পাতা:শ্রীশ্রীচৈতন্যমঙ্গল.djvu/১৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মধ্যখণ্ড :סאכ শুন শুন অণরে বাপ ! মোর সোণার সুত । জগত-দুল্লভ তোর দেখে অদভুত ॥ ২৬ ॥ যথ তথা যাও তুমি পাও যে বা ধন । তানিঞা আমার ঠাঞি কর সমর্পণ ॥ ২৭ ॥ গয়াতে পাইলে কৃষ্ণপ্রেম হেন ধন। দেবতাতুল্লভ বস্ত অমূল্য রতন ॥ ২৮ ॥ আমি প্রতি কভু যদি দয়া থাকে চিতে । দেহ কষ্ণপ্রেমধন—ডরণঙ চাহিতে ॥ ২৯ ॥ এতেক বচন যদি শচীদেবী বৈল । হৃদয় দরলে প্ৰভু চাহিতে লাগিল ॥ ৩০ ৷ বৈষ্ণব-প্রসাদে প্রেম পাবে মাত তুমি । নিশ্চয় জানিহ কথা কহিলাম আমি ॥৩১ ॥ এ বোল শুনিএ শচী অতি হৃষ্টচিত । তখনে পাইল প্রেম ভক্তি আচম্বিত ॥ ৩২ ৷ পুলকিত সব অঙ্গ-কম্প কলেবর । নয়নে গলয়ে অশ্রুধারা নিরন্তর ॥ ৩৩ ৷ কষ্ণ কৃষ্ণ, বলি’ ডাকে হৃদয়-উল্লাস । কহয়ে লোচল গোর। প্রথম প্রকাশ ॥ ৩৪ ৷৷ তবে বিশ্বম্ভর পন্থ প্রেমে গরগর। অtছয়ে ব্রাহ্মণ—ব্রহ্মচারী শুক্লাম্বর ॥ ৩৫ ৷ তার ঘরে কান্দে প্রভু প্রেমায় বিভোর । নয়নে গলয়ে অশ্রুধার নিরন্তর ॥ ৩৬ ৷ নাসিকায় বহে শ্লেষ্মা অতি নিরন্তর । নিরবধি ফেলে তাহা বিপ্র শুক্লাম্বর ॥৩৭ ॥ ভূমেতে লুটাঞা কান্দে রজনী, দিবস। . সন্ধ্যার সময়ে প্রশ্ন করয়ে বিবশ ॥ ৩৮ ৷৷ দিবসে পুছয়ে প্রভু—কত রাত্রি যায়। সব-জন কহে—দিবা,-- রাত্রি নাহি হয় ॥ ৩৯ ৷ তবে সেইম ও প্রভু প্রেমাতে বিবশ । রোদল করয়ে পুনঃ আনন্দে অবশ ॥৪০ ॥ প্রহরেক রাত্রি গেলে—দিল বলি পুছে । দিন নাহি হয়--কহে কাছে যত অাছে ॥ ৪১ ৷৷ প্রেমায় বিভোর—নাহি জানে দিব।-রাতি । কারো মুখে কৃষ্ণনাম শুনি’ পড়ে ক্ষিতি ॥৪২ কৃষ্ণ-গুণ-নাম-গীত কেহে। যদি গায়। শুনিঞা তখনি কান্দে ভূমেতে লুটায় ॥ ৪৩ ৷ ক্ষণে দণ্ডবৎ করি করে পরণাম । ক্ষণে উচ্চস্বর করি গণয় কৃষ্ণনাম ॥ ৪৪ ৷ সকরুণ কণ্ঠ ক্ষণে কম্প কলেবর। পুলকিত অঙ্গ জিনি কদম্বকেশর ॥ ৪৫ ॥ নিরন্তর পরবশ—ক্ষণেকে প্রবোধে । সেইক্ষণে মান-দণন জন-অনুরোধে ॥ ৪৬ ৷ সেইকালে পূজা করে অন্ন-নিবেদল। ভোজন করয়ে মহাপ্রসাদ তখন ॥ ৪৭ ৷৷ হেনমতে আনন্দে-কৌতুকে দিল যায়। সকল রজনী নিজসুখে নাচে গায় ॥ ৪৮ ॥ হেনমতে কৌতুকে সে রজনী-দিবস । লোক শিক্ষা করে প্রভু ভুঞ্জে প্রেমরস ॥৪৯ ॥ আপনে আপনরস করে আগস্বাদন । মুখ্য এই হেতু কথা শুন সৰ্ব্বজন ॥ ৫০। জীব-উদ্ধারণ-হেতু গৌণ করি মানি। এইহেতু অবতার বলি শিরোমণি ॥৫১৭ সব অবভার বলি দেহেতে প্রকাশ । সল অবতার সঙ্গী--সঙ্গে সব দাস ॥ ৫২ ॥ নবদ্বীপে উদয় করিল গৌরচন্দ্র। দূর কৈল জগজন-হৃদয়ের অন্ধ ॥ ৫৩ ৷ করুণ-কিরণে কলিযুগ হৈল অাল। ঘুচিল সকল লোকের হৃদয়ের জাল ॥৫৪ ॥ ভকত-চকোর সব আসিমনগলা । প্রেমস্থত-পান করি’ সভাই ভুলিলা ॥ ৫৫ ॥ মিলিলেন গদণপর-পণ্ডিত গোসাঞি । নরহরি মিলিয়া রহিল। তার ঠাঞি ॥ ৫৬ ৷ শ্ৰীনিবাস, মুরারি, মুকুন্দ, বক্রেশ্বর। শ্ৰীধরপণ্ডিত—নবদ্বীপে যার ঘর ॥ ৫৭ ৷ শ্রীমাল সঞ্জয় পণ্ডিত ধনঞ্জয় । শুক্লম্বর নীলম্বর-আদি মহাশয় ॥ ৫৮ ৷৷