পাতা:শ্রীশ্রীচৈতন্যমঙ্গল.djvu/২৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

yo গাঢ়-আলিঙ্গন কৈল পরমসন্তোষে । চলিলা ঠাকুর—কহে এ লোচনদাসে ॥১৪৪৷৷ প্রভুর বৃন্দ, বন-দর্শন কথাসনার শ্ৰীমন্মহাপ্রন্থ সেতুবন্ধ যাইবার পথে সপ্ততাল-বিমোচনলীয় প্রদর্শন কাললেন । সপ্ততম সম্বন্ধীয় প্রাচীন ইতিহাস —সাতজন গন্ধ দ মুনশীপে বৃক্ষত্ব প্রাপ্ত হন, সম্প্রতি প্রভূপ স্পর্শে তাহারা মুক্তি লাভ করিলেন । সেতুবন্ধে উপস্থিত হইয়া প্রেমাবেশে বাম, লক্ষণ, সীতা, হনুমান প্রভৃতি নাম কীৰ্ত্তন করিলেন, পরে গোদাবরী তীরে চাতুমস্তি অতিবাহিত করিয়া পুনরায় উৎকলে আগালনাথে প্রত্যাপত্তন করিলেন । তথায বিষ্ণুদাস নামক জনৈক ভক্তকে আত্মসাৎ করিয়া পুরুষে:ওশে আসিয়া কীৰ্ত্তনাননে অবস্থান পূৰ্ব্বক মাথুপমগুণদর্শনার্থ যাত্র। করিলেন રુit મરે કૈીતાજમના ડtના મfફ ૭ મજ્િજાન হয় । অনস্তল মথুরায় উপস্থিত হইয়া কৃষ্ণদাস ক প্লে ক ১{{স ও ওন্সলে সম{ক জনৈক ভক্তের সহিত প্রেমানন্দে যমুনার পূৰ্ব্ব ও পশ্চিমতটে দ্বাদশবন, দেবকী বসুদেবের কারাগুহ, কংস উগ্ৰসেনাদির গৃহ প্রভৃতি অসংখ্য কৃষ্ণলীলাস্থল দর্শন করিলেন । 15 | গোরাচান্দ জীবন আমার রে গোর পরাণ অামার ॥ ধ্রু ॥ অণর অপরূপ কথা শুন সশলধানে । পথে চলি যাইতে সপ্ততাল-বিমোচনে ॥১ সপ্ত ভালভরু সেই আছে যে পখেতে । দেখি আচম্বিতে প্ৰভু লাগিল। হাসিতে ॥২ থাএম গিয়া সপ্তভাল করিলা পরশে । জয় জয় জয়ধ্বনি উঠিল আকাশে ॥ ৩ ॥ মুনি শাপে ছিল সে গন্ধৰ্ব্ব সাত জন । প্রভুর পরশে তারা পাইল মোচন ॥ ৪ ॥ ভবে সেই মহাপ্রভু পথে চলি যায়। আনন্দে বিভোল প্রভু হরিগুণ গায় ॥ ৫ ॥ শ্রীচৈতন্যমঙ্গল প্রেমার আনন্দে নাহি জানে পথশ্রমে । সেতুবন্ধ উত্তরিলা পথে ক্রমে ক্রমে ॥৬ ॥ সেতুবন্ধ গিয়া দেখে রামেশ্বর লিঙ্গ । আনন্দে নাচয়ে প্রভু যেন মত্ত সিংহ ॥ ৭ ॥ লিঙ্গ-প্রদক্ষিণ করি’ করে নমস্কার । সেতুবন্ধ দেখি হরি বোলে বারে বার ॥৮ অনুরাগে কান্দে ডাকে—ত্রীরাম-লক্ষণ । কখন আবেশে ডাকে—অঙ্গদ হনুমান ॥৯ ক্ষণেকে আলেশে ডাকে--সুগ্ৰীল মোর মিত । ক্ষণে বিভীষণ বলি’ ডাকে বিপরীত ॥ ১০ ॥ প্রেমায় বিহবল – দিগ্‌বিদিগ নাহি জানে। সেতুবন্ধ দেখি নাচে সব ভক্ত-সনে ॥ ১১। এইমনে দিবানিশি পশিরে আপনা। লেউটিয় মহাপ্রভুর বাঢ়িল করুণ ॥ ১২ ॥ এইমতে মহাপ্রভু পথে চলি’ আসি । পুনঃ চতুৰ্ম্মণস্য গোদাবরী তীর্থে বসি ॥১২। পুনরপি উড়দেশে আইলা ঠাকুর। জগন্নাথ-ভালে প্রেমা বাঢ়িল প্রচুর ॥১৪ তবে ত’ দেখিল প্রভু শ্ৰীআলালনাথ । * বিষ্ণুদাস উড়িয়াকে কৈল আত্মসাথ ॥১৫ জগন্নাথ দেখি প্রভু হইল কুতুহলী । সঘনে তুলিয়া বাহু হরি হরি বলি ॥১৬ পুরুষোত্তমে আসি প্রভু আছে মহাসুখে। কহয়ে লোচন এ অলিন্দ বড়-লোকে ॥১৭ বাড়ি রগ—ধূলা-খেলা-জাত । এখানে কহিব কথা, শুন গোরা গুণগাথা, ত্ৰিজগতে অতি অনুপম । মনঃকথায় বান্ধি আলি, মুকুতা-প্রবাল ঢালি’, সন্ন্যাসী নৃসিংহানন্দ নাম ॥ ১৮ ॥ সুবৰ্ণ-মণি-মাণিকে, দিব্যরত্ন চারিদিগে, মনে মনে বান্ধিল জ।ঙ্গাল। মথুরা-পর্য্যন্ত দিয়া, কৃষ্ণে সমৰ্পিল ইহা, হেনকালে প্রত্যাসল্প কাল ৷ ১৯ ॥