পাতা:শ্রীশ্রীচৈতন্যমঙ্গল.djvu/১৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bペ ত্ৰৈলোক্য-মোহিনী জিনি কল্প পীৰ্ব্বভী । অঙ্গ অলঙ্কারে ঝলমল করে ক্ষিতি ॥ ১২১ ৷ হেনকালে শুভ লগ্ন সময় বুঝিয়া । বর আনিবারে বিপ্ৰ দিল পঠাইয়া ॥ ১২২ ৷৷ ব্রাহ্মণ প্রভুর আগে দাণ্ডাইয়া রহে। পাঠাইল দ্বিজ মোরে সবিনয় কহে ॥ ১২৩ ৷ অঙ্গ ঝলমল তেজঃ দেখিয়া ব্রাহ্মণ । আপনাকে পন্থা মানে ধন্থা সলাভন ॥ ১২৪ ৷৷ কহিল প্রভুর আগে শুন বিশ্বম্ভর। নিকট হইল লগ্ন চলহ সত্বর ॥ ১২৫ ৷ আমি কি কহিভে জানি তোমার সম্মুখে। তুমি দেব ভগবান্ দেখি পরতেকে ॥১২৬ ৷ তবে সেই শুভক্ষণে বিশ্বম্ভর পন্থ। চলিলা মনুষ্যষণনে হাসে লহু লহু ॥ ১২৭ ৷ আইও সুও লঞ শচী আশীৰ্ব্বাদ করে। মাতৃ পদধূলি-প্রভু লই নিজ শিরে ॥ ১২৮ ৷৷ শঙ্খ, সুন্দুভি বাজে ভেউর কাহাল । দণ্ডিম মুহরি লাজে ডিণ্ডিম রসাল ॥ ১২৯ ৷ বীণা, বেণ, বিলাস, রবাব, উপাঙ্গ । মিলিয়া বাজয়ে সব পাখোয়াজ রঙ্গ ॥ ১৩০ ৷ পড়াহ, মৃদঙ্গ বাজে কাংশ্বা, করতাল । শিঙ্গা, রবাল বাজে সহিনী মিশাল ॥ ১৩১ ৷ লণনাবিধ বাদ্য লাজে নাম নাহি জানি । সম্মুখে নাটুয়া নাচে শুনি বেদধ্বনি ॥ ১৩২ ৷৷ গায়নেতে গীত গায় ভাটে কায়বীর। বয়স্তে বেষ্টি ত প্ৰভু কৈল আগুসার ॥১৩৩ ৷ নদীয়ানগরে ঘরে ঘরে পড়ে সারা । দেখিবারে ধায় লোক দিয়া বাহু লাড়া ॥১৩৪৷৷ বিহাগড়—রাগ । পাট শাড়ি পর, নেত্তের কঁচুলী, কণলর ছাদে বন্দে খোপ । শ্ৰীচৈতন্যমঙ্গল মুকুতা বান্ধিয়া, সোলায়ো গণথিয়া, পিঠে ফেলে রাঙ্গা থুপ ॥ ১৩৫ ৷ ধলি ধনি ধনি, নদীয়া-নাগরী, আনন্দ-পাথরে নীত । বিশ্বম্ভর-বিভা, চল দেখি ষাঞl, গণব সুমঙ্গল গীত ৷ ১৩৬ ৷ কেহেশত কাপড়, পাট শাড়ী পড়ে, শ্রবণে গন্ধরাজ চাপ । গজেন্দ্রগমনে, চলিভে না জালে, কুরঙ্গ পিঠে চাহে বর্ণকা ॥ ১৩৭ ৷ অঞ্জলে রঞ্জিত, খঞ্জন নয়ল, চঞ্চল তারক যোর । গেরণরূপ পঙ্কে, পঙ্কিল অtলসে, আর না চলিব তোর ॥ ১৩৮ ৷৷ লগরে নগরে, যতেক নাগরী, ধাইল ধ্বনি শুনিয়া । চিকুরে চিরুণী, চলল তরুণী, চির ন। সম্বরে তুলিয়া ॥১৩৯ ৷ নলীন যুবর্তী, ছাড়ি পভি-মভি, ছাড়ি কুলবন্ধু জন । বসন-ভূষণ, লা সম্বরে হেন, সতত উনমত হেল ॥ ১৪০ ৷ থির বিজুরী, যেমন গমন, গমন মরাল-বণু । সারি সারি সারি, হাত ধরাধরি, যেমন শারদ-বিধু ॥ ১৪১ ৷ এ নারী, পুরুষ, ধায় এক মুখ, কেহু কাহে নাহি মানে। ঠেলাঠেলি পথ, ধায় উনমত, দেখিভে গৌরাঙ্গবদলে ॥১৪২ ৷ লাল, বুদ্ধ, অন্ধ, পঙ্গুর ভঙ্গ র, আতুর দেখয়ে সাধে।