পাতা:শ্রীশ্রীচৈতন্যমঙ্গল.djvu/২২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মধ্যখণ্ড আর কেহ বোলে—দ্রুব মৈল তোর মা। কেহো বোলে—দ্রুব ঝাট পলাইয়া যা ॥১১২ ৷ আর কেহো পোলে—ফুল দাবাগ্নি আইল । কেহো বোলে—অহো ! ধ্রুব মইল মইল ॥১১৩৷৷ ইন্দ্র হস্তী লঞা ধবের বুকে দিল দণত। শুণ্ডে নেড়াইয়া আনে প্রবের ভীত ॥ ১১৪ ৷ বায়ু অজগর হঞা গ্রুপেরে গিলিল । সূৰ্য্য ব্যাঘ্র-রূপ ধরি’ ধ্রুপের রক্ত পিল ॥ ১১৫ ৷ লাগ পাশে বান্ধি’ প্রলে অনলে ফেলিল । চন্দ্র চুলাই ল কবে কালি দীর জল ॥ ১১৬ ৷৷ জিলায় কৃষ্ণের নাম রটিল যাহার। কোটি-সপ-দংশনে কি করিবে ভাস্থার ॥ ১১৭ ৷ ত্ৰিভঙ্গ-ধ্যেয়ম কেহ ভাঙ্গিতে নারিয়া । ব্ৰহ্ম-সানি দেশগণ গেল পলাইল ॥১১৮ ৷৷ একমনে ভাবে ধ্রুপ প্রভুর চরণ। তা। মসে গাইন গুণ এ দাম লোচন ॥১১৯ যথা রাণ । রাঙাচরণে শৰ্মণ লইনু গোপাল এ দীন দয়াল ॥৭ স্তোমীর নাম পতিতপালন । জমা রে জয় রে জয় অসমত সুণ ॥ ১২ ০ ॥ তার অপরূপ কথা শুন সৰ্ব্বজন । নারদ কষ্ণের কিছু কহিব লচন ॥ ১২১ ৷ বৈকুণ্ঠে কমলা-সনে রত্নসিংহাসনে । নারদের ধাণাগীত শুনে তিলজনে ॥ ১২২ ৷ ঈযৎ হাসির কৃষ্ণ নারদেরে কহে-– ' আজি কেন বীণাগীভে মন নাহি রহে ?১২৩৷৷ নারদ লে। লেস—শুন কমললোচন । যে কারণে বীণাগীভে লাহি রহে মন ॥ ১২৪ ৷ ভোমীর ভকতে মোর হরি নিল মন । মলের দরিদ্র নাথ তুমি সৰ্ব্বকাল ॥ ১২৫ ॥ নারদের বোল শুনি’ কমললোচন। কহ মোরে কোল ভক্ত করেন স্মরণ ॥ ১২৬ ৷ S8(? উত্তানপাদের লেটা বড় মহামতি । স্বামিতে দুৰ্ভগা তার মাতাতে সুমতি ॥১২৭৷৷ ধবের সভাই তার নাম সুরুচি। স্বামিসঙ্গে নানারঙ্গে সিংহাসনে বসি ॥১২৮৷৷ উত্তমাদি সা গু ভাই মা-বাপের সঙ্গে । রত্নসিংহাসলে বসি হলে খেলে রঙ্গে ॥১২৯৷৷ বাপের কোলে দেখিলেন তাই মাস্তজনে । তা দেখিয় উঠে ধ্রুপ রত্নসিংহাসনে ॥ ১৩০ ৷ সিংহাসলে উঠিম! (পেন কোলে যাইতে । ধবের সভাই ঠেলি’ ফেলিল ভূমিত্তে ॥১৩১৷৷ ভূমিত্তে পড়িয়। এর ক দিতে লাগিল । স্ত্রীর লশ হঞ রাজ কিছু না বলিল ॥ ১৩২ ৷৷ সভাইর নোলে ধ্রুব পড়িল সদ্বটে। মধুবনে তপ করে কালিন্দী নিকটে ॥১৩৩৷৷ নারদের লোল শুনি’ কমললোচল । ঈষৎ হাসিয়া লোলে মধুর বঢ়ল ৷ ১৩৪ ৷ তাদীক্ষি-ভজলে আমি কৃপা লাহি করি। অদীক্ষিত্তজলের অপরাধ নাহি ধরি ॥ ১৩৫ ৷ আমারে তারিপে যেন! প্রতিজ্ঞা করিয়। মধুবনে তপঃ করে মঞ্জস্থা পিতা ছাড়িয় ॥১৩৬৷৷ বৈষ্ণণীর গর্তে কন্তু তালৈষ্ণধ হু। বৈষ্ণব, বৈষ্ণপা কৈলে সব দুঃখ সহে ॥ ১৩৭ ৷ বৈষ্ণবপ্রতিজ্ঞ। আমি অলশ্ব করিল। যেই বর চাহে ফুল সে-ই বর দিব ॥ ১৩৮ ৷৷ প্রেমভক্তি ডোরে লন্ধিয়াছে ভক্তজন । না পারি রহিতে ভক্তি বান্ধি ভক্তজন । ন পারি রহিতে ভক্ত করিলে স্মরণ ॥ ১৩৯ ৷ নারদ বোলেন– ধ্ৰুব অদীক্ষিত নহে। তুমি কৃপা কর গিয়া দাবানল দহে ৷ ১৪০ ৷ নারদের যুখে শুনি কমললোচন। গরুড়ে চড়িয়া আইলা সেই মধুবন ॥ ১৪১ ॥ গ্রুবেরে কহিল কৃষ্ণ ঈষৎ হাসিয়া— । বর দিভে আইলাঙ, তোমার বৈকুণ্ঠ ছাড়িয়৷৷