পাতা:শ্রীশ্রীচৈতন্যমঙ্গল.djvu/২৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>b-8 এ বোল শুনিতে প্রভু কি ! কি ! বলি ডাকে । অঙ্গ আচ্ছাদিল ঘন অঙ্গের পুলকে ॥১১৫ ৷ সেতুবন্ধ-সরোবরের শুল লিলরণ। সাবধানে শুন প্রভু হএঃ এক মন ॥ ১১৬ ৷ এককালে আছে কৃষ্ণ গোপীগণ-মেলে। রাসক্রীড় করে এই সরোবরকুলে ॥ ১১৭ ৷ রাধাকে কহিল—আমি সেই রঘুনাথ । রাবণ মাল্লিল আমি বানরের সাথ ॥ ১১৮ ৷৷ এ বোল শুনিএঃ রাপা মুচকি হাসয়ে । মিছা কথা কহে কৃষ্ণ –এই ত’ অtশয়ে ॥১১৯৷৷ দেখিয় তরস্ত হঞ পুছয়ে রাধারে । কি লাগিয়া হাস রাই পোলহু আমারে ॥১২০ রাপা লোলে –মিছা কথ। না। ললিহ আর । তুমি সে কেমনে হৈলে রাম-অলতার ॥ ১২১ ৷ মহাজিতেন্দ্রিয় তেহে পরম ঈশ্বর। তোমাতে সম্ভলে নাহি তার ব্যবহার ॥ ১২২ ৷৷ সমুদ্র লান্ধিলা তেহেঁ। এ গছ-পাথরে । তুমিহ বান্ধহ দেখি এই সরে পরে ॥ ১২৩ ৷ এ বোল শুলিঞ। প্রভু লহু-লছ হাসে । আমি জলে খুইলে সে ইটা-পাথর ভাসে। এ লোল শুলিঞ। গোপী ললিছে বচন । তালিয়ে পাথর দেখি বান্ধহ এখন ॥ ১২৫ ৷ মিছ৷ গৰ্ব্ব না। কfৱহ-শুনহ কানাই । পাথর ভাসয়ে জলে—কভু শুনি নাই ॥১২৬ ৷ ঠাকুর কহয়ে—আন’ এ গাছ পাথর । পাথরে বান্ধিৰ তামি এ সরে (বর ॥ ১২৭ ৷ এ বোল শুনিঞ। তার বহি আনে ইট। । কাষ্ঠ খান-খলি আসে পাথর গোটা-গোট।। এ গাছ-পাথরে সরে পর গেল বন্ধ । ভাল ভাল লোলে গোপী —মুচকি হামে রiপ।। রাধার কারণে সরে পরে হৈল সেতু। ‘সেতুবন্ধ-সরোব’ কহি এই হেতু ॥ ১১০ ৷ এ বোল শুনিএ এ ভু অন্তর উলাস । গোরাগুণ গায় সুখে এ লোচনদাস ॥ ১৩১ ৷” শ্রীচৈতন্যমঙ্গল পঠমঞ্জরী রাগ । সপ্তসমুদ্র কুগু ই স্থার উত্তর। দেবকীর সাত পুত্র মারিতে পাথরে ॥ ১৩২ ৷৷ ইহার উত্তরে দেখ লিঙ্গ-ভূতেশ্বর। দেখ সরস্বতী-কুণ্ড পুরীর উত্তর ॥ ১৩৩ ৷ এইখানে দেখ দশ-অশ্বমেধ-ঘাট । ইহার দক্ষিণে সোম তীর্থের এ বাট ॥১৩৪ ৷ কণ্ঠ ভরণ-মজ্জন ইহার দক্ষিণে । লাগতীর্থ-ধারা বহে পাতালগমনে ॥ ১৩৫ ৷ সংযমন-আদি কুণ্ড ঘাটে গেল তলে । পুরী প্রদক্ষিণ করে নিজ অ নু ভলে ॥ ১৩৬ ৷ এইমনে ভ্ৰমিতে ভ্ৰমিতে দিন গেল । ভিক্ষা করিয়৷ প্ৰভু রজনী বঞ্চিল ॥ ১৩৭ ৷ উৎকণ্ঠায় আকুল- দীঘল ভেল রাতি । পোহাইল পোহাইল পুছে হিয়ার আরভি ॥ রজনী প্রভাত হৈল—হিয়ার উল্লাস । প্রাতঃক্রিয়া করি’ বোলে—আইস কৃষ্ণদাস ॥ কৃষ্ণদাস পোলে প্রভু শুনহ বচন । মথুরামগুল-ভূমি একুইশ যোজন ॥ ১৪০ ৷ দ্বাদশ বন হয় ছয়-যোজন-ভিতর । যেখানে যে কৈল কৃষ্ণ দেখাল সকল ॥ ১৪১ ৷ নারদবচল কংস শুনে এইখানে । বসুদেব-দেবকীরে রাখে এইস্থানে ॥ ১৪২ ৷ এইখানে হৈল কৃষ্ণ চতুভূজ দেখি । এথ। পরিহার মাগে বসুদেব দেবকী ॥ ১৪৩ ৷ এইখানে বসুদেব কৃষ্ণ লঞ কোলে । সিদ্রেীয় প্রহরিগণ পড়ি গেল ভোলে ॥ ১৪৪ ৷ ফণ-ছত্ৰ ধমিয়া বাস্থকি পাছে ধায় । যমুনাতে পার সে শৃগালী আগে যায় ॥১৪৫৷৷ এই মহালনে নন্দঘোষের বসতি । নিদে প্রসবিল। কন্যা যশোদা পূণ্যবতী ॥১৪৬৷৷ নন্দ ঘরে পুত্র থুইয়। কন্যারে আনিল দেবকীর কন্যা বলি কংসেরে ভাণ্ডিল ॥১৪৭৷৷