পাতা:শ্রীশ্রীচৈতন্যমঙ্গল.djvu/২৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মধ্যখণ্ড এ লেল শুনিএ প্রভু মুচকি হাসিয়। সুখে চলি যান যাত্রিগণ ছাড়াইয়া ॥১১১ ॥ হেনই সময়ে কথোদৃরে তার দর্শনী । ডাকিত্তে ডাকিভে আইসে উম্ভ করি’ পাণি ॥ দেখিয়া ঠাকুর তাহে উভ কৈল বাই । হtথসানে সেই দণনী রহে সেই ঠাঞি ॥১১৩ ঝরঝর লয়ল—পুলক কলেলর । হরে-কৃষ্ণ-নাম সেই বোলে নিরন্তর ॥ ১১৪ ৷ দেখি? নিত্য নিন্দ-গদাধরের উল্লাস । গৌরাঙ্গ-চরিত্র কহে এ লোচনদাস ॥ ১১৫ ৷ f, 이 - 1 ভাই রে গাও গাও গোর গে সঞির গুণ শুনি । চর্চ। তাহে তাহো তাহে। গৌরাঙ্গচরণকমল কর ইচ্ছা । জগতে যতেক দেখ, আপন করিয়। লেখ, হে | হে হে হে। হে। হে। রে ভাই রে, সে পুনঃ সকল কাল মিছা, ভাই রে গtও গtও শুনি ॥ ধ্রু ॥ এইমনে গোর চাদ চলি যায় পথে। যেখানে যে দেবস্থল দেখিতে দেখিতে ॥১১৬৷৷ রহি রহি যায় প্রভু প্রতি গ্রামে গ্রামে। নৰ্ত্তন করিয়া যায় দেবতার স্থানে ॥ ১১৭ ৷ এক অদভুত কথা শুন তার মাঝে। ঘে করিলা নিত্যানন্দ অবধৃতরাজে ॥ ১১৮ ৷৷ নিত্যানন্দ করে দণ্ড দিয়৷ গৌরহরি । কিছু আগাইলা নিভ্যানন্দ পাছু করি ॥১১৯৷৷ প্রেমায় বিহবল প্রভু যায় মহাবেগে। আপন পণশরে কষ্ণপ্রেম অনুরাগে ॥১২০৷৷ গদাধর-তাদি যত গণ সঙ্গে যায়। দেখি নিভ্যানন্দ আরো দূরে পাছু হয় ॥১২১ গুণিতে গুণিতে প্রভু যায় ধীরে ধীরে । মোর সিদ্য মনে প্রভু দণ্ড ধরে করে ॥১২২৷৷ >SQ সে হেন সুন্দর বাণী ত্ৰৈলোক্য-মোহন । ছাড়িয়া পরিল দণ্ড -সহিব কেমন ॥ ১২ ৩ ॥ সন্ন্যাস করিল প্রভু যুগুইল মাথ।। জন্মাবধি রহিল দারুণ এই ব্যথ ॥ ১২৪ ৷ চিন্তিতে চিন্তিতে দুঃখ লঢ়িল বিস্তর। শুঙ্গিলেন গুঞা দণ্ড উরুর উপর ॥ ১২৫ ॥ ভয় দণ্ড তুলিয়। ফেলিল লঞা জলে । প্রভুর তরসে পাছু ধীরে ধীরে চলে ॥১২৬ কথোক্ষণে একত্র হুইলা দুইজনে । সুপাইল প্রভু-দণ্ড লা দেখিয়ে কেনে ॥১২৭ প্রভূর সঙ্কোচে কিছু ল দেয় উত্তর । বিস্ময় লাগিল প্রভু চিন্তয়ে অন্তর ॥ ১২৮ ৷৷ পুনরপি পুছে প্রভু-দণ্ড খুইলে কোথ। দণ্ড না দেখিয় হিয়ায় লাগে বড় ব্যথা ॥১২৯৷৷ এ লেtল শুনিএ কহে লিভ্য নন্দরায় । তোর করে দণ্ড দেখি পোড়ে মে। হিয়ায় ॥ সন্ন্যাস করিলে একে মুড়াইলে যুণ্ড । তাহার অধিক দুঃখ—কান্ধে কর দণ্ড ॥১৩১৷৷ সহিতে ন পারি ভঙ্গি ফেলাইল জলে । যে কর সে কর –গদ গদ-ভাষে লোলে ॥১৩২৷৷ এ বোল শুনিয় প্রভু ভৈগেল ছুঃখিত । রুষিয়া কহিল—সব কর বিপরীত ॥ ১৩৩ ॥ মোর দণ্ডে বৈসে মোর যত দেবগণ । হেন দণ্ড ভাঙ্গি’ কি সাধিলে প্রয়োজন ॥১৩৪৷৷ তুমি সদা উনমত-বুদ্ধি স্থির নয়। বাতুলের প্রায় রাত- বালক আশয় ॥১৩৫। পাণ্ডিত্য-ধৰ্ম্মেতে ধৰ্ম্মী নহ কদাচিত । আtশ্রম ছাড়াও-কাৰ্য্য কর বিপরীত ॥১৩৬৷৷ দেবত-আশ্রম পীড়া নাহি জান দোষ। কিছু যদি বলি”—তলে কর মহারোষ ॥১৩৭৷৷ এ বোল শুনিএঃ নিত্যানন্দ পঙ্ক হাসে । প্রভুরে কহয়ে কিছু গদগদ-ভাষে ॥ ১৩৮ ৷৷ দেবতা-তাশ্রম-পীড়া নাহি করি আমি। ভাল কৈল,—মন কৈল,—সব জান তুমি ॥১৩৯৷৷