পাতা:শ্রীশ্রীচৈতন্য শিক্ষামৃত.djvu/২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় বৃষ্টি। Rs পবিত্ৰ্য,চারি প্রকার যথা :- › | cስs | ২। পন্থা, ঘাট, গোগৃহ, বিপনি, স্বগৃহ ও দেবতা মন্দিরাদি মার্জন। ৩। বন পরিষ্কার। ৪ । তীর্থযাত্ৰ। শৌচ” দ্বিবিধ, অন্ত:শৌচ ও বহিঃশৌচ ৷ চিত্ত শুদ্ধির নাম অন্তঃশৌচ ৷ নিষ্পাপ ক্রিয়া ও পুণ্য ক্রিয়া দ্বারা চিত্তশুদ্ধি হয়।” নিষ্পাপ, লঘুপাক ও পরিমিত আহার ও পান ইহারাও চিত্তশুদ্ধির হেতু। মাদকসেবী ও অন্যান্য পাপকারী ব্যক্তিদিগের স্পৰ্শিত দ্রব্য ভোজন ও পানে চিত্তের অশুদ্ধত উৎপত্তি করে। চিত্তশুদ্ধির যে সমস্ত উপায় আছে, তন্মধ্যে বিষ্ণুস্মরণই প্ৰধান। পাপ-চিত্তকে শোধন করিবার জন্য প্ৰায়শ্চিত্ত ব্যবস্থা । তন্মধ্যে চান্দ্ৰায়ণাদি কৰ্ম্ম প্লায়শ্চিত্ত দ্বারা পাপকৰ্ম্ম চিত্তকে পরিত্যাগ করে। পাপের মূল যে পাপ বাসনা’ তাহা যায় না। অনুতাপরুপ জ্ঞান প্ৰায়শ্চিত্ত কৃত হইলে পাপ বাসনা দূর হয়, কিন্তু পাপবীজ যে ঈশ্বর বৈমুখ্য তাহা কেবল হরিস্ম্যুতি দ্বারা দুৱীভূত হয়। প্ৰায়শ্চিন্তু তত্বের বিচার অনেক, তাহা গ্ৰন্থাস্তরে দৃষ্টি করিতে হইবে। তীৰ্থজল-স্নান ও গঙ্গাস্নানাদি পুণ্য স্নান ও দেব দর্শন দ্বারা চিত্ত শুদ্ধ হয়। নিজের শরীর, বস্ত্র ও গৃন্থেত্যাদিকে পরিষ্কার ও মলাশূন্য রাখার নাম বহিঃশৌচ। স্বচ্ছ জলে স্নান, নিৰ্ম্মল বসন পরিধান ও সাত্ত্বিক দ্রব্য ভোজন ও পান ইত্যাদি। কাৰ্য্য দ্বারা শৌচ সম্পাদিত হয় । মল মুত্র প্রভৃতি কদৰ্য্য দ্রব্য শরীরে স্মৃষ্টি হইলে জল দ্বারা তদঙ্গ ধৌত রাখা উচিত। পন্থা, ঘাট, গোগৃহ, বিপনি, স্বগৃহ, দেবতামন্দিরাদি মার্জন দ্বারা পাবিত্ৰ্য অর্জন করা উচিত। নিজের বাটী, ঘাট, পন্থা, গোগৃহ, মন্দির ও চত্বর পরিষ্কার রাখা সৰ্ব্ব ব্যক্তির কর্তব্য কৰ্ম্ম । তদ্ব্যতীত যে সকল সাধারণ পন্থী, ঘাট, বিপনি, দেবমন্দির ইত্যাদি গ্রামের মধ্যে থাকে, তাহাও পরিষ্কার করা সকলেরই কৰ্ত্তব্য। গ্ৰাম বিপুল হইলে গ্রামস্থলোক সমূহ " মিলিত হইয়া স্বেচ্ছাপূর্বক অথবা সম্রাট সাহায্যে অর্থসংগ্ৰহ করত ঐ সমস্ত সাধারণ কাৰ্য্য সম্পন্ন করা সমস্ত গ্রামবাসীর পক্ষে পুণ্যজনক কাৰ্য্য। নিজ নিজ বাটীতে যে সকল বন থাকে, তাহা নিজের পরিষ্কার রাখা উচিত। সাধারণ ভূমিতে যে বন থাকে, তাহ পূর্ব উপায় দ্বারা পরিষ্কার রাখা কৰ্ত্তব্য। তীর্থযাত্ৰা, দ্বারা মানবগণ অনেকটা পবিত্র্য লাভ করেন। সাধুসঙ্গই যদিও তীর্থযাত্রার চরম উদ্দেশ্য, তথাপি তীৰ্থগত সকল লোকেই আপনার চিত্তে আপনাকে পবিত্ৰ মনে কুরেন, যেহেতু ভদ্বারা পূর্ব পাপবৃত্তি অনেকটা তিরোহিত হয়। V