পাতা:শ্রীশ্রীচৈতন্যমঙ্গল.djvu/১৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তাশদি খণ্ড 4לא এই মনঃকথ। মোর রজনী দিবস । প্রকটবদনে কহি --নাহিক সাহস ॥ ২০ ॥ আজি শুভদিন-পরসন্ন ভেল বিধি । জামাত হইব বিশ্বম্ভর গুণনিধি ॥ ২১ ॥ আপনার ভাগ্যতত্ত্ব জানিল মে। তলে । আপনে সে শচীদেবী অগত্তা কৈল যলে ॥২১৷৷ মোর ভাগ্য-সম ভাগ্য কাহার হইল । পরত্রহ্ম ত্রীগোলিন্দে কন্যা সমৰ্পিব ॥ ২৩ ॥ সদা যার পাদপদ্ম পূজে ব্রহ্মা-শিল । সে চরণে কল্প দিয়। আমিহ ভাটিচল ॥ ১৪ ৷৷ অগুসরি কাশীনাথ চলে দ্বিজোত্তমে । কহিল –কহিও শচীদেবার চরণে ॥ ২৫ ॥ সময়-নির্ণয় করি পাঠাল ব্রাহ্মণ । শুভকাৰ্য্য-অস্তৃপন্ধে করিক যন্তল ॥ ২৬ ॥ পণ্ডিত শ্ৰীসনাতন কহিল উত্তর । কাশীনাথ দ্বিজে বু মা চলিল। সত্বর ॥ ১৭ ॥ শচীর চরণে আমি কৈল পরণাম । কহিল সকল কথা ছ{র পিছ্যমান ॥ ২৮ ॥ অতি স্তরমিত শচী উত্তর প।ইয়। পুত্র বিবাহের কার্য্য করেন হাসিয় ॥ ২৯ ॥ নানান্দ্রব্য আহরণ করে শচী ধন্ত । কোন কোল ছলে দেখিবারে যায় কর্হ্য। ॥৩০৷৷ তলে সেই সনাতন--পণ্ডিত-উত্তম । কথোদিন রহি তথা পাঠাইল ব্রাহ্মণ ॥ ৩১ ॥ শচীর চরণে মোর ললিহ বচন। গোচরিহ পূরুলে যে কহিল ত্ৰাহ্মণ ॥ ৩২ ৷ মোর ভাগ্যে আজ্ঞা যদি কলে সেই কথা। সত্বরে তমালিহ কার্য্য করি যেন এখা ॥ ৩৩ ৷ পরত্রহ্ম শ্রীগোবিন্দ শ্ৰীশচীনন্দন। কন্তু দিয়া সংসারে হইল বিমোচন ॥ ৩৪ ॥ শুনিএ৪ চলিলা লিপ্র শচীর ভবনে । সকল কহিল গিয়া শচীর চরণে ॥ ৩৫ ৷ পণ্ডিত শ্ৰীসনাতন পাঠাইল মোরে। নিজ মৰ্ম্ম-নিবেদন করিতে তোমারে ॥ ২৬ ॥ তার ভাগ্যে আজ্ঞা যদি কর তুমি ধন্য। তোর পুত্র বিশ্বস্তরে দেই নিজকন্য।। ৩৭ ৷ ভাল ভাল বলি শচী অতি হৃষ্টচিত। আমার সম্মত কাৰ্য্য – করহ তুরিত ॥৩৮ ॥ এ বোল শুনিএ দ্বিজ অতি হৃষ্টমলে । কহিতে লাগিল৷ কিছু মধুরলচলে ॥ ৩৯ ৷ বিষ্ণুপ্রিয় বিশ্বম্ভর-হেন পতি পাব। বিষ্ণুপ্রিয়া-নাম তার যথার্থ হইল ॥ ৪০ ৷ প্রকষ্ণেরে পতি যেন পাইল রুক্মিণী । ঐছন কষ্টল সেই হিয়। অনুমানি ॥ ৪১ ৷ এ বোল শুনিএঃ শচী হাভি হরষি হু।। ত্ৰাহ্মণ ককিল গিয়া পণ্ডিতেরে.কথ। ॥ ৪১ ৷৷ পণ্ডিত ত্ৰাসনাতন লড় তুষ্ট হৈল। লিলাহ-উচিত দ্রপ্য করিস্তে লাগিল। ॥ ৪৩ ৷ নানা দ্রব্য অলঙ্কার করে মস্থ (মতি । অপিপাস করিবারে করিল যুগতি ॥ ৪৪ ৷ গণক আনিএs ললে লচল লিনয় । বিষ্ণুপ্রিয়-লিভ দিল--করহ সময় ॥৪৫ ॥ গণক কহিল—শুন শুন হে পণ্ডিত । তম সিতে দেখিল বিশ্বম্ভর অচেম্বিত ॥ ৪৬ ভারে দেখি আনন্দিত ভেল মোর মন । কৌতুকে তাহারে আমি যে লৈল বচন ॥৪৭ ॥ কলি শুভ অধিপসি হুইল তোমার । বিবাহ হইল শুন বচন আমার ॥ ৪৮ ॥ এ বোল শুনিএsা তেহে। কহিল উত্তর । কহ কোথ। ক (র লিভা—কে বা ক্য। লর ৯৷৷ আমার সাক্ষাতে কথা কহিল কথন। বুঝিয়া কার্য্যের গতি— কর আচরণ ॥ ৫০ ॥ গণকের মুখে এভ শুনিএঃ বচন । ধৈর্য্য অবলম্বি কিছু না লৈল তখন ॥ ৫১ ৷ সনাতন পণ্ডিভ সে-চরিত্র উদার। বন্ধুগণ লঞ করে অনুমান সার। ৫২ ৷৷ নান। দ্রব্য কৈল নানা কৈল অলঙ্কার । কাহারে কি দোষ দিল –করম জমমাৱ ॥৫৩