পাতা:শ্রীশ্রীচৈতন্যমঙ্গল.djvu/১৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আদিখণ্ড Ꮏ-> আমি ছার কি বলিব অতি বুদ্ধিহীন । ভালমন্দ নাহি জ্ঞান নাহি নিশা দিন ॥ ১১৩ ৷ পশুর চরিতে মোর আচরণ একে । তাহাভে অধম বলি লিখিয়ে আমাকে ॥১১৪৷৷ সব অবতার সার গোরা অবতার । তাহাতে নদীয়াপুর প্রেমের প্রচার ॥ ১১৫ ॥ প্ৰণতি করিয়া বোলু বৈষ্ণব চরণে। কৃপা কর গোরাগুণ বল মে। লদলে ॥ ১১৬ ॥ অধম ললিয়া ঘৃণা না করিনা মোরে। পতিতের প্রাণ লোক চলে তো সভারে ॥১১৭৷৷ নিজগুণে দয়া করি কর পরসাদ । গোরাগুণ গণও মুখে বড় লাগে সাপ ॥ ১১৮ ৷৷ গৌররপদ কমলে মে। করি পরণতি । ভিলেক করুণা—দিঠে কর অবগতি ॥ ১১৯ ৷ শ্ৰীনরহরিদাস ঠাকুর আমার। এই তো ভরসা গুণ বলি যে তোমার ॥ ১২০ ॥ নহে বা অধমাধম মুঞি পাপ ছার। ভল গুণ কহিবারে কিবা অধিকার ॥ ১২১ ৷৷ অধিকারী নহ মুঞি কর পরসাদ । ভোর গুণ কহিবারে বড় লাগে সাপ ॥ ১২২ ৷৷ যে হউ সে হউ কথা কহিব অবশ্য । সালধানে গুণ কথা নদীয়া রহস্য ॥ ১২৩ ৷ জানি বা না জানি কহি বড় প্রতি আশে । অগদিখণ্ড সার কহে এ লোচন দাসে ॥ ১২৪ ৷ ইতি শলোচন দাস ঠাকুর বিরচিত শ্রীচৈতন্যমঙ্গল আদিখণ্ড সম্পূর্ণ। Y 8