পাতা:শ্রীশ্রীচৈতন্যমঙ্গল.djvu/২৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ჯ\\yo খ্রীচৈতন্যমঙ্গল সভারে লইয়া তুমি আইস তথাকারে । একত্রে হইলে দেখা আচার্য্যের ঘরে ॥৪৯ ॥ ইহা বলি’ মহাপ্ৰভু চলিল। সত্বর। নিত্যানন্দ যান তবে নদিয়ানগর ॥ ৫০ ৷ নদিয়ানগরের লোক জীয়ন্তেতে মরা । কাটিলে কুটিলে রক্ত-মাংস নাহি তারা ॥৫১৷ উদরে নাহিক অন্ন--টলমল তনু । সৰ্ব্ব অন্ধকার তারা গোর চাদ বিনু ॥৫২৷ আচম্বিতে লিত্যানন্দ নদিয়ানগরে । গায়ে বল হৈল—সভে ধাইল। সত্বরে ॥৫৩ চলিতে না পারে পথে টলমল করে । দেখিতে না পায় পথ নয়নের জলে ॥৫৪৷৷ সকল বৈঞ্চল কন্দে পড়িয় চরণে । পুছিতে ন পরে কিছু নীরব-বদনে ॥৫৫৷৷ শচী অতি উনমতি পায় উৰ্দ্ধমুখে । এ ভূমি-আকাশ শটীর জুড়িলেক দুঃখে ॥৫৬ আৰ্ত্তনাদে ডাকে শচী—অীরে অল দ্য । কোথ! এঃ আলি মোর নিমাই সোণার স্থত ই হ৷ বলি’ কান্দে শট বুকে কয় সে । টলমল করে,—নাহি চাহে পথপানে ॥৫৮ শচী দেখি অভু্যত্থান কমিল। ঠাকুর। শচী কহে—মোর পুত্র আইসে কতদূর ॥৫৯ নিত্য নন্দ কহে—খেন না করিহ চিতে । আমারে পাঠাইল তোমা-সভাকরে নিতে । অদ্বৈত-আচাৰ্য্য-ঘরে রহিল ঠাকুর। খেদ না করিহ–দেখা হইব অদূর ॥ ৬১ ৷ চলহ সকল লোক প্রভু দেখিলারে। সেইমনে সেইক্ষণে সৰ্ব্বজন চলে ॥ ৬১ ৷ আবাল-বৃদ্ধ, যুবর্তী, মূক, ধীর জন । মূখ কিবা তপস্বী—চলিল। সৰ্ব্বজন ॥ ৬৩। শচী আগে আগে ধায় গায়ে হৈল বল। আনন্দে চলিয়া যায় বৈষ্ণবসকল ॥ ৬৪ ৷ অদ্বৈত-আচার্য্য-ঘরে উত্তপ্পিল গিয়া । ভাঙ্গিল কঁকালি তাহ প্রভু না দেখিয় ॥৬৫৷৷ অদ্বৈত-আচার্য্যে কথা পুছে নিত্যানন্দ— । তোমার আশ্রমে প্রভু করিল। নিৰ্ব্বন্ধ ॥ ৬৬ ৷ আমারে পাঠাঞা দিল এ সভারে নিতে। আর কিছু না ও নিয়ে কি আছয়ে চিতে ॥৬৭৷ ই২ বলি দোহে মেলি করে কোলাকুলি । গৌরাঙ্গসমাস শুনি অদ্বৈত বিকল ॥৬৮ ॥ মুঞি অভাগিয়া সঙ্গ না পাইল তার। কবে চাদমুখ মে দেখিল আরবার ॥ ৬৯ ৷ শচী উনমতি পুছে তখনি তখন । সবজন বোলে—প্রভু আসিল এখন ॥ ৭০ ৷ উৎকণ্ঠ বাঢ়িল সলজনার হৃদয় । আইলা ত মহাপ্রভু হেনই সময় ॥ ৭১ ৷ আছিল-তাপিক কোটিগুণ দেহ-ছটা । আর তাহে উজ্জ্বল চন্দন-দীর্ঘ-ফেঁটী ॥ ৭২ ৷৷ গোর-গায়ে অরুণ-লসন উজিয়ার । প্রাতঃকালের সূর্য্য যিনি বরণ তাহার ॥ ৭৩ ৷ দণ্ড-করে আইসে প্রভু সিংহের গমনে । দেখিয়া সকল লোক পড়িলা চরণে ॥ ৭৪ ৷ হিয়। জুড়াইল দেখি অঙ্গের ছটাক । পাশরিল সৰ্ব্বলোক দুঃখ লাখে লাখ ॥ ৭৫ ৷ প্রেমায় ভরিল হিয়1–নাহি শোক দুঃখ । একদৃষ্টে চাহেঁশটা বিশ্বস্তরমুখ ৷৷ ৭৬ ৷ যতেক আছিল দুঃখ–কিছু নাহি চিতে । অমিয়া-সিঞ্চিল মুখ দেখিতে দেখিতে ॥ ৭৭ ৷৷ অদ্বৈত-আচাৰ্য্য-গোসাঞি আনন্দ-হিয়ায় । দিল্যাসনে বসাইলা প্রভু গোর রায় ॥ ৭৮ ৷৷ পাদপ্রক্ষালন করি’ মুছিয়া বসান । পাদোদক-পান কৈল সব নিজজনে ॥ ৭৯ ৷ জয়জয়-ধ্বনি শুনি হরি-হরি-বোল । সকল বৈষ্ণব-হিয়া অলিন্দহুিল্লোল ॥ ৮০ ॥ তেজঃ দেখি আনন্দিত হৈল। হরিদাস । মুরারি, মুকুন্দদত্ত আর ক্রীনিবাস ॥ ৮১ ৷ দ গু-পরণাম করে ভূমিতে পড়িয়।। ছল ছল করে আঁখি বদন দেখিয় ॥ ৮২ ৷