পাতা:শ্রীশ্রীচৈতন্যমঙ্গল.djvu/২৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষখণ্ড ভালভরে ভর্মিীরগণ সত্য কহে । ভাবকথা শুনি কৃষ্ণ হৈল। ভাবময়ে ॥২৮২৷৷ চ।ছিল। সরস-কাস্ত্যে সব গোপীপগনে। যত স্থখ গোপী পাইল-কেহো নাহি জানে ॥ পেঢ়িলেক সব গোপী প্রভু যদুমণি। মেঘেতে ঝলকে যেন থির-সৌদামিনী ॥২৮৪৷৷ এইখানে অপরূপ এ রাসবিহার। এক গোপী এক কুষ্ণ মণ্ডলী তাহার ॥ ২৮৫ ॥ কমল-চপক ভার মরকতমণি ৷ গীথিল মেমল মাল। --মণ্ডলী তেমনি ॥২৮৬৷৷ শ ষ্ট গে [পী হুত কষ্ণ এ রাসমণ্ডলে । পড়িল র (সের হু (ট সুন্দীপন-স্থলে ॥ ২৮৭ ॥ কল্পবৃক্ষস্থলে রাধাকৃষ্ণ দুইজন। গোপীর আংশিনী রাধ রসের কারণ ॥ ২৮৮ ৷ কৃষ্ণ হইতে কৃষ্ণ তথা হইল অপার । ঘত রাঙ্গণ তত কৃষ্ণ হৈলা এ বিচার ॥ ২৮৯ ॥ রাস হtট উপরে পতাক। শশধরে। কে কিল কোটাল হঞা জাগণয় কামেরে ॥২৯০ ভ্রমর হাটের প দ্য -পসার ঘেীলন। খারাক রসিকণর মদনমোহন ॥ ২৯১ ॥ গোপিক (র শুদ্ধ প্রেম জানিএ শ্ৰীহরি। ভকত-সঙ্গ্যতাগুণ প্রক (ণ সে সরি’ ৷ ২৯১ ॥ মৃ থে যুথে পাটোয়ার নটিনী গে।পিনী। शू ন তাহায় মাঝে প্রভু যদুমণি ॥ ২৯৩ ৷ পলয়া-নূপূৰ্ব-মণি কিঙ্কিণীর রোল । মুরুলী-মধুরধ্বনি ভtহাতে উজোর ॥ ১৯8 ॥ রল বৈ উপ{ঙ্গ স্বর-মণ্ডলের-গণন । -> মৃদঙ্গ, মন্দির, ডম্মফ, পাখোয়াজ সুতান ॥২৯৫৷৷ তার অপরূপ হের দেখ সেইখানে । রাই-রাজা কৈল কৃষ্ণ এই বৃন্দালনে ॥ ২৯৬ ॥ দিব্য চন্দন-মালা দিল রণধার অঙ্গে । আপনে করয়ে স্তুতি গোপীগণসঙ্গে ॥ ২৯৭ ॥ অভিষেক করি’ কেহ—শুন গোপীগণে । f - I { আজি হৈতে রাধ রাজা হৈল বৃন্দালনে ॥২৯৮৷ . )brసి হেনমতে রাসে পিহারয়ে যতুরায় । ত{tঢম্বিতে সব গোপী দেখিতে না পায় ॥২৯৯৷৷ এক গোপী লঞা গেল। সভারে এড়িয়া । কৰ্ম্ময়ে এখানে গোপী ভঙ্গ স্বী ছাড়িয় ॥৩০০৷৷ সঙ্গের গোপিক। সেই আসরেই ভর। হালিয়। কহয়ে— মুঞি চলিতে কাতর। ৩০১ ৷ যেনমতে পায়--তেলমতে লহ তুমি । কালু কহে— আইস কাম্বে করি’ নিপ আমি ৷ কোনো করি’ লঞ। গেল। তার কথোদুর। ও ঢপিতে তাহাকেও ভৈগেল। নিঠুর 間 こo &ll এইখানে অন্তৰ্দ্ধন হইল। তাহারে। প্য। কুলিঙ্গ সেই থে1ণী কানো একেশ্বরে ॥ কুষ্ণ হারাইয়া তার গোপী সব যত । এখানে বুলে তার চরিত উন্মত ॥ ৩০৫ ॥ গ্রিহে প্যাকুল গোপী কাব্দে উভরায় । এ কথা শুলিতে দুঃখ বাঢ়য়ে হিয়ায় ॥ ৩০৬ ॥ এইখানে গোপী রুষঃ-চরিতে ভস্ময় । যেখানে যে কৈল কৃষ্ণ তেলমত হয় ॥ ৩০৭ ॥ সেই অভিনয় করে—সেই সব রীত । উনমত গোপী সব কৃষ্ণময়-fচত ॥ ৩০৮ ॥ হেনমতে মূৰ্চ্ছ। যলে পাইল গোপীগণ । এইখনে কুষ্ণ তলে দিল দরশন ॥ ৩০৯ ॥ পুনরপি কৈল তলে এ রাস-লিলাস । পূনঃ রাসোৎসবে গোপী-আনন্দ উল্লাস ॥৩১০ এইমতে আনন্দ-কৌতুকে রাত্ৰিশেষ । অলসে আবশ অঙ্গ— শ্লথ ভেল বেশ ॥ ৩১১ ॥ যমুনা-পুলিন গেল। সব গোপী লএঃ।। গোপী-কোলে নিদ্রা যায় শ্ৰমযুক্ত হঞা ॥৩১২ এখানে যমুনাজল সুশীতল বায়। কৃষ্ণ-কোলে সব গোপী স্থখে নিদ্র। ষায় ॥১১৩ এইমতে শুভরাত্রি স্থপ্রভাত হৈল । প্ৰণতি করিয়৷ গে পী নিজঘর গেল ॥ ৩১3 ॥ এইমনে স্থানে স্থানে দেখে গোরারায়। আনন্দে লোচনদাস গোরণগুণ গায় ॥ ৩১৫ ৷৷