পাতা:শ্রীশ্রীচৈতন্যমঙ্গল.djvu/১২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আদিখণ্ড পৃথিবী চলিব—আর নাহিক বিলম্ব। আপনি ঠাকুর শচী-গর্ভে অবলম্ব ॥ ৫ ॥ জয় জয় শব্দ হৈল ব্রহ্মাণ্ড ভরিয়া। দেব, নাগ, নর দেখে প্রেমাবিষ্ট হঞ ॥৬ ॥ কেহো ঘারে বোলে জ্যোতিৰ্ম্ময় সনাতন । কেহো যারে বোলে সূক্ষম স্কুল নারায়ণ ॥৭ ॥ কেহো যারে বোলে স্থল সূক্ষম পরব্রহ্ম। সে জন করিল শচীগর্ভে অবলম্ব ॥ ৮ ॥ তেজোময় বায়ুরূপ গর্ভ বাঢ়ে নিতি। দেখিয়া ত সৰ্ব্বলোকের বাঢ়য়ে পীরিতি ॥৯ এক, দুই, তিন চারি, পাচ, ছয় মাসে । শচীর উদরে মহানন্দ পরকাশে ॥ ১০ ॥ দিনে দিনে ভেজঃ বাঢ়ে শচীর শরীরে । দেখিয়া সকল লোক হরিষ অন্তরে ॥ ১১ ॥ ন জানিয়ে কোন জন আইল শচীর ঘরে । ঘরে ঘরে এই মনে সবাই বিচারে ॥ ১২ ॥ ছয় মাস পূর্ণ হৈলে শচীর উদর। অঙ্গের ছটায় ঝলমল করে ঘর ॥ ১৩ ॥ হেনই সময়ে এক অদভুত কথা। আচম্বিতে অদ্বৈত-আচাৰ্য্য আইল তথা ॥১৪ ঘরে বসি আছে জগন্নাথ দ্বিজবৰ্য্য। সন্ত্রমে উঠিলা দেখি অদ্বৈত-ত্যাচাৰ্য্য ॥ ১৫ ॥ অদ্বৈত-আচাৰ্য্য গোসাঞি সৰ্ব্বগুণধাম । ত্ৰিজগতে ধন্য তার নাহিক উপাম ॥ ১৬ ॥ দেখি মিশ্র পুরন্দর বড়ই সন্ত্রমে। বসিতে আসন অগনি দিলেন অণপনে ॥ ১। ॥ চরণের ধূলি লৈল মস্তক উপর। সন্ত্রমে আচার্য্যে কৈল বিনয় বিস্তর ॥ ১৮ ॥ পাদ-প্রক্ষালনে জল দিল শচীদেবী। শচী দেখি সন্ত্রমে উঠিল। অমুরাগী ॥ ১৯ ॥ অনুরাগে রাঙ্গ দুই কমললোচন। বাপ ঝলমল তাঁ।খি— অরুণ বদল ॥ ২০ ॥ সকম্প অধরে--কণ্ঠ গদগদ-স্বর। ধরিতে না পারে অঙ্গ করে টলমল ॥ ২১ ॥ ඓඅ শচী-প্রদক্ষিণ করি করে পরণাম । চমকিত শচীদেবী দেখি অবিধান ॥ ২২ ॥ জগন্নাথ সসন্দেহ—শচী সবিস্মিতা । কি কর কি কর বোলে—হৃদয়ে দুঃখিত ॥২s॥ জগন্নাথ বোলে—শুন আচাৰ্য্য-গোসাঞি । তোমার চরিত্র কেহো বুঝিবারে নাঞি ॥২ ॥ দয়া করি কহ যদি ঘুচাও সন্দেহ। নহে বা এ চিন্তা-অগ্নি পোড়াইব দেহ ॥ ২৫ ॥ আচার্য্য কহিল--শুন মিশ্র পুরন্দর। জানিলে সকল পাছে—কহিল উত্তর ॥ ২৬ ॥ পুলকিত সব অঙ্গ— জানিএ সমভ। গন্ধ-চন্দনেতে লেপে শচীর শ্ৰীগৰ্ভ ॥ ১৭ ॥ সাভ-প্রদক্ষিণ করি করে পরণম। ন কিছু কহিলা—গেল। আপনার স্থান ॥২৮৷ এথা শচী-জগন্নাথ মনে অনুমানে । - মোর গর্ভ-বন্দনা করিল। কি কারণে ॥ ২৯ ॥ আচার্য্য-গোসাঞি কৈল গর্ভের বন্দন । শতগুণ তেজঃ শচী পাশরে আপন ॥ ৩০ ॥ সব সুখময় দেখে— না দেখয়ে দুঃখ । সব দেবগণ দেখে আপন-সম্মুখ ॥৩১ ॥ ব্রহ্ম-শিব-সনকাদি যত দেলগণ । উদর সম্মুখ করি করয়ে স্তবন ॥ ৩২ ৷৷ জয় জয় অনন্ত, অদ্বৈত, সনাতন। জয়াচু্যতানন্দ, নিত্য নন্দ, জনাৰ্দ্দন ॥৩৩ ॥ জয় সত্ত্ব, রজস্তম— প্রকৃতির পর। জয় মহাবিষ্ণু কারণ সমুদ্র ভিতর ॥ ৩৪ ৷ জয় পরব্যোমনাথ মহিমা বিস্তার। জয় সত্ত্ব, পরসত্ত্ব, বিষ্ণুসত্ত্বীকার ॥৩৫ ॥ জয় গোলোকের পতি—রণধার নাগর । জয় জয় অনন্ত বৈকুণ্ঠ-অধীশ্বর ॥ ৩৬ ৷ জয় জয় নিশ্চিন্ত ধীর-ললিত । জয় জয় সৰ্ব্বমনোহর ননস্থত। ৩৭ ৷ এবে কলিযুগে শচীগর্ভেতে প্রকাশ । আপনে ভুঞ্জিতে আইল আপন-বিলাস ॥৩৮