পাতা:শ্রীশ্রীচৈতন্যমঙ্গল.djvu/২৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মধ্যখণ্ড যতেক বৈষ্ণবগণ ছিল সেইখানে । সভে মিলি দ্য সিলর করে অনুমানে ॥১৪৫৷৷ বুদ্ধি-অনুসারে কহে—যার যেই মনে । হেনকালে শুভবাণী উঠিল গগলে ॥ ১৪৬ ৷ ধ্বনি শুনি সৰ্ব্বলোক হৈল চমৎকার। ‘শ্ৰীকৃষ্ণচৈতন্য’ নাম করহ ইহার ॥ ১৪৭ ৷ নিদ্রারূপ। মহামায়া দেলী ভগবতী। আচ্ছাদিল সৰ্ব্বজন--ছন্ন ভেল মতি ॥১৪৮৷৷ যতেক করয়ে সব নিদের স্বপনে। আপনে ঠাকুর সভার করায় চেতনে ॥১৪৯৷ আপনেই কৃষ্ণ—কষ্ণ বুঝায় সভারে। ‘শ্ৰীকৃষ্ণচৈতন্না’ তেঞি ললিয়ে ইহারে ॥১৫০৷ এতেক বচন মলে দৈলমুখে গুলি । তালন্দিত সৰ্ব্বলোক করে হরিপুলনি ॥১৫১৷৷ গুরুর আজ্ঞায় প্রভু সেদিন তথাই । গুরুভক্তি করি’ সুখে বঞ্চিল গোসাঞি ॥১৫১৷৷ রজনী বৈষ্ণল-মিলে করে সঙ্কীৰ্ত্তন। গুরুর সংহতি লুভ্য করয়ে মোহন ॥ ১৫৩ ৷৷ কেশবভারতী নাচে প্রেমানন্দ-সুখে । ঠাকুর নাচয়ে—হরি বোলে সৰ্ব্বলোকে ॥১৫৪৷৷ প্রেমানন্দে পূর্ণ দোহে পাশরে অপেন । ব্ৰহ্ম-সুখ অল্প করি’ মানয়ে দু’জন ॥ ১৫৫ ৷ এই মনে আনন্দে সানন্দে রাত্রি যায়। প্রভাতে উঠিয়া প্রভু মাগেন বিদায় ॥১৫৬ গুরু প্রদক্ষিণ করি করয়ে প্রণাম । নীলাচল যাই যদি পাই সন্ধিপান ॥ ১৫৭ ৷ গুরুর চরণে আজ্ঞা মাগয়ে ঠাকুর। কেশব ভারতীর হিয়া করে তুর-তুর ॥ ১৫৮ ৷৷ ছল ছল করে আঁখি করুণার জলে । বিদায়-সময়ে গোরাচাদে করে কোলে ॥১৫৯৷৷ স্বতন্ত্র ঈশ্বর তুমি আপনার স্থখে। করুণা-কারণে পদত্রজে বুল লোকে ৷ ১৬০ ৷ গুরুভক্তি লওয়াবারে কর লিপিকৰ্ম্ম । সংস্থাপন করিবারে সঙ্কীৰ্ত্তন-ধৰ্ম্ম ॥ ১৬১ ৷ ›®ማ সৰ্ব্বলোক নিস্ত (রিতে করুণ প্রকাশ । আগম বিড়ম্বিতে কৈলে এই ত সন্ন্যাস ॥১৬১৷৷ আমার মিস্তার যেন হয় বিশ্বম্ভর । এই মোর লাক্য তুমি পালিহ অন্তর ॥ ১৬৩ ৷ চরণ-পরশ করি’ চলিল ঠাকুর । পথে যাইতে প্রেমানন্দ বাঢ়িল প্রচুর ॥১৬৪৷৷ কৃষ্ণ-কষ্ণ ললি’ ডাকে প্রেমার উল্লাস । ক্ষণেকে রে দিন ক্ষণে তট-আট হাস ॥১৬৫৷৷ বুক বাএব্ল পড়ে পারা নয়নের জলে। স্থরনদীপ (র নেন সুমেরু-শিখরে ॥ ১৬৬ ৷ কদম্বকেশর জিনি পিপুল-পুলক । কণ্টকিত সবর্ণ তাঙ্গ আপাদমস্তক ॥ ১৬৭ ৷ মত্ত করিপর যেন রঙ্গে চলি’ যায় । লিভঁর প্রে ময় ক্ষণে কযঃ ললি’ গায় ॥১৬৮৷৷ ক্ষণেকে পড়য়ে ভূমি—রহ্নে স্তব্ধ হঞ । ক্ষণে লম্ফ ীিয় উঠে হরিপোল বলিয়া ॥১৬৯৷৷ ক্ষণে গোপিকার ভাল—ক্ষণে দাস্ত্য গুগল । ক্ষণে ধীরে ধীরে চলে--ক্ষণে শীঘ্ৰ ধাল ॥১৭০ এইমনে দিবার ত্ৰি ন জানে আনন্দে । রাঢ়দেশে ল| শুনিল কুষ্ণন মে-গন্ধে ॥১৭১৷ , কৃষ্ণনাম ন! শুসিএঃ খেল উঠে চিতে । নিশ্চয় করিল জলে প্রদেশ করিতে ॥১৭২৷৷ দেখি সব ভক্তগণ করে অনুতাপ । গৌরাঙ্গ গোলোকে যায়—কি হলে রে বাপ ॥ তলে নিভ্যানন্দ প্ৰভু বোলে দীরদীপে। রাখিল চৈতন্য আমি আপল প্রতাপে ॥১৭৪৷৷ সেইখানে শিশুগণ গোধন চরায় । নিত্যানন প্রভু তার প্রবেশে হিয়ায় ॥১৭৫৷৷ নিশ্চয় করিয়া গেল। জলের সমীপ । হরি ললি’ এক শিশু ডাকে আচম্বিত ॥১৭৬৷৷ তাহা শুনি’ লেউটি আইল৷ গৌরহরি। পোল লোল লোলে ডাকে শিশু-হস্ত ধরি ॥১৭৭ তোমারে করুণ কৃপা প্ৰভু ভগবান। কৃতাৰ্থ করিলে শুনাইয়া হরি-নাম ॥ ১৭৮ ৷৷