পাতা:শ্রীশ্রীচৈতন্যমঙ্গল.djvu/১১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\ും আঁখি মিলিবারে নারে, পুনঃ চাহে দেখিলারে, সিনাইল নয়নের জলে ॥ ৫২৯ ॥ স্নান সমাপিয়া পহু, হাসি কহে লহু লহু, নারদ তুলিয়া লৈল কোলে। ঘুচিল সংশয় চিন্ত৷ খণ্ডিল মনের ব্যথা, প্রভু-প্রিয় লহু লহু বোলে ॥ ৫৩০ ॥ মুনি বোলে মহাপ্রভু, হেন অপরূপ কভু, না দেখিল মা শুনিল আমি । জনম সফল আজি, দেখিল ভামিয়ারাজি, ধনি পনি তাপনাকে মানি ॥ ৫৩১ ॥ ব্ৰহ্মাদি লা জানে তত্ত্ব, অবতার অবিদিত, অচিন্ত্য বলিয়া বলি তোম । জ্যোতিৰ্ম্ময় বোলে কেহো, মুখে না নিৰ্ব্বচে সেহো, কহিলারে নাহিক উপমা ॥ ৫৩২ ॥ কেহ বলে পরাৎপর, প্রধান পুরুষবর, বিচারে না করে নিরূপণ। সৰ্ব্বময় তোর শক্তি, দেখিয়া না পায় মুক্তি, অগোচর তোর আচরণ ॥ ৫৩৩ ॥ সহস্রফণা অনন্ত, না পাঞ গুণের অন্ত, দ্বিজিহবা পরিল সব মুখে । ন পাঞt গুণের ওর, ঐছন ঠাকুর গেীর, কৃপাবলে দেখিলাম তোকে ॥ ৫৩৪ ॥ যে পুনঃ আরতি করে, তুয়া-পদ অনুসারে, নানাবুদ্ধি নহে একমত। কেহ বলে সৰ্ব্বব্যাপী, সূক্ষবাদী সাংখ্যযোগী, স্থলসেব করয়ে ভকত ॥ ৫৩৫ ৷ কেহ বেদ-অনুসারে, নিত্য ধৰ্ম্ম, কৰ্ম্ম করে, বর্ণাশ্রম-ধৰ্ম্ম-অনুগত। বেদান্ত-সিদ্ধান্ত যেই, সমাধান নাহি পাই, না বুলিয়া কহে নানা-মন্ড ॥ ৩৩৬ ॥ অষ্ঠ্যোন্তে বিরোপ কেনে, ইহা নাহি অনুমানে, কহে পুনঃ একই অদ্বৈত। না বুঝি তোমার মৰ্ম্ম, পক্ষ ধরি করে কৰ্ম্ম, তোর কথা সৰ্ব্ব-অবিদিত ॥ ৫৩৭ ॥ ত্রীচৈতন্যমঙ্গল এলে পদ-পরসাদে, নিরবধি প্রাণ কণাদে, ছাড়ি ইহা প্রাকৃত-মূৱতি। পুনঃ জনমিয়ে আর, করি কৃষ্ণ-সংসার, আচরিয়ে এই প্রেমভক্তি ॥ ৫৩৮ ॥ ঐছন নারদবাণী, শুনি কহে গুণমণি, চল চল চল মুনিরাজ । কলিলোক নিস্তারিব, নিজভক্তি প্রচারিব, জনমিব নদিয়া-সমাজ ॥ ৫৩৯ ॥ পৃথিবী চলহ তুমি, শ্বেভদ্বীপে আছি আমি, বলরাম নাম সহোদর। অনন্ত যাহার অংশ, একাদশ রুদ্রবংশ, সেব করে মহেশ ঈশ্বর ॥ ৫৪০ ॥ রেবতী-রমণী-সঙ্গে, অtছয়ে বিলাস-রঙ্গে, ক্ষীরজলনিধি-মহী-মাঝে । যত অবতার হয়, সেই মাত্র সহায়, আগে করি—করি নিজ কাজে ॥ ৫৪১ ॥ চল চল মুনিরাজ, গোচর করহ কাজ, কহিও করিয়া পরবন্ধ। নিজ নিজ অংশ লঞl, পৃথিতে জনম গিয়া, স্বনাম ধরহ নিত্যানন্দ ॥ ৫৪২ ॥ আনন্দে নারদমুনি, শুনিএঃ ঠাকুরবাণী, হিয়াসুখে বোলে হরিনেল । কহয়ে লোচনদণস, এ দোহার সম্ভাষ, শুনি উঠে আনন্দ হিল্লোল ॥ ৫৪৩ ॥ • ক্ষুদ্র-ছন্দ–ধনশ রাগ । রাঙ্গা চরণকমল বলি যাঙ। চল চল প্রেমে বিলাও প্রেম জগৎ মাতাবো হে ॥ ধ্রু ॥ নারদে বিদায় দিয়া বসিলা ঠাকুর। আপন অন্তর কথা তুলিলা অঙ্কুর ॥ ৫৪৪ ॥ পৃথিবীতে জনম লভিব যে কারণে । তত্ত্ব কহি—-সৰ্ব্বজন শুন সাবধানে ॥ ৫৪৫ ॥