পাতা:শ্রীশ্রীচৈতন্যমঙ্গল.djvu/৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সূত্রখণ্ড তুঃখিভ দেখিয়া প্রভু পুছিল আমারে। এ হেন মূরতি কেন দেখিয়ে তোমারে ॥১৪৩ এই মনঃকথা মুঞি কহিলু পদ পাঞ।। প্রসন্ন বয়ান প্রভু কহিল হাসিয়া। ১৭৪ ৷৷ রুক্মিণী কহিল পদপ্রেমার মহিম{। শুনিঞা বিহবল প্রভু আরতি-গরিমা ॥১৪৫৷৷ ভুঞ্জিন প্রেমার সুখ ভুঞ্জাইল লোকে । দানতাব প্রকাশ করিব কলিযুগে ॥ ১০৬ ৷৷ ঘোর কলিযুগ---পাপময় পৰ্ম্মহীন। লোক বুঝণনার ভরে হব যুঞি দীন ৷৷ ১৪৭ ৷৷ প্রেমময় গেীর দীর্ঘ স্তুপরণ তনু । বিশাল হৃদয়-বাহুযুগ সম জামু ॥ ১০৮ ৷৷ কহিতে কহিতে প্ৰভু গৌরভলু হৈল। নিজ প্রেম লিলসিল— প্রতিজ্ঞ করিল। ॥১৮৯ ণে দেখিল নে শুনিল—কহিল তোমারে । ঘোষণ। দিব রে যtল সকল সংসারে । ১৫০ ৷৷ পৃথিবী জনম গিয়। প্রেমভক্তি-লোভে। হেন অপরূপ রূপ হ’লে কলিযুগে ॥১৫১ ৷ শুনিয়া নীরদল :ণী উদ্ধপ বিকল । চরণে পড়িয়া কন্দে তানন্দে বিহবল ৷৷১৫১৷৷ হেন অদভু ভ কথা কহিলে আমারে। জীল সঞ্চারিলে যেন নিজীীল শরীরে ॥ ১৫৩ ৷ জুড়াইল দেহ মোর ভে।মার সন্তু মে । চলিল। লণরদ বীণা বাজ এঃ উল্লাসে। ১৫৪ ৷৷ জৈমিনি ভারতে--নারদ-উদ্ধব সংবাদ । শুনিএঃ লোচনদাসের আনন্দ-উন্মাদ ॥ ১৫৫ ৷ আমার বচনে যে বা প্রতীত না যায় । , বিচার করুক পুথি বত্রিশ অধ্যায়। ১৫৬ ৷৷ ভাটিয়ালি রাগ-দিশ । মোর প্রাণ গেরাটগদ নগরে হয়। চলিলা নারদমুনি-লীণ গায় গুণ । শুনিএ বিহবল হিন্ন পড়ে পুনঃপুনঃ । ১৫৭ ৷ ক্ষণেকে রোদন--ক্ষণে অট্ট অট্ট হাস ক্ষণে র্কাপে-ক্ষণে ক্ষণে অtধ-আধি ভ iখ ॥ ৮ ক্ষণে হুঙ্কার ছাড়ে- মারে মালসাট । গেণরা গোর বলি কালো--অন্তর উচাট ॥১ ( , । পাশরিতে নারে গোরার সুমধুর প্রেম । অঙ্গ লীলমল তেজঃ--দিনকর সেন ॥ ১৬০ চলিতে লা পারে প্রেমে আন্তর-উল্লাস । আ{খির লিমিথে খেলা শিলের কৈলাস ॥১১১ মহেশ দেখিব ললি বাড়িল আনিম । কহিল কুষ্ণের কথা করিয়া প্রবন্ধ ॥ ১৬১ ৷৷ ঐছন ভাiনন্দ-কথা নাহি ভিনলোকে । সুন্দালন-পন প্রকাশিব কলিযুগে ॥ ১৬৩ ৷ যে প্রেম যাচয়ে শিব লিরিঞ্চি অনন্ত । পিলসিপ কলিযুগে অধম দুরন্ত ॥ ১৬%। হেন অদভূত কথা কহিব মহেশে । শুনিএ ঠাকুর পাবে বড়ই সন্তোষে ॥ ১৬৫ ৷ কাত্যায়নী-প্রসাদ লইপ পদধূলি। যার পদ-পরসাদে হরিনাম বলি ॥ ১৬৬ ৷ চিন্তিতে চিন্তিতে গেল। মহেশের দ্বার । সন্ত্রমে উঠিলা দেখি নন্দী মহাকাল ॥ ১১৭ ৷ পরণাম করি নন্দী গেল অভ্যন্তরে । পাৰ্ব্বতী-মহেশ যথা নিজ অন্তঃপূরে ॥ ১৬৮ : জানাইলা -- দ্বারেতে নারদ-অগমন । আনন্দ-হৃদয়ে দোহে চলিলা তখন ॥ ১৬৯ ৷ নারদ দেখিয়া হাসি সস্তাষে ঠাকুর। চরণে পড়িলা মুনি—ভক্ত সুচতুর ॥ ১৭০ ৷ মহেশ বিশেষ জানে বৈষ্ণবমহিমা । নারদ গৌরব করে প্রকাশিয়। প্রেমণ ॥ ১৭১ : গাঢ় আলিঙ্গন করি বসাইল পাশে । চরণে পড়িয় মুনি দেবীকে সম্ভাষে ॥ ১৭২ ৷ পুত্রস্নেহে নারদেরে পুছে কাত্যায়নী । কুশল মঙ্গল কহ প্রিয় মহামুনি ॥১৭৩ ৷ চতুর্দশভুবনের তুমি ভৱ জাল । আজি কোথা হৈতে তব শুভ আগমন ॥১৭%।