পাতা:শ্রীশ্রীচৈতন্যমঙ্গল.djvu/১৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্রাহ্মণেতে লেদ পড়ে - বাজে শুভশঙ্খ । নানাবিধ বাদ্য বাজে পটtহ মৃদঙ্গ ॥ ৮৭ ৷ চৌদিকেতে কুলবধু দেই জয় জয় । প্রভু-অধিবাস হৈল উত্তম সময় ॥ ৮৮ ৷ গন্ধ-চন্দন-মাল্যে পূজি ল ত্ৰাহ্মণ । কপূৰ্ব’ তাম্বুল আর ভুরি বিভূষণ ॥ ৮৯ ৷ হেনকালে পণ্ডিত শ্ৰীযুত সনাতন । অতিশ্রদ্ধাযুত সেই উলসিত-মন ॥ ৯০ ৷ ব্রাহ্মণ পাঠাইল আর বিপ্রসাধৰীগণ । জণমাভার অপিপাস করিলার মন ॥ ৯১ ৷ আপনে আপন-কল্যা-অধিলাস করে। ঝলমল করে অঙ্গ রত্ন-অমল দঃ (রে ॥ ৯২ ৷৷ দেবপূজ। পিতৃপূজা করে যথাবিধি । আদিবাস-কালে জয় জয় নিরপাপ ॥ ৯৩ ৷৷ ব্রাহ্মণেতে বেদ পঢ়ে -বাজে শু শুশজু । আনন্দে দুন্দুভি বাজে বজয়ে মৃদঙ্গ ॥ ৯৪ ৷ হেনমলে দুইজনের অধিপাস হৈল - তার-পর-দিনে প্রভূ প্র তাতে উঠিল ॥ ৯৫ ৷ প্রভঃক্রিয়া করি প্রভু কৈল গঙ্গা মান। মান্দীমুখ-শ্রদ্ধ কৈল যে ছিল বিধান ॥ ৯৬ ৷ দেবপূজ। পিতৃপূজা করি সমাধান। বিবাহ-উচিত প্রভু করে পুনঃ মান ॥ ৯৭ ৷ নাপিতে লাপি ভক্রিয় করিল তখন । অঙ্গ-উদ্বর্তন করে কুলবধূগণ ॥ ৯৮ ৷৷ মদিয়া নগরে ভেল আনন্দ উৎসাহ । সৰ্ব্ব সুমঙ্গল বিশ্বস্তুরের লিলাহ ॥ ৯৯ ৷ তবে সেই মহাপ্রভু বিশ্বম্ভন্নরায় । te অঙ্গের সুবেশ করে যতেক জুয়ায় ॥ ১০০ ॥ দিব্য রত্ন-অলঙ্কার রক্তপ্রান্ত-বাস । মহ-মহ করে গোর-অঙ্গের বাতাস ॥ ১০১ ৷৷ সহজে শ্রীঅঙ্গ-গন্ধ--অারে দিব্য-গন্ধ । চন্দন-তিলক ভালে শ্ৰীমুখচন্দ্র ॥ ১০২ ৷ নখ চন্দ্র শোভ করে অস্কুলে অঙ্গুরী। ঝলমল অঙ্গতেজঃ চাহিতে ন পারি ॥ ১০ 3 ॥ আদিখণ্ড ۱لاسر অতি সুকে মিল রঙ অপর-বিম্বক । শ্রবণে শোভয়ে গণ্ড কুসুম কস্তক ॥ ১০৪ ৷ অঙ্গদ, কঙ্কণ করে চরণে নূপুর । দেখিয়া নাগরী হিয়া করে তুর তুর ॥ ১০৫ ৷ পণ্ডিত শ্ৰীসনাতন এথ। নিজ ঘরে । নিজ কন্যা ভূষ করে রত্ন অলঙ্কারে ॥ ১০৬ ৷ গন্ধ চন্দন, মাল্যে করাইল পেশ । লিনা বেশে অঙ্গছটায় আলে। কৈলদেশ ॥১০৭ বিষ্ণুপ্রিয়ার অঙ্গ জিমি লাখ লাল সোণ । ঝলমল করে যেন তড়িৎ প্রভিম। ॥ ১০৮ ॥ ফণিধর জিনি লেণী মুনিমন-মোহে । কপালে সিন্দুর সে তুলনা দিব কাছে ॥ ১০৯ ৷ ভুরু ভঙ্গ অনঙ্গ সারঙ্গ মনোহর । শুক ওষ্ঠ জিমি নাসা পরম সু দন ॥ ১১০ ৷ কুরঙ্গনয়ন জিনি নয়নযুগল । গৃধিনীর কর্ণ জিনি কৰ্ণ মনোহর ॥ ১১১ ৷ অপর বাধুলি জিনি অনুপম-শে। ভ। দশন-মতিম জিলি ঝলমল আi শু{ ॥ ১১২ ৷ কম্বুকণ্ঠ জিনিয়া জগন্ধমনে হারি । সিংহ গ্ৰীণ জিলিয়। সুন্দর গ্রাবাসারী ॥ ১১৩ ৷ বাহুযুগল কনক-মৃণাল-শে। ভ। জিলি । করতল রাত-পা জিলি অনুমানি ॥ ১১৪ ৷ অঙ্গ,লি চম্পককলি জিনি মনোহর । নখ-চন্দ্র জিনি শোভা অতি ঝলমল ॥ ১১৫ ৷ বক্ষঃস্থল পরিসর সুমেরু জিনির । কেশরী জিনিয়া মাজ। অতি সে ক্ষণিয়া ॥১১৬ কামদেব রথচক্র জিনিয়া নিতম্ব। উরুযুগ জিনি রাম-কদলক-স্তম্ভ ৷ ১১৭ ৷ ত্ৰৈলোক্য জিলিয়। রূপ গড়িল বিধান্ড । ডগমগ করে কর পদপদ্ম-রাত ॥ ১১৮ ৷৷ নখচন্দ্র পাতি জিনি অকলঙ্ক-চাদে । তাহার কিরণে আঁখি পাইল জন্ম আগে ॥১১৯৷৷ গন্ধ, চন্দন, মাল্যে করাইল লেশ । লিলি বেশে অঙ্গ ছটা অালো করে দেশ ॥১১ n৷