পাতা:শ্রীশ্রীচৈতন্যমঙ্গল.djvu/১৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আদিখণ্ড Ꮣ~Ꮼ কেহ কেহ বন্ধু, করে কর দিয়া, ধায় চির নাহি বান্ধে ॥১৪৩ ৷ মদন বেদন, বদন দেখিয়, অধীর দেখিতে নারী। পশু পক্ষী সব, গৌরাঙ্গ দেখিয়া, রহে সভে সারি সারি ॥ ১৪৪ ॥ বয়স্তে বেষ্টিভ, দিব্য অলঙ্কড, মুকুটনিকট ললাটে। লোচন বলে হরি, ভুলল নাগরী যুচল হৃদয়-কপাটে ॥১৪৫ ৷ বরাড়ি রাগ–ধুলাপেলাঞ্জাত । হেনমতে বিশ্বস্তুর, গেলা পণ্ডিতের ঘর, দ্বিজলর আনন্দপাথর। পাদ্য, অর্ঘ্য লইঞা করে, গেল। প্রভু বরাবরে, ধন্য ধন্য শচীর কুমার ॥ ১৪৬ ৷ তবে পাদ্য, অর্ঘ্য দিয়া, গৌরচন্দ্র খুইল লৈয়া, দাণ্ডাইল ছোড়ল ভিতরে। সব জনে হরি বলে, •শত শত দীপ জ্বলে, তাহে জিনি গৌর কলেবরে ॥১৪৭৷ উলসিভ আইওগণ, হুলাহুলি ঘনে ঘন, শঙ্খ, দুন্দুভি বাদ্য বাজে। হেতা আইওগণ মেলি, কেহ পাট শাড়ী পরি, প্রভু প্রদক্ষিণ হেতু সাজে ॥১৪৮ নিৰ্ম্মঞ্ছন সজ্জ করি, আইওগণ আগুসারি, আগুসরে কন্যার জননী। ভূমেতে না পড়ে পা, উলসিত সব গা, দেখি বিশ্বস্তুর গুণমণি ॥ ১৪৯ ৷ মনে ভাবে গৌরহরি, হিয়ার মাঝারে ভরি, হৃদয়ে উঠয়ে কত সাধা। বিষ্ণুপ্রিয় মোর স্থত, হইব অনুরূপভা, ভাবিয়া সে মনে দিল বাধা ॥ ১৫০ ৷ একে আইওরূপে চলে, রতন প্রদীপ করে, তাহে গোরা অঙ্গের কিরণে । সেইত শ্ৰীঅঙ্গ গন্ধে, আইও মরে উনমাদে, হিয়া রাখে অনেক যতনে ॥ ১৫১ ৷ সাত প্রদক্ষিণ করাঞ, গোরাচানো উরমিয়, দধি ঢালে চরণারবিন্দে। ঘর চলিবার বেলে, গোরা-মুখ লেহালে, পালটিতে নারে অল্প গন্ধে ॥১৫২ ৷ পণ্ডিঙ ঐসনাতন, করে বর-লরণ, দিব্য বস্ত্র দিব্য অলঙ্কার। দিব্য গন্ধ চন্দন, অঙ্গে করে লেপন, গলে দিল মালতির মাল ॥১৫৩ ৷ সুমেরু-সুন্দর তনু, তাহে সুরধুনী জনু, দ্বিধা হইয়। বহে দুই ধারা। দেখিয়া পণ্ডিত তl, পুলকিত সব গা, গোরা-অঙ্গে মালতির মালা ॥১৫৪ ৷ তলে সেই সনাতন, মিশ্র দ্বিজ-রতন, কমৃ আনিবারে আজ্ঞা দিল । রত্নসিংহাসনে বসি, ত্ৰৈলোক্য-রূপসী, অঙ্গ-ছটায় বিজুরী পড়িল ॥১৫৫ ৷ প্রভুর নিকটে আনি, জগ-মন-মোহিনী, বিষ্ণুপ্রিয়া মহালক্ষী-লামা। তরল নয়ান বন্ধ, হেরি মুখ গৌরাঙ্গ, মন্দমন্দ হাসি অনুপম ॥১৫৬ ॥ প্রভূ-প্রদক্ষিণ করি, সাতবার চৌদিকে ফিরি, করজোড়ে করে নমস্কার। অন্তঃপট যুচাইল, চারি-চক্ষে দেখা হৈল, দোহে করে কুসুমবিহার ॥১৫৭ ৷ উঠিল আনন্দ-রোল, সভে হরি হরি বোল, ছামুনি নাড়িল কম্ভা বর। সভে বলে ধনি ধনি, যেন চান্দ-রোহিনী, কেহ বলে পাৰ্ব্বভী-শঙ্কর ॥১৫৮ ॥ তলে বিশ্বস্তুর পন্থ, মুচকি হাসিয়া লঙ্ক, বসিলা উত্তম সিংহাসনে । সনাতন দ্বিজবরে, কস্তা সম্প্রদান করে, পদাঙ্গুজে কৈল সমর্পণে ॥১৫৯ ৷ o