পাতা:শ্রীশ্রীচৈতন্য শিক্ষামৃত.djvu/১২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ਗੇਟੇਜ | মাতৃগর্ভেই জীবের উৎপতি, ক্রমশ: এই জীবনে ধৰ্ম্মালোচনা করিলে পরমেশ্বর দুষ্ট হইয় তাহাকে একটী নিৰ্দোষ স্বরূপ প্ৰদান করিবেন । ইহাই এক প্রকার জীবের স্বস্বরূপ বিরোধ ও ইহা খ্ৰীষ্টান, মুসলমান, ব্রাহ্ম প্রভৃতি ক্ষুদ্র ক্ষুদ্র ধৰ্ম্মে উপদিষ্ট হুইয়াছে। ব্ৰহ্মই অবিদ্যা গত হইয়াঙ্গীব হইয়াছেন, আমি ব্ৰহ্ম এই প্রকার অনুসন্ধান করিতে করিতে অবিদ্যা বিগত হইলে জীবের জীবত্ব নাশ হুইয়া, ব্ৰহ্মত্ব লাভ হইবে। ইহা পেনথিষ্ট, থিয়াসফিষ্ট, ও অম্মদেশীয় জ্বভেম্বৰূক্ষ্মবাদীর মত। ইহা স্পষ্টই জীবের স্বরূপ বিরোধ। জীব ঘটনা . বিশ্বস্তু; জড় হইতে উৎপন্ন হইয়া জড়ের ও নিজের পার্থিব উন্নতি সাধন করিতে করিতে যখন পঞ্চােত্ব লাভ করিবে তখন তাহার নাশ হইবে । কেহ বা বলেন। তাহার দেহসঙ্কা নাশ হইলেও ত্বাহার ক্রিয়াদিতে শক্তি বৰ্তমান থাকিন্তু অন্য জীবের উন্নতি সাধন করিবে। ইহা চাৰ্বাক, কমিটী, মিল ও সোসিয়ালিষ্ট প্রভৃতি নাস্তিকগণের জীব-স্বরূপ-বিরোধী মত। জীব অনেক জন্ম হটতে কৰ্ম্ম স্বীকার করিয়া ক্লেশ পাইতেছে। প্ৰেম, মৈত্রী বৈরাগ্য শিক্ষা দ্বারা ক্রমশঃ স্বভাব শুদ্ধ হইয়া অবশেয়ে বুদ্ধত্বও চরমে নির্বাণ লাভ করিবে। ইহা শাক্য সিংহ প্রচারিত বৌদ্ধদিগের এবং চতুৰ্বিংশতি ভগবৎসংখ্যা বিশ্বাসী জৈন দিগের মত। ঘটনা বশত: জীবি এই সংসারে উৎপন্ন হইয়া মহাক্লেশে পতিত হইয়াছে। সংসারের কোন সুখ স্বীকার না করিয়া কোন প্রকারে জীবন ধারণ পূর্বক মরণ লাভ করিলেই তাহার শান্তি । ইহা স্কুপেনহুয়ার প্রভৃতি পেসিমিষ্ট দলের মত। প্ৰকৃতি পুরুষের সংযোগ দ্বারা জীবত্ব। জীবত্বের উচ্ছেদুই পরম পুরুষাৰ্থ। কৰ্ম্ম নিমিত্তই হউক বা বিবেক নিমিত্তই হউক প্রেস্তুত ও পুরুষের ভোগ্য ভোজত্ব ভাব অনাদি, তাহা উচ্ছেদ করিতে পারিশ, ত্ৰিবিধ দুঃখের অত্যন্ত নিবৃত্তির রূপ পুরুষাৰ্থ। এই মতটী সাংখ্য মত । ইহাতে জীরের অভ্যন্ত স্বরূপ বিরোধ আছে। জীবকৃত কৰ্ম্মের দ্বারা যে অপূৰ্ব উৎপন্ন হয়, তাহাই জীবেরে কৰ্ম্মফল দাতা। জীবের মোক্ষ বা ঈশ্বরের ঐশ্য এইমতে নাই। ইহা জৈমিনী কৃত পূৰ্ব্ব মীমাংসা দর্শনের মত। জীবের নৈষ্কৰ্ম্ম্য ও অপৰ্বিজ্ঞাত অবস্থা যে কৈবল্য, তাহা আদৌ ক্রিয়াযোগ দ্বারা বিস্তুতিও উদয়কালে বৈরাগ্য যোগ দ্বার লভ্য হয়। এই পাতঞ্জল মত যে জীবের স্বরূপ বিরোধীমত তাহা পূৰ্বেই দর্শিত হইয়াছে। গৌতম যিনি ন্যায়শাস্ত্ৰ প্ৰণয়ন করিয়াছেন এবং কণাদ B BBDD YK KKDDBD DBDDuBS BDD DBD DDB BuLD KBBS খুন্দির যেরূপ নিত্যত জীবও ঈশ্বরের তরূপ নিত্যতা স্বীকৃত হইয়াছে। তাহাতে ।