পাতা:শ্রীশ্রীচৈতন্যমঙ্গল.djvu/২১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩২ নিত্য বুন্দালনে স্থিতি পঞ্চম জানিলে। তেঞি শিল গান করে মহাপ্রেমভাবে ॥ ৭৮ ৷৷ তথাপি গাইয়া শিল ওর ন। পাইল । হেন লেদ কলিযুগে প্রকাশ হইল ॥৭৯ ॥ গানে যেই করে সেই প্রলেপ হইয়া । গণনরূপে লেদের উচ্চারে মহাদয় ॥ ৮০ ॥ সল-লোক-কর্ণ-গৰ্ত্ত-কুণ্ড-পরিসর। জিহব1–অঞ্চল, ধ্বনি রস-মৃত মনোহর ॥ ৮১ ৷ অন্তরে প্রদিষ্ট হঞা ভাপ-অগ্নি জালে। অগ্নি-শিখ।--পুলক শ্রী, কম্প কলেবরে ॥৮২৷ সৰ্ব্বপাপে মুক্ত হৈয়া সব জন নাচে । সালোক্যাদি মুক্তি তার ফিরে পাছে পাছে । কদাচ না দেখে সেই নয়ানের কোণে । নাচিয়া বুলয়ে কৃষ্ণ-রস-অস্বাদনে ॥ ৮৪ ৷ সে যজ্ঞ লেঢ়িয় রহে বৈষ্ণৰ আচার্য্য । জানিবে কীৰ্ত্তন-যজ্ঞ-সবর্ণযজ্ঞ-অর্ষ্য ॥ ৮৫ ৷ ইহাতে জন্মিল এই প্রেম মহাধন । ইহার গৃহস্থ-নিত্যানন্দ-আবরণ ॥ ৮৬ ॥ গদাধরপণ্ডিভ এই প্রেমের গৃহিণী। এই তত্ত্ব জানিবে সকল ভক্তমণি ॥ ৮৭ ৷ অদ্বৈত আচাৰ্য্যগোসাঞি আমারে আনিঞ। সঙ্কীৰ্ত্তন-যজ্ঞ স্থাপে সুদৃঢ় হইয়া ॥৮৮ ॥ শ্ৰীনিবাস-নরহরি-আদি ভক্তগণ । তো’স ষ্টারে লঞ মোর যজ্ঞের স্থাপন ॥৮১ এই যজ্ঞ কলিকালে দেহ ঘরে ঘরে। তরুক সকল লোক পত্তিত পামরে ॥ ৯০ ॥ এ বোল শুনিএ । ভক্ত কান্দিয়া কান্দিয় । প্রভুর চরণে পড়ে ঢলিয়া ঢলিয়া ॥৯১ ॥ সভারে করিল। কোলে গেীর ভগবান। শুনি আনন্দিত কথা এ লোচন গণন ॥ ৯২ ৷৷ বরাfড় পাগ— পূৰ্ণ পেথ-জাত । অীর অপরূপ কথা, শুন গোরা-গুণ গাথা, লোক-দেব-অগোচর বাণী ।

চতন্ত্যমঙ্গল

তালেশের বশে করে, ভক্তিযোগ-পরচারে, করুণবিগ্ৰহ গুণমণি ॥ ৯৩ ৷ শুন কথা মন দিয়া, আন-কথা তেয়াগিয়া আর সব কহিবার লেলা । নিজজন সঙ্গে করি, ঐল বিশ্বম্ভর হরি, শ্রীচন্দ্রশেখর-বাড়ী গেলা ॥ ৯৪ ৷ কথ1-পরসঙ্গে কথা, গোপিকার গুণগাথা, কহিতে সে গদগদ ভাস । অরুণ বয়ান ভেল, দুনয়নে ঝরে নীর, রসালেশে রসের প্রকাশ ॥ ৯৫ ৷৷ কমলা যাহার পদ, সেলা করে উনমত, হেন প্ৰভু গোপিকার তরে। পরসঙ্গে হয় ভোরী, হেন ভক্তি কৈল ভারা, কথা মাত্র সে আবেশ পরে ॥ ৯৬ ৷ তলে বিশ্বস্তুর হরি, গোপিকার বেশ ধরি’, শ্ৰীচন্দ্রশেখরাচার্য্য-ঘরে । নাচরে আনন্দ ভোল৷ ত্ৰণাস হেনই বেলা, লারম-আবেশ ভেল তারে ॥ ৯৭ ৷ প্রভুরে প্রণাম করে, বিনয়-বচনে বোলে, “দাস” করি’ জালিহ আমারে । এমন কহিয়৷ বাণী, তলে সেই মহামুনি, গদাধর-পণ্ডিতেরে বোলে ॥ ৯৮ ॥ শুনহ গোপিকা তুমি, যে কিছু কহিয়ে আমি, তোর পূর্বকথ। কিছু জাল । অপূৰ্ব্ব কহিয়ে আমি, জগতে দুল্লভ তুমি, তোর কথা শুন সাবধtল ॥ ৯৯ ৷ শুন তো-সভার কথl, আমি কহি গুণগtথl, গোকুলে জন্মিল জনে জনে। ছড়ি নিজ পতিব্ৰত, সেবা কৈল অবিরত, অভিমত পাঞ বৃন্দ।এনে ॥ ১০০ ৷ প্রধান প্রকৃতি তুমি, কৃষ্ণশক্তি রাপা তুমি, কি জানি তা কহিল (রে আমি ॥ ১০১ | রমণীর শিরোমণি, কৃষ্ণপ্রেম-সে হাগিনী, ভোর তত্ত্ব কি বলিতে জানি ॥ ১০২ ৷