পাতা:শ্রীশ্রীচৈতন্যমঙ্গল.djvu/২৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* \98 শ্রীচৈতন্যমঙ্গল এ বোল বলিয়। প্রভু চলিল। সত্বর। সকল বৈষ্ণল গেল। আপনার ঘর ॥৭৯ কহয়ে লে চলদাস গেল -ঠাকুরাল। সন্ন্যাস নহে ক—বুকে রহি গেল শাল ॥ ৮০ "ভ টিয়াপি --রাগ | সম্ভারে বিদায় দিয়৷ চলিলা ঠাকুর । শূন্তাকার হৈল সব নবদ্বীপপুর ॥ ৮১ ৷ পণ্ডিত শ্ৰগদাধর, অন্ধুতরায় । নরহরি-আtfদ কথোজন সঙ্গে যায় ॥ ৮ ২ ॥ শ্ৰীনিবাস, মুরারি, মুকুন্দ, দামোদর। এই নিজজন-সঙ্গে চলিল। ঈশ্বর ॥ ৮৩ ৷ জগন্নাথ দোলেতে দেখিব মনে করি’ । সত্বরে চলিল। প্রভু বলি হরিহরি ॥ ৮৪৷ প্রেমায় পিভোল প্রভু চলি যায় পথে। টলমল করে তনু –না পারে হঁটিতে ॥ ৮৫ ৷ ক্ষণে শীঘ্ৰগতি ধায় সিংহপরাক্রমে । ক্ষণে হুহুঙ্কার দেই ডাকে হরিনামে ॥ ৮৬ ৷ ক্ষণে নাচে ক্ষণে গায় সকরুণ কালেদ । ক্ষণে মালসাট মারে প্রেমার উন্মাদে ॥ ৮৭ ॥ অরুণ-নয়নে জলপার অনিবার । বিপুল-পুলকে সে ঢাকিল কলেবর ॥ ৮৮ ৷ ক্ষণেকে মস্থরগতি—অলৌকিক কহে । ক্ষণে অট্ট অট্ট হাসে– দাড়াইয়া রহে ॥৮৯ ॥ যদি বা কখন ভক্ষ্য উপসল্প হয় । ‘নিবেদিত নহে? বলি’ কিছুই না লয় ॥ ৯০ ৷ অনেক যতনে দুই তিনে করে ভিক্ষ । লোক-অনুগ্ৰহ সে প্রকাশে লোকশিক্ষণ ॥ সব-নিশি জাগরণ—লয় হরিনাম । ডাকিয়া পঢ়য়ে এই শ্লোক গুণধাম ॥ ৯২ ৷৷ ડિ. [1fક– “রাম রাঘব বাম রাঘব রাম রাঘব রক্ষ মাম । কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাঠি মাম” ॥৯৩l • এই শ্লোক সুমধুরস্বরে গায় পঙ্ক । প্রেমার আiনমেদ গদগদ ভাষে লক্ষ ॥ ৯৪ ৷৷ দোলে জগন্নাথ দেখিবারে যাত্ৰিগণ । প্রভূসঙ্গে যায় তার। আনন্দিত-মন ॥৯৫ এককালে একঠাঞি যাত্রিক-সমূহ। পথে রহিয়াছে দানী পাপিষ্ঠ দুরূহ ॥ ৯৬ ৷ অনেক যন্ত্রণ দুঃখ দিছে তা-সভারে । আগ৷ইয়াছিল। প্রভু লেউটে সত্বরে ॥৯৭৷ অবধূত গদাধরপণ্ডিত বিস্ময়। কি কারণে পুনঃ লেউটিয়া প্রভু যায় ॥৯৮ চিন্তিতে চিন্তিতে তারা যায় পাছে পাছে । কথোদৃরে দেখে—দানী যাত্রী বান্ধিয়াছে। কারণ দেখিয়া তার ভেল চমকিত । পুলক-ভৰ্ম্মল অঙ্গ—আতি আনন্দিত ॥ ১০০ ৷ যাত্রিকে দেখিয় প্রভু বিরস-বদন । ত্বরায়ে চলিল। মত্তসিংহের গমন ॥ ১০১ ॥ প্রভুকে দেখিয়। যাত্রী কন্দে উত্তরায় । ত্ৰাস প এড়া শিশু যেন মায়ের কোল পায় ॥ দীন বনজন্তু যেন দগ্ধ দাবানলে । সন্ত গু হইয় পড়ে জহনীর জলে ॥ ১০২ ৷ প্রভুর চরণে পড়ি কন্দে যাত্ৰিগণ । দেখিয়া পাপিষ্ঠ দানীগণে মনে মন—॥১০৪৷৷ এরূপ মানুষ নাহি জগত-ভিতর । এই নালাচলচন্দ্র জানিল অন্তর ॥ ১০৫ ॥ ইহ-সভাকারে আমি দিলু এত দুঃখ । কি করয়ে জানি মোর ডরে কাপে বুক ॥১০৬৷৷ এতেক চিন্তিয় মনে সেই মহাদানী । প্রভুর চরণে পড়ি বোলে কাকু-বাণী—॥১০৭৷৷ ছাড়িল যাত্রিকগণ—না সাধিব দান। অন্তরে জানিল প্রভু—তুমি ভগবান ॥ ১০৮ ৷ ইহা বলি চরণে পড়িয়া সেই কান্দে। তাহার মাথাতে দিল চরণারবিন্দে ॥ ১০৯ ৷ কম্প-গদগদ-স্বরে নানা স্তব করে-- বিষয়ী বলিয়া ঘৃণা ন কfরহ মোরে ॥ ১১০ ৷