন। কখন গজেন অতি হুঙ্কার করিয়া। কখন মুস্থিত হই থাকেন পড়িয়া ক্ষণে অলৌকিক শব্দ ডাকেন বলিয়। ক্ষণে তাই বাখানেন উত্তম করিয়৷ ৷ অক্ৰপাত রোমহর্ষ হাস্য মূৰ্ছ ঘৰ্ম্ম। কৃষ্ণ ভক্তি বিকারের যত আছে মৰ্ম্ম ৷ প্ৰভু হরিদাস মাত্র নৃত্যে প্রবেশিলে । সকল আসিয়৷ তান ঐবিগ্রহে মিলে ॥ হেন সে আনন্দ ধারা তি তে সৰ্ব্ব অঙ্গ। অতি পাষণ্ডীও দেখি পায় মহারঙ্গ ॥ কিবা সে অদ্ভত অঙ্গে ঐপুলকাবলি। ব্ৰহ্মা শিব দেখিয়া হয়েন কুতূহলী। ফুলিয়া গ্রামের যত ব্রাহ্মণ সকল। সম্ভেই তাহানে দেখি হয়েন বিহ্বল। সভার তাহানে বড় হইল বিশ্বাস। ফুলয়ায় রছিলেন প্রভু হরিদাস । গঙ্গাস্নান করি নিরবধি হরিনাম । উচ্চকরি লইয়া বুলেন সৰ্ব্বস্থান। কাজি গিয়া মুল্পকের অধিপতি স্থানে। কহি লেক তাহান সকল বিবরণে ॥ যবন হইয়া করে হিন্দুর আচার । ভালমতে তারে অানি করহ বিচার ॥ পাপীর বচন শুনি সেহ পাপমতি। ধরিয়া আনিল তাঁনে অতি শীঘ্ৰগতি । কৃষ্ণের প্রসাদে হরিদাস মহাশয় । যবনের কিদায় কালের নাহি ভয় । কৃষ্ণ কৃষ্ণ বলিয়া চলিলা সেইক্ষণে। মলুক পতির আগে দল দরশনে । হরিদাস ঠাকুরের শুনি আগমন। হরিষ বিষাদ হৈল যত স্ন সজন ॥ বড় বড় লোক যত আছে বন্দি ঘরে । তারা সব হৃষ্ট হৈলা শুনিয়। অন্তরে ॥ পরম বৈষ্ণব হরিদাস মহাশয়। র্তারে দেখি বন্দি দুঃখ পা ইবেক ক্ষয় ॥ রক্ষক লোকেরে সভে সাধন করিয়া | রছিলেন বন্দিগণ এক দুষ্টে হৈয় । আজানুলম্বিত ভুজ কমল নয়নি। সৰ্ব্ব মনোহর মুখ চন্দ্রের সমান ॥ ভক্তি করি সভে করিলেন নমস্কার । সভার হইল কৃষ্ণ ভক্তির বিকীর ॥ তাসভীর ভক্তিভাব দেখি হরিদাস। বন্দি সব দেখিয়া হইল কৃপা হাস ॥ থাক২ এখন আছহ যেনৰূপে। গুপ্ত আশীৰ্ব্বাদ করি হাসেন কৌতুকে । ন বুঝিয়া ত৷ স্থান সে দুজ্ঞেয় বচন। বন্দি সব হৈল কিছু বিষাদিত মন। তবে পাছে রূপ। যুক্ত হই হরিদাস । গুপ্ত আশীৰ্ব্বাদ কহে করিয়া প্রকাশ ॥ আমি তোমা সভাক রে কৈল আশীৰ্ব্বাদ । তার অর্থ না বুঝিয়া ভাবহ বিষাদ ॥ মন্দ আশীৰ্ব্বাদ অামি কখন না করি । মনদিয়া সভে ইহা বুকহ বিচারি এবে কৃষ্ণ প্রীতি তোম। সভাকার মন। যেন অাছে এইমত থাকু সৰ্ব্বক্ষণ ॥ এবে নিত্য কৃষ্ণনাম কৃষ্ণের চি স্তন সভে মেলি করিতে আছহ অনুক্ষণ ॥ এবে হিংসা নাহি কিছু প্রজার পী ভূন । কৃষ্ণবলি কাকুৰ্ব্বাদ করহ চিন্তন ॥ আরবার গিয়া সে বিষয়ে প্রবর্ভিলে। সভে ইহা পাষরিবে গেলে দুষ্টমেলে । সেই সব অপরাধ হব পুনৰ্ব্বার। বিষ য়ের ধৰ্ম্ম এই শুন কথা সার। বন্দি থাক হেন আশীৰ্ব্বাদ নাহি করি। বিষয় পা সর অহৰ্নিশ বল হরি । ছলে করিলাম আমি এই আশীৰ্ব্বাদ । তিলাদ্ধেক না