পাতা:শ্রীশ্রীচৈতন্যমঙ্গল.djvu/১২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૭ના জয় জয় পরালন্দ-দশত এই প্রভু। এ হেন করুণা আর নাহি হয় কভু ॥ ৩৯ ৷ আপনি আপন-দণত হৈল। কলিকালে । পাত্রাপত্র-বিচার না হৈল গদাপরে ॥ ৪০ ৷ যে প্রেম যাচিঞা করেণ মোরা সব দেবে। লা পাইল লব-লেশ গন্ধ অনুভবে ॥ ৪১ ৷ সে প্রেম মধুর রস আপনি খাইয়া। ভুঞ্জাইবে আচণ্ডালে - দোষ না দেখিয়া ॥৪২৷৷ তুয়া প্রেম-লব-লেশ মোরা যেন পাই। তোর সঙ্গে রাধাকৃষ্ণ-গুণ যেন গাই ॥ ৪৩ ৷ জয় জয় সঙ্কীৰ্ত্তনদণভা গৌরহরি। ইহা পলি দেবগণ প্রদক্ষিণ করি ॥ ৪৪ ৷ চারিমুখে ব্ৰহ্মা করে বহুবিধ স্তুতি । তরাসিল শচীদেবী চমকিত-মতি ॥ ৪৫ ॥ সৰ্ব্বজীবে দয়। ভেল শচীর অন্তরে । আত্মজ্ঞানে দয়া করে—নাহি ভিন্ন পরে ॥ ৪৬ ৷ দশ মাস পূর্ণ ভেল গর্ভ দিশে দিশে। আপন পাশলে দেবী মনের হরিষে ॥ ৪৭ ৷ "শুভদিন শুভক্ষণ পূর্ণিমার তিথি। ফাস্তুনের শুভনিশি হিমকর জুতি ॥ ৯৮ ৷৷ রাহু চন্দ্র গরণসয়ে অদ্ভুত লেলে । উঠিল চেমিগ ভরি হরি হরি-বোলে ॥ ৯ ॥ চৌদিগ ভরল আর দিব্য চারুগন্ধ । পরসন্ন দশদিগ--বায়ু মন্দ মন্দ ॥ ৫০ ॥ ষড় ঋতু উদয় ভৈ গেল সেইবালে। প্রভু-শুভজন্ম পৃথিবীতে হেন বেলে ॥ ৫১ ৷ অন্তরীক্ষে দেবগণ দিব্য-যানে চাহে। গৌর-অঙ্গ দেখি পারে অনুরাগে পাএ ॥ ৫২ ॥ একমাত্র শুনি ধবনি – হরি-হরি-বোল। জন্মমাত্র প্রকাশ করিল প্ৰভু মোর ॥ ৫৩ ৷ শচীর অঙ্গলে ভেল বৈকুণ্ঠ-সম্পদ । আনন্দে বিভোল শচী বোলে গদগদ ॥ ৫e ॥ জগন্নাথ-পণ্ডিতেরে ডাকে হণথল নে । জনম সফল- দেখ পুত্রের বয়নে ॥ ৫৫ ৷ স্ত্রীচৈতন্যমঙ্গল পুরনারীগণ জয় জয় দেই সুখে। আনন্দে বিভোর সবে দেখিয়া বালকে ॥ ৫৬ ৷ বেদ-দেব-নাগকন্ত সবাই আইল । দেখিয়া গৌরাঙ্গ জয়-জয়-ধ্বনি কৈল ॥৫৭ ॥ গৌর-গণগরিমা-গন্ধে ভরিল ব্রহ্মাণ্ড । প্রতি অঙ্গ রসরাশি অমিয়া অখণ্ড ॥ ৫৮ ৷৷ দেখিতে দেখিতে সভার জুড়াইল নয়ন। সবার মনে হৈল—ত্ৰজ নাগরীয় প্রাণ ॥ ৫৯ ৷ এ হেন বালক কভু দেখি নাহি শুনি । ইহারে দেখিয়া হিয়া করয়ে কি জানি ॥ ৬০ ৷ মানুষের হেন দিন না দেখিয়ে কিছু। দিব্য বিলাসিনী বোলে-- জানিব ইহা পাছু ॥ জগন্নাথ বিভোল দেখিয়া পুত্র-যুপ। ব্ৰহ্মাণ্ডে না ধরে তার অন্তর-কৌতুক ॥ ৬২ ৷ কত চান্দ-উদয় দেখিয়া মুখখানি । প্রফুল্ল কমলদল বয়ান বাখালি ॥ ৬৩ ॥ উন্নত নাসিক। তিলকুসুম জিনিঞ।। ঝলমল গোর-অঙ্গ-কিরণ অমিঞা ॥ ৬৪ ৷ তাধর অরুণ—আর চারু গণ্ডদু্যতি । সুন্দর চিবুক দেখি উঠয়ে পীরিভি ॥ ৬৫ ৷ সিংহ-গ্ৰীল গজ-স্কন্ধ বিশাল হৃদয় । আজানুলম্বিত ভুজ—তনু রসময় ॥ ৬৬ ৷ বিশাল নিতম্ব—উরু-কদলীর যেন । অরুণ-কমলদল দুখালি চরণ ॥ ৬৭ ৷ ধ্বজ-বজাঙ্কুশ সে পঙ্কজ পদতলে । রথ, ছত্র, চামর, স্বস্তিক জল্লুফলে ॥৬৮ ॥ উৰ্দ্ধরেখা ত্রিকোণ কুঞ্জর কুন্তবরে। সব-অপরূপ রূপ অমিয়া উগরে ॥ ৬৯ ॥ হেন অপরূপ রূপ পুথিবীর মাঝে । মহারাজ-রাজাধিক লক্ষণ বিরণজে ॥ ৭০ ॥ ইন্দ্র, চন্দ্র, গন্ধৰ্ব্ব, কিন্নর, দেবগণ । পৃথিবী আইলা কিবা কৌতুক কারণ ॥৭১ ॥ নয়নে লাগিল সভার অমিয়া-অঞ্জন। চির অনুরাগে যেন প্রিয় দরশন ॥ ৭২ ॥ , {