পাতা:শ্রীশ্রীচৈতন্য শিক্ষামৃত.djvu/৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অগম্বুদ্ধি কাৰ্য চারি প্রকার যথা:- ১৭। বৈধ বিবাহ দ্বারা সস্তান উৎপত্তি করণ: 1, ২। উৎপন্ন সম্ভানদিগকে পালন ও রক্ষা করণ। ৩। সস্তানদিগকে সংসার যোগ্য করণ। ৪। সস্তানদিগকে পরমাৰ্থ শিক্ষা দান। উপযুক্ত বয়সে উপযুক্ত"পাত্রীকে বিবাহ করিয়া শরীর ও চিত্তের স্বাস্থ্যরক্ষার বিধি অনুসারে পরস্পর সৌহার্দ্যের সহিত সংসার নির্বাহ করিতে থাকিবে। তাহাতে ঈশ্বর ইচ্ছায় পুত্ৰ কন্যা উৎপন্ন হইবে। উৎপন্ন সস্তানদিগকে যত্ন সহকারে পালন ও রক্ষা করিবে । ক্রমশঃ তাহাদিগকে বিদ্যা ও অন্যান্য কাৰ্য শিক্ষা দিবে। তাহদের বয়ঃ বৃদ্ধি হইলে তাহাদিগকে অর্থার্জনের উপায়। শিক্ষা দিবে। উপযুক্ত বয়স হইলে, তাহাদিগকে বিবাহ দিয়া গৃহস্থ কুরিবার যত্ন পাইবে । সন্তানদিগকে যথা বয়সে শারীরিক বিধি, ধৰ্ম্মনীতি ও পরমার্থ তত্ত্ব শিক্ষা দিবে। ন্যায়াচরণ বহুবিধ, তন্মধ্যে নিম্নলিখিত কএকটীির উল্লেখ করিতেছি। ১ । ক্ষমা । ৮। বৈরাগ্য। २ । ठूङख्उा । २० । •ा९*ाद्ध मन्मामका । G | HEs zßAs ১০ । তীৰ্থ ভ্ৰমণ । 8 । अ७६द । ১১ । সদ্বিচার। *(? ।। ४ ।। ১২ । শিষ্টাচার। ৬ । অপরিগ্ৰহ। ১৩ । ইজ্যা । f3, ১৪। অধিকার নিষ্ঠ । কেহ অপরাধ করিলে তাহার প্রতি দণ্ড দিবার বাসনা ত্যাগের গুঃম ক্ষম। অপরাধী ব্যক্তিকে দণ্ড দেওয়া অন্যায় নহে, কিন্তু ক্ষমা কয়া ভাস্থা অপেক্ষা উচ্চ ন্যায়। প্ৰহলাদ ও হরিদাস ঠাকুর তঁহাদের শত্ৰগণকে ক্ষমা করিয়া । জগতের আদর্শ স্বরূপ পূজিত হইতেছেন । , কেহ উপকার করিলে ভাহা সৰ্ব্বদা স্বীকার করার নাম কৃতজ্ঞতা। আৰ্য্যগণ এতদূর কৃতজ্ঞ, যে পিতা মাতার জীবদ্দশায় যতদূর পারেন, তাঙ্কাদিগকে সেবা * করেন। তাহাদের মৃত্যু হইলে অশৌচ গ্ৰহণ রূপ কষ্ট স্বীকার, শয়ন ভোজনের সুখভাগ এবং দান ভোজন সহকারে তাঁহাদের শ্ৰাদ্ধ কাৰ্য্য করেন। পুনরায় বর্ষে বর্ষে কালে কালে তাঁহাদের প্রতি কৃতজ্ঞতা প্ৰকাশ পূর্বক শ্ৰাদ্ধ তৰ্পণ