পাতা:শ্রীশ্রীচৈতন্যমঙ্গল.djvu/১১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২ যখন যে দেখি দিঠি, সেই সৰ্ব্বজন মিঠি, বলদেবময় ক্ষীরসিন্ধু ॥ ৫৭৩ ॥ দেখিয়া নারদমুনি, ধনি ধনি মনে গণি, ধনি পনি আপনাকে মানে । ত্ৰিজগত-নাথ স্বামী, দেখিব নয়ানে আমি, কান্দিয়া পড়িব দু-চরণে ॥ ৫৭৪ ॥ সেই বলরামরায় যুগে যুগে সহায়, করি কৃষ্ণ করে অবতার। খেলায় বিবিধ খেলা, অনন্ত-বিনোদলীলা, করি করে অসুর-সংহার ॥ ৫৭৫ ॥ সেই প্রভু বলরাম, নিজ অংশে তিন ঠাম, রহি করে কৃষ্ণের পীরিতি । অtষ্ঠ, মধ্য অণর অন্ত, যার অংশ অনন্ত, এক-ফণার ধরি রহে ক্ষিতি ॥ ৫৭৬ ॥ অপিনে ঈশ্বর হএst, শ্বেতদ্বীপ-মাঝে রঞl, বিলাস করয়ে নানারঙ্গে । সৰ্ব্বোপরি পরিণাম, সেই মহাপ্রভু ঠাম, সেবা করে অপরূপ রঙ্গে ॥ ৫৭৭ ॥ গমনের কালে ছত্র, বসিতে আসনবস্ত্র, শয়নের কালে হয় শয্যা । প্রলয়ে সে বটপত্র, মহারণে দিব্য অস্ত্র, নানারূপে করে পরিচর্য্য। ॥ ৫৭৮। এক অংশে সেবা করে, আর অংশে মহী ধরে, হেন প্রভু বলরাম মোর। ত্ৰিজগত-অধিরাজ, দেখিব ক্ষীরোদ-মাঝ, প্রভু-আজ্ঞা করিব গোচর ॥ ৫৭৯৷৷ এই দুই প্রভু মাত্র যেন রাজা মহাপাত্র, পৃখিবী পালয়ে একযুক্তি। আর যত রুজেবংশ, সেহে যার অংশগংশ, অবতার করিবেন ক্ষিতি ॥ ৫৮০ ॥ হেন মনঃকথণরসে, মুনি ভেল পরবশে, পুরী প্রবেশিল মহানন্দে। দেখি ত্ৰিজগত-নাথ, সব-পারিষদ সাথ, অপরাপ বলরামচন্দে |l Gbアン || ঐচৈতন্যমঙ্গল অঙ্কুর-পৰ্ব্বত যেন, বসি শ্বে ভ-সিংহাসন, অমৃত-মধুর লহু হাসে । রাতা-উতপল আঁখি, ঢুলু ঢুলু হেন দেখি, আধবাণী মুখেতে নিকষে ॥ ৫৮২ ॥ তারক ভ্রমরা আণধ, আচ্ছাদিল তার সাথ, আথ উদাস দুই আঁখি । মণি মুকুতা, প্রবাল, দিব্যরত্নময় হার, অঙ্গ অলঙ্কারে নাহি লখি ॥ ৫৮৩ ॥ তালিস-বালিশ করে, বাম-কর করি শিরে, ডাহিনে রেবর্তী-কর ধরে। রেবতী তাম্বুল করে, GV -অধরে, অনুরাগে বয়ান নেহারে ॥ ৫৮৪ ॥ অনুচরী-ঢারি-পাশে, চামর চুলায় হাসে, কঙ্কণ-কিঙ্কিনি-ধ্বনি শুনি । কেহে বীণা বেণু বায়, কেহে বা সঙ্গীত গায়, তাল সঞ্চে পরম-রমণী ॥ ৫৮৫ ॥ তাহার অন্তরে যত, অনুগত শত শত, যার যেই নিজ নিযোজিত । ঐছন সময়ে মুনি, করিল বীণার ধ্বনি, ঠাকুর দেখিল আচম্বিত ॥ ৫৮৬ ॥ বিহবল নারদমুনি, টলমল পড়ে ভূমি, ঠাকুর তুলিয়া নিল কোলে। চিরদিন-অনুরণগে, দেখিল মো মহাভাগে, তুষিল শীভল মহা বোলে ॥৫৮৭৷ হাসি সম্ভাষণে পহু, কহ কোথা হইতে তুহ, রহস্য কহিবে হেন বাসি । কহনা কেমন কাজ, শুলিতে হৃদয় মাঝ, আনন্দ উঠয়ে রাশি রাশি ॥ ৫৮৮ ॥ সন্ত্রমে কহয়ে মুনি, কি কহিতে জানি আমি, তুমি প্রভু সৰ্ব্ব-অন্তর্যামি। যে কিছু কহিতে জানি, সেই কথা অনুমানি, যে জুয়ায় কর প্রভু তুমি ॥৫৮৯৷৷ কলি পাপময় যুগে, না দেখি নিস্তার লোকে, দয়া উপজিল প্রভুচিতে।