পাতা:শ্রীশ্রীচৈতন্যমঙ্গল.djvu/১১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সূত্রখণ্ড २३७ বৈকুণ্ঠের এক ধাম, মহ বৈকুণ্ঠ যার নাম, তিন গুণ শকতি সন্ধান ॥ ৫১২ ॥ নিশ্চয় বচন মোরি, অময়া সে গৌরহরি, প্রকট করুণা-কল্পতরু । চল মুনি চলি যাই, সেই মহাপ্রভু ঠাই, সকস ভুবনে শিক্ষণগুরু ॥ ৫১৩ ॥ চলিলা মুনীন্দ্র রায়, বীণা হরিগুণ গায়, আনন্দে অলশ অঙ্গ কাপে । পুলকিত সব গা, অণপাদ মস্তক যl, প্রেমবারি সুনয়নে ঝণপে ॥ ৫১৪ ॥ প্রেমমদে মাভোয়ার, ক্ষণে হয় চমৎকার, ক্ষণে ডাকে গৌরাঙ্গ বলিয়া । ক্ষণে অধি-পদ যায়, ক্ষণে ফিরি ফিরি চায়, ক্ষণে কান্দে ক্ষণে চলে ধা’য়া ॥৫১৫ ॥ আচম্বিতে বায়ু বহে, জুড়ায় সকহ দেহে, কোটি চাদ জিনি যেন জ্যোতিঃ। শ্ৰীপাদপদম-গন্ধে, আউলীয় শরীরবন্ধে, যে দেখিয়ে তহি কাম কঁাতি ॥ ৫১৬ ॥ অনেক মদনরায়, অনুগত কাজে ধায়, প্রেম বিলু না দেখিয়ে লোক । না দিবা-রজনী জানি, না দেখিয়ে ভিনাভিনি, সৰ্ব্বজন হরিষ অশোক ॥ ৫১৭ ॥ গমন নটনলীলা, বচন সঙ্গীত-কলা, নয়ান-চাহনি আকর্ষণ । রঙ্গ বিমু নাহি অঙ্গ, ভাব বিলু নাহি সঙ্গ, রসময় দেহের গঠন ॥ ৫১৮ ॥ তনু চিদানন্দময়, ভূমি চিন্তামণি হয়, - কল্পতরু সৰ্ব্বতর তথা । সুরভি যতেক সব, কামধেনু যেন নব, উদ্ধবাদির অাশা গুৰু-লতা ॥ ৫১৯ ॥ সবত্তর কল্পক্রম, তহি এক নিরুপম, রত্নবেদী তার দুই পাশে। স্বর্ণ-সিংহাসন ভয়, বসিয়া গৌরাঙ্গরায়, সরস মধুর লহু হাসে ॥৫২০ ॥ সশাখ মঙ্গল-ঘটে, সিংহাসন-সুনিকটে, বামপদাঙ্গুষ্ঠ পরশিয়। রতনপ্রদীপ জ্বলে, যেন দিবাকর করে, আলোকিত জগত ভরিয়া ॥ ৫২১ ॥ রাধিকা-দক্ষিণপাশে, অমুচরী করি কাছে, রত্ন-কলস করি করে। বামপাশে রুক্মিণী, কাছে করি সঙ্গিনী, স্বর্ণ-ঘটে রত্ন-জল ভরে ॥ ৫২২ ॥ নগ্নজিভ জল ভরে, দেই মিত্রবৃন্দা-করে, মিত্রবৃন্দা সুলক্ষণ-করে। - সে দেই রুক্মিণী-হাখে, দেবী ঢালে প্রভু-মাথে অভিষেক স্বরনদী-জলে ॥ ৫২৩ ॥ তিলোত্তম জল ভরে, দেই মধুপ্রিয়া-করে, মধুপ্রিয়া চন্দ্রমুখী-করে। - সে দেই রাধিকা-হাথে, রাই ঢালে প্রভূ-মাথে, অভিষেক করে গঙ্গাজলে ॥ ৫২৪ ॥ সত্যভাম। অন্তরে, দিব্য গন্ধ করি করে, দিব্য মাল্য, বস্ত্র, অলঙ্কার । লক্ষণ সুভদ্রা, ভদ্রা সত্যভামা-পরতন্ত্রা, অনুক্রমে করে দেই তার ॥ ৫২৫ আর দিব্য নারী যত, চারি-পাশে শত শত, দিব্য ভূষা দিব্য উপহার। রতনস্তবক করে, রহে প্রভু বরাবরে, জয়জয় মঙ্গল-উচ্চার ॥ ৫২৬ ॥ গোলোকনাথের স্নান, ইহা বহি নাহি আন, আগমে কহিল মহাধ্যান । হেমগৌর কলেবর, মন্ত্র চারি-অক্ষর, সহজ বৈকুণ্ঠনাথ শ্বাম। ৫২৭ ॥ শু্যাম-দেহে চারি হাথ, ধরয়ে বৈকুণ্ঠনাথ, চারি হস্তে চারি অস্ত্র তার। হেম-কিরণীয়া পহু, হেম-অঙ্গে বোলে লহু, দ্বিভুজে শরীর শুন সার। ৫২৮ ॥ ঐছন সময় মুনি, দেখি গোরাগুণমণি, বিভোর পড়িলা পদতলে।