পাতা:শ্রীশ্রীচৈতন্যমঙ্গল.djvu/২৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SS4 শ্ৰীচৈতন্যমঙ্গল রাত্রি দিন করে প্রভু কীৰ্ত্তন বিলাস । গোরাগুণ গায় সুখে এ লোচনদাস ॥৬৯৷৷ ললিত-রাগ—দিশ । গোরাগুণ গাওরে গাওরে সব ভুবনমঙ্গল। আনন্দিত মহাপ্রভু আছে নীলাচলে। হরি-গুণ-সঙ্কীৰ্ত্তন করে ভক্তমেলে ॥ ৭০ ॥ অনেক ভকভগণ মিলিল। তথায় । নিত্যই নৃভন প্রকাশয়ে গোরারায় ॥৭১ হেনই সময়ে কথা কহিল এখনে । প্রতাপ রুদ্রেরে রুপ কৈল যেন মনে ॥৭২৷ লোকমুখে শুনি রাজা মহাপ্রভুর গুণ । তাiশ্চৰ্য্য মালয়ে সে না কহে কিছু পুনঃ ॥৭৩ একদিন গেলা জগন্নাথ দেখিবারে । জগন্নাথ না দেখয়ে—দেখে ন্যাসিলরে ॥৭৪৷৷ কি কি বলি? মনে গুণে বিস্মিত হিয়ায় । পড়িছাকে পুছে রাজা—কি দেখহ রায় ॥৭৫ পড়িছ। কহয়ে— দেব জগন্নাথ দেখি’ । রাজা কহে—তো-সভাকে ব্যর্থ আমি রাখি ॥ জগন্নাথ স্থানে স্যাসী বসি আছে হের । মোর দণ্ডভয়ে কিছু না দেখিয়ে বোল ॥৭৭ ভাঁখি তাড়িমুষেন হেন নহে কভু । নহে বা কি দেখ সত্য করি’ কহ তভু ॥৭৮৷ এ বোল শুনিএঃ পড়িছা বোলে পুনৰ্ব্বার। জগন্নাথ লহি মোর। নাহি দেখি? আর ॥৭৯ তবে ভ’ প্রতাপরুদ্র গুণে মনে মনে । সন্ন্যাসীকে কেলে দেখি? আমার নয়নে ॥৮০৷৷ শুনিয়াছি সন্ন্যাসীর মহিম-অপার । ইহার কারণ তভূ করিব বিচার ॥ ৮১ ৷৷ এতেক গুণিয়া রাজা চলিল সত্বর । তাপনি চলিলা যথা আছে দ্য সিবর ॥৮২৷ দেখিল টোটায়ে ন্যাসী অাছে নিজ-মেলে। বৃন্দালন-কথা কহে–হরি হরি বোলে ॥৮৩ পুনরপি জগন্নাথ দেখি আরবার। দেখিল সন্ন্যাসী লেই মুমেরু আকার ॥৮৪৷ দেখিয়া রাজার ভেঙ্গ হিয়া-চমৎকার । এই জগন্নাথ সেই স্যাসি-অবতার ॥ ৮৫ ॥ প্রতাপরুদ্রের মনে বাঢ়ে অনুরাগ । সত্বরে চলিলা যথা আছে মহাভাগ ॥ ৮ ৬ ॥ টোটায় নাহিক কেহে৷–ভাঙ্গিল দেওয়ান । গোলিন্দেরে কহে রাজা কাতর-লয়ান ॥৮৭৷ কোন মতে দেখে মুঞি গোসাঞির চরণ। ইহার উপায় মোরে কহ মহাজন ॥ ৮৮ ৷ গোবিন্দ কহয়ে – রাজ না হও কাতর। এখানে না পালে দেখা–হৈল অনবসর ॥৮৯৷৷ কখন আসিব মুঞি কহ মহাভাগ । কাতর-বয়াল রাজ বাঢ়ে অনুরাগ ॥ ৯০ ৷ সেদিন রহিল রাজা সেই ত নগরে। সঙ্গিগণ দেখি’ কাকু করয়ে সভারে ॥ ৯১ ৷ পুরী-গোসাঞি আদি করি যন্ত ভক্তগণ। গোসাঞির গোচর করিবারে হৈল মন ॥৯২৷ এইমনে দিন দুই-চারি গেল যলে । কাশীমিশ্র ঘরেতে একত্র হৈল সভে ॥৯৩ সকল ভকত মেলি যুকতি করিল। সভে মেলি গোচরিল—এই যুক্তি কৈল ॥ আর দিন মহাপ্রভু কাশীমিশ্র-ঘরে । আচম্বিতে লসে আছে নিজ ভক্ত-মেলে ॥৯৫ রাজার ব্যগ্রতায় সভার কাতর-অন্তর । পুরীগোসাঞি কহিল সে প্রভুর গোচর ॥৯৬ এক নিলেদন গোস (ঞি কহিতে ডরাঙ। নির্ভয়ে কহো, তলে যদি আজ্ঞ। পাঙ ॥ ৯৭ ৷ ঠাকুর, কহয়ে--শুন পুরী যে গোসাঞি। মোর ঠাঞি ভোর ডর কোনকালে নাঞি ॥ কি কহিলে, কহ শুনি’ হৃদয় তোমার। পুরীগোসাঞি পোলে—বোল রাখিবে আমার কাশীমিশ্র-অাদি করি’ যত ভক্তগণ । সভার বচনে মুঞি বলি এ বচন ॥ ১০০ ॥ শ্ৰীজগন্নাথদেব নীলাচলে বাস । প্রতাপরুদ্র রাজা হয় তার নিজ দাস ॥ ১০১ ॥