পাতা:শ্রীশ্রীচৈতন্যমঙ্গল.djvu/১৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আদিখণ্ড ԳՏ হেন সে পদারবিন্দে পাদ্য দেই মিশ্র । যার আরাধলে ঘুচে সংসার-ভমিত্ৰ ॥ ১২৯ ৷ মহেন্দ্র যাহারে দিল নৃপ-সিংহাসন। হেল জলে দেই মিশ্র বিষ্টর-আসন ॥ ১৩০ ৷ যে প্রভু বসন পরে দিব্য-পীভবাস। তাহারে বসন দেই—শুনিতে তরাস ॥১৩১ ৷ এই মনে ক্রমে ক্রমে যে বিধি আছিল। যজ্ঞ আদি যত কৰ্ম্ম সব নিবড়িল ॥ ১৩২ ৷৷ বল্লভ আচাৰ্য্য হেন নাহি ভাগ্যবান। আপনে বৈকুণ্ঠনাথ লৈল কন্যাদান ॥ ১৩৩ ৷ কি কহিব বল্লভমিশ্রের ভাগ্যরাশি । যার ঘরে কৈলা প্রভু এ পঞ্চ-গরাসি ॥১৩৪ ৷ কম্ভ-বরে একগৃহে ভোজন করিল। শত শত কুলবধূ বাসরে মিলিল ॥ ১৩৫ ৷ যথে যথে তরুণী আইল প্রভূ-কাছে। লেঢ়িয়া রহিল বিশ্বম্ভর আগে পাছে ॥ ১৩৬ ৷ সে চন্দ্র-বদন-হাস্য উদয় দেখিয়া । লজ্জ-ভিমির সভার গেল পলাইয়া ॥১৩৭ ৷ নাম-বিপর্য্যয় কেহ করে বাসরঘরে । বিশ্বম্ভরগুণে ভোরা-পরিহাস করে ॥ ১৩৮ ॥ কেহ বোলে—বিশ্বম্ভর শুন মোর বোল । গুয়াখানি দেহ লক্ষমা নিদে হইল ভোর ॥১৩৯৷৷ আপনে তুলিয়৷ দেহ লখিমী-বদনে। দেখুক সকল সখী হরষি ত-মনে ॥ ১৪০ ৷ কেহ বোলে--হেন ভাগ্যবর্তী কে বা আছে । বিশ্বম্ভর হেন পতি মিলিয়াছে কাছে ॥ ১৪১ ॥ কোল তপঃ কৈল, কোম্ কৈল ব্রত-দান"। দেব-আরাধলে কিবা সাধিল গেয়ান ॥ ১৪২ ৷ কোন সতী পতিব্ৰতা আছে পুথিবীতে। বিশ্বস্তুর-রূপ দেখি স্থির করু চিতে ॥ ১৪৩ ॥ মদন-সদন জিলি বদন সুন্দর। মালিনীর মালস-রতল-বর-চেণর ॥ ১৪৪ ৷ ভূজদণ্ড অখণ্ড যে কামদণ্ড জিনি। সাধ করে নিজৰুকে ধরিতে রমণী ॥ ১৪৫ ৷ লখিমী এ সব অঙ্গ বিলাস করিব। আমরা ইহার কবে পরশ পাইব ॥ ১৪৬ ৷ এই আমাদের আশা—হ’ব ইহার সী। ক’বে সে সেবিব মোরা শ্ৰীগৌরাঙ্গ-শশী ॥১৪৭ বরাড়ী—রাগ । ( মোর প্রাণ অারে গোরার্চাদ অারে হয় ॥ ধ্রু ) এইমনে রঙ্গে ঢঙ্গে প্রভাত হইল। প্রাতঃক্রিয় কৈল প্ৰভু যে বিধি আছিল ॥১৪৮ বিবাহের পর দিনে কুশণ্ডিকা-কৰ্ম্ম । ব্রাহ্মণ ভোজন করে ত্রাহ্মণের পশ্ম ॥ ১৪৯ ৷৷ সকল করিল প্রভু সে দিন তথায় । সার দিনে ঘর যাব—কহিল কথায় ॥ ১৫০ ৷৷ ঘরেরে চলিল প্রভু আনন্দিত মনে । পরিজনে পূজা করে রজভকাঞ্চনে ॥ ১৫১ ৷ একাসনে বৈশে প্রভু লক্ষমা বামপাশে । চাদিগে বেঢ়িল নগরীগণ তার কাছে। ১৫২ ৷ বল্লভমিশ্রের হিয়া হরিষ-বিষাদ । ধাত্রাকালে করে কম্ভ-বরে আশীৰ্ব্বাদ ॥১৫৩৷ বর্ব, ধাস্থ্য, গন্ধ, মাল্য, গুলাক, চন্দন । Hমাতারে দিয়া কিছু করে নিলেদন ॥ ১৫৪ ৷৷ ধনহীন আমি ছার—নাহি করি ভাগ্য । ক দিব তোমারে দণন—কিবা তোর যোগ্য ৷ কেবল আপনাগুণে কৈলে অনুগ্রহ। ধন্য করাইলে করি কন্যাপরিগ্রহ। ১৫৬ ৷ |তোরে কি বলিব প্রভু কি আছে যোগ্যতা। আপনার নিজগুণে অামার জামাত ॥ ১৫৭ ৷৷ তোমার অভয় পাদ-পয়েতে শরণ। লভিলে না দিবে দুঃখ আমারে শমন ॥ ১৫৮ ৷৷ দেব-পিতৃগণ মোরে প্রসন্ন হইল । যখনে তোমারে নিজ কন্থ সমপিল ॥ ১৫৯ ৷৷ { যে পদ ধোয়ালে পূজে ব্রহ্মা-শিব-আদি। সে পদ পূজিল বিদ্যলামে যথাবিধি ॥ ১৬০ ৷