পাতা:শ্রীশ্রীচৈতন্যমঙ্গল.djvu/১২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88. শ্রীচৈতন্যমঙ্গল আর দিন এক কথা শুন সালপানে । আপনা প্রকাশ প্রভু কৈল যেন মনে ॥ ১২৫ ॥ এক গৃহে জগন্নাথ—গুড়ান্তরে শচী। পুত্র কোলে করি শচী সুখে শুতি আছি ॥১২৬ শুষ্ঠাঘরে কত সৈন্য-সামন্ত ভরিল। ঐছন দেখিয়। শচা তরাসিত হৈল ॥১২৭ ৷ যত দেপগণ অসি শটী-কোল হৈতে । পমাইল রত্নসিংহাসনেতে তুরিতে ॥১২৮ ৷৷ অভিষেক করি নানাবিধ পূজা করি। প্রদক্ষিণ করি পড়ে চরণেতে পরি ॥ ১২৯ ৷ শঙ্খ-ঘণ্ট-পবলি সম্ভে করে বারবার। জয়-জয়-স্থরিধৰনি করি,ছ বিস্তার ॥ ১৩০ ৷ জয় জয় জগঞ্জ খি স ত্তীর পালন । কলিযুগে মো-স দ্যারে করিলে পোষণ ॥১৩১৷৷ বুন্দাবন-মন-রস দিলে মো-সম্ভারে । লিলেদন তোমার চরণে বিশ্বস্তরে ॥ ১৩২ ৷৷ দেখি শচীমাতা বারংবার চমকিত । পূত্র পুত্র, করি শচী ভেল মহা ভীত ॥১৩৩ ৷ আপনাকে নাহি ভয়--পুত্রগত প্রাণ । বালক পাঠাঞা দিল জগন্নাথস্থান ॥ ১৩৪ ৷ তোর পিতা শুভি আছে ঐ না দেবঘরে। তথা গিয়া সুখে নিদ্রা যাহ তার কোলে ॥১৩৫৷৷ চলিল। সে বিশ্বস্তুর মায়ের লচনে । নূপুরের ধ্বনি শুনি শূন্তচরণে ॥ ১৩৬ ৷ বাহিরে আইল যবে দেব-শিরোমণি । সকল দেবতা আইলা পাছে জোড়পাণি ॥১৩৭৷৷ প্রভু কহে—দেৰগণ না চাহ আমারে। গণহ রাধাকৃষ্ণ-লীলা—কহিল সভারে ॥ ১৩৮ ৷৷ দেলে রাধাকৃষ্ণ-প্রেম গানেতে মিশাএsা । দিলেন আনন্দে গৌরচন্দ্র যে লরিয়া ॥১৩৯ ৷ তাপলি কান্দেন কান্দায়েন দেবগণে । রাধী রাপা, গোবিন্দ, প্রভু বলিছে প্রাঙ্গণে ॥১৪০ কালিন্দী, যমুনা, বৃন্দালন বলি ডাকে। রাধা, রাধা, বলিয়া, ডাকেন মহাসুখে ॥১৪১ ৷ দেখিয় পুত্রের লীলা মূৰ্ছা শচী হইলা । শব্দ শুনি জগন্নাথ অস্থিরে আইলা ॥১৪২ ৷ জগন্নাথ ডাকে—শচী কিনা ধবনি শুনি । উচ্চস্বরে ডাকে তরাসিভ শচীরাণী ॥ ১৪৩ ৷ বাহিরে অসিয়া দোহে পুত্র কৈল কোলে । শূন্য-চরণ দেখি আপনা পাশরে ॥ ১৪৪ ॥ ততক্ষণে কৃষ্ণের চরিত্র মনে পড়ে। শচীদেলী কহিল যে দেখিল নিজঘরে ॥১৪৫৷৷ চারিমুখ, পাচমুখ-তাদি যত দেবা। দিব্য-যানে আসি কৈল লালকের সেবা ॥১৪৬৷৷ প্রাঙ্গণে নাচিল পুত্র রাধাকৃষ্ণ বলি। আমিহ শুনিল স্বপ্নপও মনে করি ॥ ১৪৭ ৷ দেখিয়। ভরলে তল ঠাঞি পাঠাইল । শূন্তা-চরণে নূপুর-শবদ শুনিল ॥১৪৮ ৷৷ এহেন ললিক দিব্য মৃত্তি সুঠাম । না জানি কখন করে কি হয় বিধান ॥ ১৪৯ ৷ সাত কন্যা মরি মোর এইটি ছাওয়াল। ইহার যে কিছু হৈলে—ন জীবমো আর॥১৫০ সাত, পাচ নাই মোর –এই আঁখি তারা। আন্ধলের লড়ি ধেম এই গল সারা ॥১৫১ ৷ ঘর-সরবস-ধন-দেহে আত্মা তনু ! না রহে জীবন মোর গোরাচান্দ বিনু ॥১৫২ ৷ বিস্তু-নিবারণ-হেতু প্রতিকার চিন্ত । বালক-মঙ্গল করু দেব আদি অন্ত ॥ ১৫৩ ৷ হেনমনে তামুমানে রাত্রি সুপ্রভাতে । . খেলায় শচীর সুত বালক-সহিতে ॥ ১৫৪ ৷ ক্ষণে আঙ্গিনায় লুঠি ধূলায়ে ধূসর। দেখিয়া জননী বোলে বচন কাতর ॥ ১৫৫ ৷ সোণার পুতলী তনু বদন স্বছন্দ। উপমা দিবার নারি আকাশের চাঙ্গ ॥ ১৫৬ ৷ এহেন সুন্দর গায় ধূলায়ে পড়িয়া। লুটtঞা বুলহ কেনে মায়ের মাথা খtঞ॥১৫৭ ইহা বলি ধূলা ঝাড়ি চুম্বয়ে বদন। পুলকে পূরল অঙ্গ—অরুণ নম্নল ॥ ১৫৮ ৷৷