পাতা:শ্রীশ্রীচৈতন্যমঙ্গল.djvu/২৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষখ ও এ বোল শুনিয়া প্ৰভু লেtলয়ে বচন। ভোর পরসাদে মোর শুদ্ধ হৈল মন ॥৪১৬৷৷ মধুর। দেখিল বলি’ বড় ছিল সাধ । দেখিব রহস্য-স্থান তোর পরসাদ ॥৪১৭৷৷ আমার যেমন হিয়া হইল উল্লাস । কৃষ্ণ পরসন্ন ভোরে হউ কৃষ্ণদাস ॥ ৪১৮ ॥ মথুরামণ্ডলুবাসী যত সৰ্ব্বলোক। গৌরচন্দ্র দেখিবারে ভেল একমুখ ॥ ৪১৯ ॥ বারেক দেখয়ে যেই –নারে পাসরিতে । প্রেমায় লিহৰল সেই –নারে সম্বরিতে ॥৪২০৷৷ বাল, বৃদ্ধ কিবা যুদ। এ নারী, পুরুখ । ‘কৃষ্ণ এই, কষ্ণ এই লোলয়ে মুরুখ ॥৪২১৷৷ একদিনে কৃষ্ণ এই তাইল। মধুরারে। পুরুষ-রহস্যস্থান দেখিলার তরে ॥ ৪২২ ॥ কেহো বোলে –ত্রিভঙ্গ হইয়। কেনে থাকে। কালাই ন হৈলে কেনে রাধা পলি ডাকে। রাত্রি দিলা থ{কে লোক— ন ছাড়য়ে কাছ । একে একে দেখে প্রভু বুন্দালনের গাছ ॥৪২৪৷৷ একে একে সব স্থান নিরীখে ঠাকুর। এইখানে বনে সব প্রেম পরিপূর ॥ ৪২৫ ॥ মথুরামণ্ডলে ঘরে ঘরে পরকাশ । কেহো শিশু দেখে কেহে যুলক-বিলাস ॥ কেহে আচম্বিতে ঘরে শুনে বংশীনাদ । কারু স্বামি-কোলে কৃষ্ণরসের উন্মাদ ॥৪২৭৷৷ কারু পর-বুদ্ধি নাহি –সভে বোলে নিজ । সভার হৃদয়ে উপজিল প্রেমপীজ ॥ ৪২৮ ॥ বন বেড়াইতে বনে প্রভু যায় যবে । সে বনের তরু-লতা ভাসে প্রেম-জলে ॥৪২৯৷৷ কোকিল, ভ্রমর মোর বুলে মাঠে গোঠে । পাওয়া-পাই আইসে রহে প্রভুর নিকটে ॥ উৰ্দ্ধমুখে সবজন প্রভু-মুখ দেখি । সভারে সমান স্নেহ–প্রেমময়-আঁখি ॥৪৩১৷৷ সধজন জানিল—এ কপট-সন্ন্যাসী । চলিলা ত’ মহাপ্রভু নীলাচলবাসী ॥৪৩২ ॥ মধুরামণ্ডল কথা কহিল এ সায় । আনন্দে লোচলদাস গোরাগুণ গায় ॥৪৩৩৷৷ প্রভুর নীলাচলে প্রত্যাব লুন কথাসনাৱ gBBBBB BBBBBB BBBBBBBD Dtt করিয়া নীলাচলে প্রত্যাবৰ্ত্তন করিতে ইচ্ছা করি:েণ । পথিমধ্যে এত দ্র' ত গমন করিতে লাগিলেন যে, স{ঙ্গ " [তীব সঙ্গে চলিতে না পারিয়৷ পশ্চাতে Qሯኮ• ! রী হপ্রভু একাকী বন-পথে গমন কবিতে লাগিমোন, পথিমধ্যে এক গোপ-পলিকের সঠিত সাক্ষাং ! তলে, প্রভু তাতার নিকট কিছু ঘোল প্রার্থনা করিলেন এবং KSJB B BBB BBS B BSBBBSBBBSSSBBBB SBBB ঘোণের মূল্য লইতে বলিয়। পুরান চলিতে অবস্থ ব পিযেন । কিছুক্ষণ পরে সঙ্গিগণ সেইস্তানে উপস্থিত ই 'লে, গোপ-বালক 1ণ কট বলিয়; মূল্য প্রার্থনা কবিল, কিন্তু তংপ 7ক্ষণেই গোপ প্রভুর সোল পাণ-রস্তান্ত ঠাই দের বালক দপিতে পাইল যে, তাহাব ভাণ্ড মহামূল্য প্রত্নে পরিপূর্ণ তইরাছে, শ্ৰীমন্মত। প্ৰভু ঘোপানচ্ছলে এই গোপবালককে রূপা করিয়া চলিতে চলিতে নবদ্বীপ অগ্নি উপস্থিত হইলেন । নবদ্বীপপাপী প্রভুকে দেখিবার জন্য উন্মত্ত্বের ন্যায় ধাপিত হষ্টতে লাগিলেন । শর্চ মাতা ক্ৰন্দন করিতে করিতে প্রভূর নিকট উপস্থিত হইয়া প্রভূল-বিরহদুঃখ নিবেদন করিতে লাগিলেন । অনস্তর মহাপ্রভূ শচীমা তাকে “যিনি কৃষ্ণ-ভজন করেন তাহার নিকটে আমি অবস্থান করি? কথা বলিখা কুষ্ণ-ভজনোপদেশ পূর্বক শান্তিপুরে আচার্গোর গৃহে একদিন কীৰ্ত্তনানন্দে বিহার করিবা তমোলুক হইয়া নীলাচলে উপস্থিত হইলেন এবং রাজ। প্রতাপরুদ্রের প্রতি রূপা পিতরণ করিলেন । সুহই রাগ । নীলাচলে চলে প্রভু হরিষ-হিয়ায়। হা হা জগন্নাথ ! বলি’ অনুরাগে ধায় ॥ ১ ॥ • প্রেমানন্দে চলে প্রভু সিংহের গমনে। সংহতি চলিতে নগরে সঙ্গের যত জনে ॥ ২ ॥