পাতা:শ্রীশ্রীচৈতন্যমঙ্গল.djvu/১৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SS8 চৈতন্যমঙ্গল তপতকাঞ্চন যেন শ্ৰীঅঙ্গের ছবি । প্রেমার অরুণ যেন প্রভাভের রবি ॥ ৩৯ ৷ দিব্য অলঙ্কার, মালা, সুগন্ধি-চন্দন। পূর্ণিমার চন্দ্র যিনি সুন্দর বদন ॥ ৪০ ॥ গদাধর, নরহরি দুইদিগে রহে । শ্রীরঘুনন্দন যে শ্ৰীমুখচন্দ্র চাহে ॥ ৪১ ৷ চৌদিগে বেঢ়িয়া ভক্তগণ তার পাশে । নক্ষত্র বেঢ়িল যেন দ্বিজরাজ হাসে ॥ ৪২ ॥ নিত্যানন্দ বসিয়া সম্মুখে প্রেমানন্দে। বদন হেরিয়া ঘন ঘন হাসে কান্দে ॥ ৪৩ ৷৷ হেনই সময় দেখি আচার্য্য দ্বিজৰ্চাদ । ঘন ঘন হুহুঙ্কার ছাড়ে সিংহনাদ ॥ ৪৪ ৷ পুলকে ভরিল অঙ্গ আপাদ-মস্তক। ব্ৰহ্মাণ্ডে না পরে তার অন্তরকৌতুক ॥ ৪৫ ৷ নিবেদন কৈল দ্বিজ নানা উপায়ন । পাদগম্বুজে দিল নব্য দিব্য যে বসন ॥ ৪৬ ৷ তুলসীমঞ্জরা দিয়া পূজিল চরণ। সুগন্ধি মালভীর মালা, সুগন্ধি চন্দন ॥৪৭ ॥ দণ্ডপরণাম করে ভূমিতে পড়িয়া । আপনে সে মহাপ্রভু তুলিলা ধরিয়া ॥৪৮। পূজা পরিগ্রহ করি গেীর ভগবান। অবশেষে দিল নিজ ভক্তগণে দণন ॥ ৪৯ ৷ সেই বস্ত্ৰ অলঙ্কার শোভয়ে শ্রীঅঙ্গে । হরিহরি বলি" নাচে তা সভার সঙ্গে ॥ ৫০ ॥ অদ্বৈত-আচাৰ্য্য তার নিত্যানন্দরায়। শ্ৰীনিবাস, মুরারি, মুকুন্দ গুণগায় ॥ ৫১ ৷ সকল বৈষ্ণব মেলি’ আনন্দ উল্লাসে। অাপনা পাসরে সভে রসের আবেশে ॥ ৫২ ৷ সভে সভা পরশংসে—বোলে ধষ্ঠ্য ধন্ত । তুচ্ছ করি’ মানে সুখ কৈবল্য নির্বাণ ॥৫৩ ॥ দিবানিশি না জানয়ে প্রেমানন্দ-সুখে । নিয়ত বিহবল তারা অন্তরকৌতুকে ॥৫৪ ॥ সূর্য্যোদয়ে নৃত্যারম্ভ—হয়ে ত রজনী। সন্ধ্যায় নাচয়ে সে অবধি দিমমণি ॥ ৫৫ ॥ হেমমলে রাত্রিদিনে প্রেমানন্দে ভোরা । নৃত্য-অবসানে সভে আজ্ঞা দিল গোরা ॥৫৬ স্নাল দেবাচৰ্চন সম্ভে কর নিজ ঘরে । পুনরপি আইস সভে ভোজন-অন্তরে ॥ ৫৭ ৷ সেইমত সৰ্ব্বজন ক্রিয়া সমাধিয়া। পাদগম্বুজ-সন্নিকটে মিলিল আসিয়া ॥ ৫৮ ৷৷ হেনই সময়ে মহাশয় হরিদাস । কৃষ্ণনগমে নিরন্তর অন্তর-উল্লাস ॥ ৫৯ ৷ কৃষ্ণ-পাদগম্বুজ-মধুময়মত্ত ভৃঙ্গ । রসের আবেশে হয় তরুণিম সিংহ ॥ ৬০ ॥ আচম্বিতে নবদ্বীপে মিলিলা আসিয়া । আইস আইস বলি’ প্রভু সম্ভাষে হাসিয় ॥৬১৷৷ নির্ভর-প্রেমায় কৈল গাঢ় আলিঙ্গন। আদেশিল মহাপ্রভু বসিতে আসন ॥ ৬২ ৷ চতুর সে হরিণ স পরণাম করে। আপনে ঠাকুর তার কর পরি’ তুলে ॥ ৬৩ ৷ সুগন্ধি চন্দল অঙ্গে লেপিল তাহার। অঙ্গের প্রসাদি-মাল৷ দিল আপনার ॥ ৬৪ ৷ ভোজন করিতে আজ্ঞা দিলেন ঠাকুর। ভোজন করিল মহাপ্রসাদ প্রচুর ॥ ৬৫ ৷ এইমতে হরিনাম গুণ-সঙ্কীৰ্ত্তন। বিলসয়ে মহাপ্রভু আনন্দিত মন ॥ ৬৬ ৷ হরিদাস, অদ্বৈত-আচাৰ্য্য, নিত্যানন্দ। শ্ৰীনিবাস-তাদি যত নিজজনবৃন্দ ॥৬৭ ॥ প্রেমানন্দ কৌতুকে গোঙাইল দিনরাতি । আচার্য্যে বিদায় দিল—ঘর যাহ আজি ॥৬৮ ॥ আজ্ঞা পাই অদ্বৈত্ত-আচাৰ্য্য ঘর গেল। যে দেখিল যে শুনিল— সেই সুখে ভোল৷ তবে সেই নিত্যানন্দ অবধূতরায়। প্রভূবিদ্যমানে তেঁহো করিলা বিদায় ॥ ৭০ ॥ তার সঙ্গে অক্ষুব্রজি চলিলা ঠাকুর। প্রেমে পালটিতে নারে—গেল। বহুদূর ॥ ৭১ ৷ ছাড়িয়া যাইতে নারে অন্ধুতরায়। প্রভুপিছমানে তেঁহো করিলা বিদায় ॥ ৭২ ॥