পাতা:শ্রীশ্রীচৈতন্য শিক্ষামৃত.djvu/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२२ শ্ৰীশ্ৰীচৈতন্য শিক্ষামৃত। মহোৎসব তিন প্রকার যথা :- ১ । দেবতা পূজোপলক্ষে উৎসব। ২। সাংসারিক বৃহদ্ধৃহৎ ঘটনা উপলক্ষে যজ্ঞাদি । ৩ । সাধারণের আনন্দবৰ্দ্ধন জন্য উৎসব। দেবতা পূজোপলক্ষে যে সমস্ত উৎসব আছে তাহা সৰ্ব্বদাই লক্ষিত হইতেছে।" সেই সমস্ত মহোৎসব পুণ্যজনক তাহাতে সন্দেহ কি ? অনেক ব্যক্তি মিলিত হইয়া পরস্পর সাক্ষাৎ, আহারাদি, গীতবাদোর চর্চা, চিত্র পুত্তলিকা ইত্যাদির উন্নতি, দুঃখী দিগকে ভোজন করান, বিদ্বানদিগকে অর্থদান এবং সমাজকে জীবিত করা যে জগন্মঙ্গলসাধক পুণ্যকৰ্ম্ম তাহাতে কিছুমাত্ৰ সন্দেহ নাই। যাহারা ঐ সকল মহোৎসব করিতে সক্ষম তাহারা তা হাতে অমনোযোগী হইলে কৰ্ত্তব্য কৰ্ম্মের ত্রুটি জন্য অপরাধী হয়। বিশেষতঃ ঐ সমস্ত মহোৎসব যখন ঈশ্বরভাব মিশ্রিত হইয়াছে, তখন উহার কোন প্রকারে ত্যজ্য নয়। সাংসারিক নানাবিধ ঘটনা আছে। পুত্ৰ কন্যার জন্ম, অন্নপ্রাশন, সংস্কার, বিবাহ, পিতৃ * মাতৃ শ্ৰাদ্ধ ইত্যাদি নানা প্রকার সাংসারিক যজ্ঞে মহোৎসব হইয়া থাকে। সাধ্য মত তত্তৎকাৰ্য্যের অনুষ্ঠান করা কীৰ্ত্তব্য । গ্রামস্থলোক মিলিত হইয়া যে সকল বার ওয়ারি পূজা ও মেলা সংস্থাপন প্ৰভৃতি সাধারণের আনন্দবৰ্দ্ধক কৰ্ম্ম করেন, তাহাও উচিত। সেই সকল কাৰ্য্যে সমস্ত লোক কিছু কিছু সাহায্য দিয়া বৃহৎ কাৰ্য্য করিতে শিক্ষা করেন । ,

  • ** **....• সব, অরন্ধনো ৎসব, ভগিনী কর্তৃক ভ্রাতৃপূজা, নবাস্নে!ৎসব, পিষ্টকোৎসব ও শীতলোৎসব। এই প্রকার অনেক সামাজিক উৎসব নিৰ্দ্ধারিত छ|tश् ।

ব্ৰত তিন প্ৰকার যথা :- ১ । শারীরিক ব্ৰত । २ । गार्शञ्जिक उड । ७ । °ों द्वभाश्रिक डड । প্ৰাতঃস্নান, পরিক্রম, সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রভৃতি ব্যায়াম সম্বন্ধীয় শারীরিক ' এত। কোন কোন ধাতু প্রকোপিত হইলে শারীরিক অসচ্ছন্দতা উপস্থিত হয় । তন্নিবারণার্থ দৰ্শ, পৌর্ণমাসী, সোমবার প্রভৃতি ব্ৰতের ব্যবস্থা আছে। সেই সেই নির্দিষ্ট দিবসে আহার ও ব্যবহারের পরিবর্তন এবং উপবাস ইত্যাদি