পাতা:শ্রীশ্রীচৈতন্যমঙ্গল.djvu/১৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

4 જ আদি খণ্ড ব্রাহ্মণেতে বেদ পঠে ভাটে কয়লার। শিঙ্গা, বরগো বাজে ভেউর কাহাল ॥৭৫ ॥ দামামা, দগড় বাজে পটাহ মৃদঙ্গ । দোসরি মোহরি বাজে-শুনিতে আনন্দ ॥৭৬৷৷ হরি-হরিবোল শুনি জয়জয়-নাদ । আনন্দে নদিয়ার লোক ভেল উনমাদ ॥৭৭ ॥ ঠেলাঠেলি পায় লোক—পথ নাহি পায় । চমক লাগিল নাগরিকের সভায় ॥ ৭৮ ৷৷ কেহ কেশ লাহি বান্ধে—না সম্বরে বাস । দেখিবারে পায়ণধাই—ঘন বহে শ্বাস ॥ ৭৯ ৷ কাণক (ণি সানসোনি নাহি তার লাজ । ডাকাডাকি ধায় সব নদীয়-সমাজ ॥ ৮০ ৷ গরণী গরব সব দূরে তেয়াগিঞা। গৌরাঙ্গ দেখিভে ধায় উলসিত হঞ ॥ ৮১ ৷ অন্তরীক্ষে দেবগণ দিব্যঘালে চাহে । গোর -অঙ্গ দেখিবারে অম্বুরাগে পায়ে ॥ ৮২ ৷ স্বরবধূগণ বিশ্বম্ভর মুখ চাহে । চতুর্দিকে দিব্য নারা সুমঙ্গল গায়ে ॥৮৩। বিহাগড়া—স্লাগ । জয়-জয়-ধ্বনি, চৌদিগে শুনি, গৌরাঙ্গটাদের বিবাহ রে । কুলবধু মেলি, দেই হুলাহুলি, অশনমেদ মঙ্গল গণহরে ॥ ধ্রু ॥ । কেশ বেশ কর, পাটশাড়ী পর, কণজর দেহ নয়ালে । ঐবিশ্বম্ভর বিহা, সবজন মেলি, সাজিয়া করল পয়ালে ॥ ৮৪ ৷ হার কেয়ুর, কঙ্কণ, কিঙ্কিণী, নূপুর পরহ না ঝাট। অলকা নিকটে, সিন্ধুর ললাটে, চন্দনবিন্দু তার হেঠ ॥ ৮৫ ৷ তা স্কুল অধরে, তাম্বুল বাম করে, লীলায় ঢুলি চুলি যায়। ૭છે দেখি বিশ্বম্ভর, যেন পাচশর, ধৈর্য ধরিতে ন পায় ॥ ৮৬ ৷ নানা বাদ্য বাজে, শত শত্ব গাজে, মৃদঙ্গ পটাহ কাহাল । আনন্দে দুন্দুভি, বাজয়ে ডিগুিমি, মুহরি বাজয়ে রসাল ॥৮৭ ॥ বীণণক বিলাস, বেণু মন্দভাষ, রবার উপাঙ্গ পাখোয়াজে । আনন্দ ঘরে ঘরে, মঙ্গল-বাধাই বাজে ॥ ৮৮ ৷ গৌরচন্দ্র মুখ, --ہ۔ দেখি সবলোক, আনন্দ নদীয়া-সমাজ । কোটি কাম জিনি, সেরূপ বাখানি, নিরখি না রহে লাজ ॥ ৮৯ ৷ চীর না সম্বরি, পায়ে উনমত-বেশ । পাশরি পতি-সুভ, বদন স্ববে কত, হয়া-পরি ফেলে কেশ ॥ ৯০ ৷৷ ধনি ঘনি ধলি, কহয়ে রমণী, আন না শুনিয়া বাণী চৌদিকে হাটে-বাটে, নাগরীয় ঠাটে, দেখিতে করল উঠানি ॥ ৯১ ॥ কেহ বীণা বায়, কেহ গীত গায়, কেহ ধীয়ে উল্লাসে । চৌদিকে জয় জয়, মঙ্গল বিজয়, কহয়ে লোচলদাসে ॥ ৯২ ৷৷ নদিয়ানগরে, ফুয়ল কবরী, ভাটিয়ারী লাগ—দিশ ॥ দেখ মন অপরূপ পরাণ-পুতলী নবদ্বীপে। মূৰ্চ্ছ। ॥ হেনমতে বল্লভ আচার্য্য বাটী গিয়া। জয় জয় শব্দ হৈল আকাশ যুড়িয়৷৷ ৯৩ ৷ শত শত দীপ জ্বলে—উজ্জ্বল পৃথিবী। ঝলমল করে তাহে গোর-অঙ্গের ছবি ॥ ৯৪ ॥