পাতা:শ্রীশ্রীচৈতন্যমঙ্গল.djvu/১৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సెV ক্রীচৈতন্যমঙ্গল নব বরাঙ্গন৷ কত বল্লপী-বল্ললে । সমৰ্পিবে নিজভমু-নন্দস্তুতে পালে ॥ ১১২ ৷ চিন্তামণি ভূমি রত্নমন্দির সুন্দর। কল্পবৃক্ষ রত্ন-লেদী আসন উপর ॥ ১১৩ ৷ কামধেনুগণ তথা অচিন্ত্যপ্রভাব । অভীষ্ট করয়ে পূর্ণ- করয়ে যে ভাল ॥ ১১৪ ৷ ভার অঙ্গ-ছটা –লিরাকার ব্রহ্ম বলি’ ৷ জালিবে এ সব তত্ত্ব কষ্ণের মাধুরী ॥ ১১৫ ৷ এইমতে সব-ভক্তে বলিল ঠাকুর। শুনিঞা সভার হিয়া তানন্দ প্রচুর ॥১১৬। শুনিএঃ মুরারি কহে প্রভুর চরণে। রঘুনাথ রূপ প্ৰভু দেখিল নয়নে ॥ ১১৭ ৷ এতেক কহিতে মাত্র দেখে সেইক্ষণে । দূৰ্ব্বাদলশ্যাম রাম জানকী-জীললে ॥ ১১৮ ৷৷ লক্ষমণ, ভরত অণর শত্রুঘ্ন দি যত । দেখিয়া মুরারি হইল আনন্দে পূরিত ॥ ১১৯ ৷ লtহ দূরে গেল—ভূমে পড়ি গড়ি যায়। পদ্মহস্ত দিয়া প্রভু শান্ত কৈল তায় ॥ ১২০ ৷ বর দিল-প্রেমে পরিপূর্ণ হও তুমি। তুমি হনুমান সেই রামচন্দ্র আমি ॥১১১ ৷ এ বোল বলিয়া প্রভু চলিলা মন্দিরে । আর দিলে শ্ৰীনিবাসপণ্ডিতের ঘরে ॥ ১২২ ৷ সব নিজগণ যত সংহতি করিয়া। বসিয়া কহয়ে নিজ-প্রেম প্রকাশিয়া ॥ ১২৩ ৷ হরিহরি বলি ডাকে অন্তরে কৌতুক। নিজ জলে কহে—শুন শুন অপরূপ ॥১২৪ ৷ সেই রাধাকৃষ্ণ পাবে কলিতে যেমতে। সে কথা কহিএ ভোরা শুন একচিত্তে ॥১২৫৷৷ ইহা বলি নারদীয় পঢ়িল এক শ্লোক । ইহার মৰ্ম্ম-ব্যাখ্যা নাহি জানে লোক ॥১২৬ তথাহি (বৃহন্নারদীযে ৩৮১২৬)– হলেনাম হরেনাম হরেনামৈব কেবলম। কলে) নাস্ত্যেব মাস্তোব নাস্তোপ গতিপস্থা। ইতি ॥১২ BBB S BBBBS BBBBB SBBB S BBSBBS করেঃ নাম, হরে: নাম ( দাঢ় র্যায় বিরুক্তি: ) এব ( নিশ্চয়” ) কেলগং ( ন তু অন্তং কিমপি জীবানাং মুক্তিকরণম্ ) কলে ( কলিযুগে ) অন্যথা (অন্ত প্রকারী ) গতিঃ (উপাসঃ সত্যে সমাধি:, ত্রেতায়াং যজ্ঞঃ, দ্বাপরে পরিচর্য্যা, তত্ত্বং ) নাস্তি এল ( নিশ্চিতং হি ন বিদ্যতে ) নাস্তি এব, নাস্তি এল ( অত্যন্ত-অস্বীকার-প্রতিপাদনে একক্তম এব) ॥১২৭৷৷ অনুবাদ। কলিযুগে ঐগুরিনাম—একমাত্র শ্ৰীহরি' নাম—কেবল শ্ৰীহরিনাম ; তদ্ভিন্ন আর গতি নাই, গতি নাই, *डि मोठे ॥ ४२१ ॥ নমরূপী,—নাম—এক আদি যে পুরুখ । কলি মূৰ্ত্তিমন্ত আছে—ন জানে মুরুখ ॥১২৮ নাম রূপী ভগবান জানিবে কেবল । দ্বিধা ঘুচাইতে ন্যাস বোলে তিনবার ॥ ১২৯ ৷ ডিনবার বহি আর আছে একলার । তুরাশয় পাপী জীপ জন বুঝাবার। ১৩০ ৷ হরিনামমাত্রে হয় কৈবল্য ভাড়ার । কেবল—কৈবল্য অর্থ জানিবে বিচার ॥ ১৩১ ৷ লামমাত্র নামা ভাস স্পষ্টথৈ ইহার । কৈবল্য সে মুখ্য হয় শাস্ত্রপরচার ॥ ১৩২ ৷ লামা ভাসে মোক্ষ হয় সভ্য শাস্ত্রবাণী । নামোদয় প্রেমানন্দ পুরাণে বাখ নি। ১৩৩। ইহা বহি আন দেব মানে যেই জন। তার গতি লাহি—তিনবার এ বচন ॥ ১৩৪ ৷ গো-গোপী-গোপাল-সঙ্গে ধ্যান হরিনাম । জানিলে এ সব অর্থ লেদের প্রমাণ ॥ ১৩৫ ৷ এতেক ললিল গোর বরাহ-আবেশে । নামসঙ্কীৰ্ত্তন করে নাচে প্রেমাবেশে ॥১৩৬ ৷ যে শুনয়ে গোরাগুণ নদিয়াবিহার । অবিলম্বে কৃষ্ণপ্রেম উপজে তাহার ॥ ১৩৭ ৷ দশলে দরিয়া তৃণ কহয়ে লোচন । গৌরপদ বিনু মোর অন্য নাহি ধন ॥১৩৮