পাতা:শ্রীশ্রীচৈতন্যমঙ্গল.djvu/১৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৃষ্ণ না ভজিলে দ্বিজ নহে কদাচিত । পুরাণে প্রমাণ এই শিক্ষা আছে নীত ॥ ৫১ ৷ তথাহি— ‘চণ্ডালোহপি মুনেঃ শেষ্ঠে বিষ্ণুভক্তিপরায়ণঃ বিষ্ণুভক্তিবিীনস্থ দ্বিজোৎপি শ্বপচাপমঃ ॥ ৫২ ৷৷ আল্লহা । বিষ্ণুভক্তি পরায়ণঃ ( বিষ্ণোর্যতঃ ভক্ত: ) চণ্ডালঃ অপি ( চণ্ডালকুলোছুতোৎপি ) মুনেঃ শ্রেষ্ঠ তু ( পরস্থ ) বিষ্ণুভক্তিবিীনঃ দ্বিজঃ ( ব্রাহ্মণকুলোদ্ভূত: ) অপ শ্বপচাধমঃ ( চণ্ডালাদপি আ 1মঃ ॥ ৫২ ! অনুবাদ । বিষ্ণুভক্তিপরায়ণ চণ্ডাল-কুলে" ত ব্যক্তি ও ব্রাহ্মণ-মুনি অপেক্ষা শ্রেষ্ঠ, কিন্তু বিষ্ণু ভক্তি শূন্য ব্রাহ্মণ ও চণ্ডাল অপেক্ষণ ও নিকুণ্ঠ ॥ ৫২ ॥ ইহা বলি সঙ্গের ব্রাহ্মণে তুষ্ট হইয়। দোষ ক্ষমইল তারে প্রসন্ন হইয়া ॥ ৫৩ ॥ এইমতে প্রভু দ্বিজ ভক্তি প্রকাশিয়া। পুনঃপুনঃ নদী-তীর্থে উত্ত্বরিল গিয় ॥ ৫৪ ৷ স্নান-দেল চর্চন তথি করিলা তখল । পিতৃকাৰ্য্য সমাধিয়া করিলা গমন ॥ ৫৫ ৷ ভবে ত উত্তম তীর্থ—রাজগিরি নাম । ব্ৰহ্মকুণ্ডে গিয়া প্রভু কৈল স্বাগদান ॥ ৫৩ ৷ দেবপূজা পিতৃপূজ কৈল৷ সেই ঠায়। বিষ্ণুপদ দেখিবারে চলিলা ত্বরায় ॥ ৫৭ ৷ যাইভে দেখিল পথে এক ন্যাসিবর। মহাভাগবভ—নাম পুরী যে ঈশ্বর ॥ ৫৮ ৷৷ প্রণাম করিয়া তারে লৈল বিশ্বস্তর— বড় ভাগ্যে দেখিল এ চরণযুগল ॥৫৯ ॥ চরণে পড়িয়া লোলে বচল কাতর। করুণ অরুণ আঁখি করে ছলছল ॥ ৬০ ॥ কেমনে তরিব এই সংসার সাগরে । কৃষ্ণপাদম্বি জ-ভক্তি দেহ ত আমারে ॥ ৬১ ৷ কৃষ্ণদীক্ষা বিনু দেহ অকণরণ দেখি । পুরাণে এ সব বাক্য সাধূমুখে সাক্ষী ॥ ৬২ ৷ ঐছন শুনিঞা বাণী পুরী যে ঈশ্বর। লিভূতে কহিলা ভারে মহামন্ত্রবর ॥ ৬৩ ॥ আদিখণ্ড しA গোপীনাথ মহামন্ত্র পায়। লিশ্বস্তুর। পুলকিত সব অঙ্গ— হরিষ অন্তর ॥ ৬৪ ৷ নয়নে গলয়ে নীর—পুলকিভ তাঙ্গ । রাধা রাধা বলি সুখ বাঢ়িল ত: স ॥ ৬৫ ৷ ব্রজের যতেক—সব মনে হৈল। বিশেষে মাধুর্য্যরসে মন ডবাইল ॥৬৬ ॥ রাধাভাবে অবশ হুইয়। কলেবর। কৃষ্ণ কৃষ্ণ বলি ডাকে অতি উচ্চৈ পর ॥ ৬৭ ৷ বৃন্দালন গোবৰ্দ্ধন বলি ডাকে হাসে । কালিন্দী যমুন। বলি গরজে উল্লাসে ॥ ৬৮ ৷৷ ক্ষণে ডাকে বলরাম শ্ৰীদাম স্থ দাম । ক্ষণে লন্দ যশোদা বলিয়। করে নাম ॥ ৬৯ ৷৷ পবলি সাঙলি পলি গরজে গম্ভীর। ক্ষণে সখী বলি প্রভূ পড়য়ে অস্থির ॥ ৭০ ৷ ক্ষণে দাসভাপে তৃণ দশণে পরিয়া । ক্ষণে অহঙ্কার করে আমি লে ললিয় ॥ ৭১ ৷ ধরি লু পৰ্ব্বত আমি মারি লু অঘাস্থর । মারি পুতলা-অাদি যতে চ অস্থর ॥ ৭২ ৷৷ ক্ষণে যে ত্রিভঙ্গ হএর বংশী মুখে রহে । ক্ষণে চমকিত হএ চৌদিগে ত চাহে i৭৩ ৷ নয়নে গলয়ে নীর -- গদগদ ভ{স। মধুর বচনে করে গুরুর সম্ভাষ ॥ ৭৪ ৷ তোমার প্রসাদ যুই হইলুক তার্থ। তাজি হৈতে দেহ পৰ্ম্ম ভৈগেল যথার্থ। ৭৫ ৷ গুরুভক্তি প্রকাশিয়া চলিলা ত প্রতু। ফন্তুনাম। নদী দেখি হাসে লহু লহু ॥ ৭৬ ৷ পূৰ্ব্ব সভরণ হইল হরিষ-বিষাদে । সীতা সভরিয়া হইল পরম প্রমাদে ॥ ৭৪ ৷ দেল পূজা, পিতৃ-পূজা, কৈল মানদান। প্রেভ-শিলায় পিণ্ডদান করিল। বিধান ॥ ৭৮ ৷৷ ব্রাহ্মণেরে দিল ধন পিতার উদেশে । উদীচী করিয়া কৈল দক্ষিণ-মানসে ॥ ৭৯ ৷ উত্তর মানস করি জিহবা-লোল তীর্থ। দেব পিতৃ-পূজা করি পিলাইল তুর্থ। ৮০ ৷