পাতা:শ্রীশ্রীচৈতন্যমঙ্গল.djvu/১২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সূত্রখণ্ড ভবে অপর কথো দিনে শচীর নন্দন । বমস্ত সহিতে করে বাহিরে পর্য্যটন ॥ ১৫৯ ৷ গঙ্গাতীরে তরুমূলে খেলাঞ৷ বেড়ায় । মৰ্কট খেলা খেলে—একচরণে দাণ্ডায় ॥১৬০৷৷ শুনিলেন, শচী গঙ্গাতীরে গৌরহরি। ধরিতে চলিল। শচী হাভে ছড়ি করি ॥ ১৬১ ৷ জানুর উপরে জামু—রহে একপদে । দেখিয়া জননী ডাকে উৎকট শবদে ॥ ১৬২ ৷ মায়েরে দেখিয়া প্রভু পলাইয় যায়। মাতিল-কুঞ্জর যেন উলটিয় চায়। ১৬৩। ধর ধর বলি ডাক ছাড়ে শচীরাণী । আগে আগে ধায় মোর প্রভু দ্বিজমণি ॥১৬৪৷৷ পরিবারে চাহে শচী ধরিতে না পারে। ধাঞা সাম্ভাইল প্রভু ঘরের ভিতরে ॥ ১৬৫ ৷ ঘর-মধ্যে যন্ত ভাণ্ড ভাজন আছিল । ধর পর করিতে সৰ্ব্ব তাছাড়ি ভাঙ্গিল।। ১৬৬ ৷ নাসায় অঙ্গুলি শচী দাড়াইয়। চাহুে। হেঠ বদন করি প্রভু বিশ্বস্তুর রহে ॥ ১৬৭ ৷ অতি বড় কম্পিত হইল লজ্জাভরে। দাড়াইল হেঠমুখে অশ্রু নেত্রে ঝরে ॥ ১৬৮ ৷৷ চন্দ্রের উপরে যেন খঞ্জন বসিয়া । উগরিয়ে মতিহার যেমন গিলিয়া ॥ ১৬৯ ৷ দেখি শচী গোরামুখ প্রেমে পূর্ণ হঞা । আইস কোলে করি বোলে মোর তুলালিয়৷ করে পরি কোলে করি বোলে শচীরাণী। ঘর-সরলস যাওঁ তোমার নিছনি ॥ ১৭১ ৷ এই মতে নন। লীলা করে গৌরহরি । , বুঝিতে না পারে শচী পুত্রের চতুরী। ১৭২ ৷ লোক-বেদ অগোচর চরিত্র অপার । ঔদ্ধত্য জানিল শচী না বুঝি লেভার ॥ ১৭৩ ৷ সুদৃঢ় চঞ্চল পুত্র জানিল নিমাই। দুঃখভাবে শচীদেবী সোঙরে গোসাঞি ॥১৭৪ একদিন পরিণত আনি যত নারী। পুছিলেন সভাকারে অনুনয় করি ॥ ১৭৫ ৷ 8\ව কত সাপে পুত্র মেরে দিলেন গোসাঞি । ক্ষিগু-মত আচরণ --বুদ্ধি কিছু নাঞি ॥ ১৭৬ ৷ এক করে আর বোলে—বুঝিতে ন পারি। তাচার পবিত্র কিছু না করে বিচারি ॥ ১৭৭ ৷ শুনি সভে কান্দিতে লাগিলা দুঃখ ভরে । কোলে করি গোরাচান্দে সম্ভে মেলি পোলে৷ কেনে কেনে বীপ, এত কর অমঙ্গলে । শুনি বিশ্বস্তুর হৈল অভ্যস্ত চঞ্চলে ॥ ১৭৯ ৷ দেখি নারীগণ ল্যথা পাইল অন্তর। শচী যে কহিল ভাহা দেখিল সত্বর ॥ ১৮০ ॥ কলে হৈতে এমন হইল পুত্র ভোর । শচী লোলে--না পারি কহিতে কিছু ওর ॥১৮১ একদিন রাত্রে পুত্র ছিনু কোলে করি। আসি সব দেবতা রহিল ঘর ভরি ॥ ১৮২ ॥ দিব্যসিংহাসনে মোর নিমাঞি রাখিয়া । দণ্ডবৎ করে ভার। চরণে পড়িয়া ॥ ১৮৩ ॥ জাগিয়া দেখিলু মুঞি এত চমৎকার । সেই হইতে কিবা তন্ত্র হইল ইহার ॥ ১৮৪ ॥ শুনি সবে এই সত্য বলিলেন বাণী -- কোন দেব ইহাতে রহিল অনুমানি ॥ ১৮৫ ॥ সব-দেব-নামে এক যজ্ঞ অপরস্তিয়।। সল লিপ্র লঞা আইস মিশ্রেরে বলিয়া ॥১৮৬ স্বস্ত্যয়ন করি কর বালক-কল্যাণ । পূজা পাঞা দেব যেন যায় নিজস্থান ॥ ১৮৭ ॥ চিন্ত না করিহ শচী কহিল নিশ্চয়। পূজা পাইলে দেব ভোরে করিলে অভয় ॥১৮৮ সভারে বিদায় দিল পদধূলি লএঃ। কহিলেন সব শচী মিশ্রেরে যাইয়। ॥ ১৮৯ ॥ শুনি মিশ্র সচিন্তিত দ্রব্য সব করি। যজ্ঞ করে এ ক্ষেণের গণকে আহরি ॥ ১৯০ ॥ এথা শচী গৌরচন্দ্র লঞ গঙ্গামালে। চঞ্চল ঘুচিল পুত্র-করি এই মনে ॥ ১৯১ ॥ শচী আগে আগে যায় বিশ্বস্তুররায় । খেলিতে খেলিতে সে অশুচিদেশে যায় ॥১৯২