পাতা:শ্রীশ্রীচৈতন্যমঙ্গল.djvu/২৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>し〜ミ দিবানিশি লাহি জালে –আছে সেই খানে । সম্বেদন নাহি প্রভু—আছে তিন দিনে ॥৪৭ গভাগতি করে লোক দেখয়ে আশ্চর্য্য। কৃষ্ণদাস নামে এক আছে দ্বিজবৰ্য্য ॥ ৪৮ ৷৷ প্রভুরে দেখিয় সেই মনে মনে— কোথা হৈতে আইলা এই পুরুষরতলে ॥৪৯ ৷ বড় ভাগ্যে দেখিলাঙ ইহার চরণ । এই শুক, প্ৰহলাদ কিবা হেন লয় মন ॥ ৫০ ॥ প্রেমায় বিহবল প্রভু পুছিল তাহারে। কি নাম তোমার কহ শুন দ্বিজবরে ॥ ৫১ ৷ ব্রোহ্মণ কহয়ে —শুল, শুন, হ্যাসিবর। কৃষ্ণদাস নাম মোর—করিল উত্তর ॥ ৫২ ॥ এ বোল শুনিএ প্রভু অট্ট অট্ট হাস। কৃষ্ণের সকলি জান তুমি কৃষ্ণদাস ॥ ৫৬ ৷ জুড়াইল দেহ মোর তোমার সম্ভাষে । তুমি দেখাইবে যথা যে আছে বিশেষে ॥৫৪ মথুরামণ্ডল এই কৃষ্ণের অন্তরীণ । সকল জানহ তুমি ভকত প্রবীণ ॥৫৫ ॥ যেখানে ষে কৈল কৃষ্ণ—সব তুমি জান। মথুরমণ্ডল মোরে দেখাও স্থানে স্থান ॥ ৫৬ ৷ দ্বিজ কহে—সব স্থান ল। জানিয়ে আমি। দ্বাদশ-বলের স্থান সবে আমি জালি ॥ ৫৭ ৷৷ এ বোল শুনিঞা প্রভু প্রেমানন্দে হাসে। তাহার শরীরে শক্তি করিলা প্রকাশে ॥ ৫৮ ৷৷ মহানন্দে বোলে—আমি সব দেখাইব । কৃষ্ণজন্ম হৈতে কংসবধ শুনাইব ॥ ৫৯ ৷ দ্বিজ কহে—শুল শুন শুন মহাশয় । নন্দের নন্দন তুমি জানিল নিশ্চয় ॥৬০ ॥ তোমার দর্শনে মোর ব্রজদরশন। আচম্বিতে সব মোর গেল স্মঙরণ ॥ ৬১ ৷ যেখানে যে জানি আমি স্থানের মরম। যেখানে সে ভগবান জনম-করণ ॥ ৬২ ৷৷ এ বোল শুনিয়া প্রভু হরিষ হিয়ায়। কৃষ্ণদাস কোলে করি কৃষ্ণ-গুণ গায় ॥ ৬৩। শ্ৰীচৈতন্যমঙ্গল সেদিন বঞ্চিল। কৃষ্ণদাসের আলয় । মথুরামণ্ডল কথা সবৰ্ণরাত্র কয় ॥ ৬৪ ৷ মথুরামণ্ডল-মধ্যে যমুনা ভাগ্যবতী । যাহার দু-কুলে কৃষ্ণ বিরহে পীরিতি ॥ ৬৫ ৷ যমুনার পূর্বকূলে আছে পাচ বল । পশ্চিমেভে সাত বন কহিব এখন ॥ ৬৬ ৷ কৃষ্ণের বিহার এই দ্বাদশ বলে। ভক্ত বিনে কেহো ইহা মরম না জানে ॥ ৬৭ ৷ কংসের সদল এই যমুনা পশ্চিমে। তাহার উত্তরে বল বৃন্দাবল নামে ॥ ৬৮ ৷৷ মথুরা হইতে সেই যোজনেক পথ । অনেক রহস্য কথা কহিব তাহাত ॥ ৬৯ ৷৷ কুমুদ নামে বন আছে তাহার নৈখতে । সওয়া যোজন পথ মথুরা হইতে ॥ ৭০ ॥ খদিরবন আছে প্রভু তাহার দক্ষিণে । দেড় যোজন পথ মথুরার সনে ॥ ৭১ ৷ ভালবন আছে প্রভু দক্ষিণে মথুরার । অৰ্দ্ধ যোজন ভূমি মথুর। র্তাহার ॥ ৭২ ৷ এক নদী ধারণ অাছে মানস গঙ্গ। নামে। বৃন্দালন পশ্চিমে সে মথুরা ঈশানে ॥ ৭৩ ৷ কাম্যকলন হৈতে মধুবনের উদ্দেশ । কালীদহ পশ্চিমে যমুনা পরবেশ ॥ ৭৪ ৷ সরস্বতী নামে এক ধারা আছে তাথে । মধুরীর উত্তর সে প্রবেশ যমুনাতে ॥ ৭৫ ৷ মধুর পশ্চিমে আছে গোবৰ্দ্ধনগিরি। আট যোজন সে মথুরা হইতে ধরি ॥ ৭৬ ৷ কহিল কাম্যকবল গোবৰ্দ্ধন পশ্চিমে । মথুরা হইতে আট যোজন লোক গণে ॥৭৭ ॥ বহুলানামে বল আছে মপুর ঈশানে। মানসগঙ্গার পার সে দুই যে{জনে ॥ ৭৮ ৷৷ এই সাত বন সে পশ্চিমে যমুনীর। কহিব তা পূৰ্ব্বকুলে পাচ বন আর । ৭৯ ৷ মহাবল নামে বল যমুনা নিকটে । মথুরা হইতে সেই যোজনেক বাটে ॥ ৮০ ॥