পাতা:শ্রীশ্রীচৈতন্যমঙ্গল.djvu/১৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

يحسب معجح বিদায়সময়ে প্রভু কহে এক বাণী— এ সভারে দেহ ত কেীপীল একখানি ॥ ৭৩ ৷ প্রভুর বচনে সে ঠাকুর অবধূত। সভাকারে দিলেন কৌপীন অদভূত ॥ ৭৪ ৷ আপনে কেীপীন প্রভু নিল ত হাসিয়া। নিজভক্তজনে দিল সভারে বঁটিয়া ॥৭৫ ॥ কেীপীনপ্রসাদ তারা পাইয়া কৌতুকে। আনন্দ করিয়া সম্ভে বান্ধিল মস্তকে ॥ ৭৬ ৷৷ নিত্যানন্দ-পাদাপূজে করিয়া বিদায়। প্রভুর সংহতি তারা নিজঘরে যায় ॥ ৭৭ ৷ ঘরেরে আইলা সভে তুঃখিতহৃদয় । বাষ্প-ছলছল তাখি বসিলা তমালয় ॥ ৭৮ ৷৷ কথোক্ষণে সন্তে স্নান-দেলাচর্চন করি । সন্ধ্য।কালে আইলা দেখিবারে গৌরহরি ॥ নিত্যানন্দ আইলা আচাৰ্য্যগোসাঞির স্থানে হরিষে গৌরাঙ্গ-কথা কহে রাত্রিদিনে ॥ ৮০ ৷ ভার-পর-দিনে এক কথা শুন সভে । শ্রীকৃষ্ণচরণে প্রেমভক্তি পালে তলে ॥ ৮১ ৷ লোক-লেদ-অগোচর অপরূপ কথা । অমৃতের সার এই গোর-গুণগাথা ॥৮২ ॥ দেখি নিজজন প্রভু আলিঙ্গন দিয়া। আপনার গুণ শুলি’ বুলয়ে নাঢ়িয়া ॥ ৮৩ ৷ চতুর্দিগে সৰ্ব্বজন সুখে নাচে গায়। আনন্দে বিভোর মাঝে নাচে গোরারায় ॥ আচম্বিতে শ্ৰীনিবাস কর পরি’ করে । কতি গেলা নাহি জানি প্রভু বিশ্বম্ভরে ॥৮৫ ॥ চতুর্দিগে সবজন নাচিতে গাইতে। ' মধ্যে মহাপ্রভু লাই—ন পাই দেখিতে ॥৮৬ সবজন উপজিল অন্তরে ভরাস । কান্দয়ে সকল লোক গুণয়ে হুতাশ ॥ ৮৭ ৷৷ ভূমিতে লোটtঞা কন্দে–স্থির নাহি বান্ধে। নদীয়ার লোক সব গুণ ঝুরি কান্দে ॥ ৮৮ ৷ ধাওয়াধাই সবলোক –চাহে ঘরে ঘরে। আঁখি মেলিবারে লারে নয়ানের জলে ॥ ৮৯ ৷ মধ্যখণ্ড >>Q বিষ খাই সবজন মরিব অমর। কি লাগিয়া কতি গেল। মোর প্রভু গোর ॥৯০ এতেক বিলাপ করে সব নিজজন । শুনিঞা ধাইল শচী হঞা অচেতন ॥ ৯১ ৷ বসন সম্বরে নাহি–নাহি বান্ধে চুলি। বুকে কর হানি ধায় উন্মত্ত পাগলী ॥ ৯২ ॥ বাপ ! বাপ ! ডাক ডাকে বলি’ বিশ্বম্ভর । ঘরেরে আইস-বেল দ্বিতীয় প্রহর ॥ ৯৩ ৷ কুলের প্রদীপ মোর নদিয়ার চান্দ । নয়ানের তার। মোর কেবা কৈল তান্ধ ॥ ৯৪ ৷ সৰ্ব্বজন আরতি দেখিয়া বিপরীত । ভকতবৎসল প্রভু আইলা আচম্বিত ॥৯৫ ॥ ঘোর অন্ধকারে যেন সূর্য্যের উদয়। প্রকাশ করিল প্রভু বৈষ্ণব-হৃদয় ॥ ৯৬ ৷ চরণে পড়িয়া কেহ কাব্দে আগৰ্ত্তনাদে । শ্ৰীমুখ দেখিয়া কেহো নাচে উনমাদে ॥ ৯৭ ॥ কেহো বোলে—মহাপ্রভু তোর পদ বিনে। অন্ধকার দশদিগ-না দেখি নয়নে ॥ ৯৮ ৷৷ উন্মতি পাগলী শচী পুত্র কোলে করে। লক্ষ লক্ষ চুম্ব দেই বদনকমলে ॥ ৯৯ ॥ " আন্ধলের লড়ি মোর দু-আঁখির তারা। এ দেহের আত্মা তোমা বহি নাহি মোরা ॥ শূন্য হইয়াছিল মোর সকল সংসার। গোরাচান্দ-উদয়ে ঘুচিল অন্ধকার ॥ ১০১ ॥ মুরারি, মুকুন্দদত্ত তার হরিদাস । বিনয় কহিয়া কহে—শুন শ্ৰীনিবাস ॥ ১০২ ৷ ভোমা বহি নাহিক প্রভুর প্রিয়দাস । তোমার প্রসাদে এই চরণ-প্রকাশ ॥ ১০৩ ৷ আমি-সব তোমারে বা কি কহিতে জানি। আপন বলিয়া দয়া করিবে আপনি ॥ ১০৪ ৷ ইহা বলি সভে মেলি’ হরিগুণ গায়। পীরিতি-পাগল হঞা নাচে গোরণরায় ॥১০৫৷৷ হেন অদভুত কথা শুন সবজন । নবদ্বীপে পরচার পীরিতি রভন ॥ ১০৬ ॥