পাতা:শ্রীশ্রীচৈতন্য শিক্ষামৃত.djvu/৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবোধন । কি কারণে বলিতে পারি না, অনেকেরই শচীনন্দন শ্ৰীশ্ৰীচৈতন্য দেবের উপদিষ্ট মত জানিতে বাসনা জন্মিয়াছে। শ্ৰীচৈতন্য চরিতামৃতে তাহার সমস্ত শিক্ষাই পাওয়া যায়, কিন্তু ঐ গ্ৰন্থ সকলের পক্ষে বৈাধ্য নয়। অতএব আমরা সরল গদ্যে ৰঙ্গভাষায় মহাপ্রভূর সমস্ত শিক্ষাই সংক্ষেপে সংগ্ৰহ করিলাম। অধিকন্তু তিনি ভক্তির সহিত নৈতিক ধৰ্ম্মের যে গৃঢ় সম্বন্ধ আছে, তদ্বিষয় যে সকল কথা আভাসে শিক্ষা দিয়াছিলেন, তাহা কিছু স্পষ্ট করিয়া লেখা গেল। তাহার প্রকাশিত রাসতন্ত্র যে পরিমাণে সাধারণের জ্ঞাতব্য তাহাই লিখিত হইল। তন্মধুে যে সমুদায় ব্যাপার শ্ৰীগুরু চরণ ইষ্টতে ख्छाङ श्७8ा कर्ड९] उाश्। ¢ाग्ने গ্রন্থে পাওয়া যাইবে না । মহাপ্ৰভু স্বয়ং কোন গ্ৰন্থ রচনা করেন নাই । তাহার অত্যন্ত কৃপা পাত্ৰ রূপ, সনাতন, গোপাল ভট্ট, রঘুনাথ দাস, রঘুনাথ ভট্ট, জীব, স্বরূপ দামোদর, রায় রামানন্দ, কবিকর্ণপুর, বলদেববিদ্যাভূষণ ও বিশ্ব নাথ চক্ৰবৰ্ত্তী প্রভৃতি আঁাচাৰ্য্য গণ যে সকল গ্ৰন্থ প্রণয়ন করিয়াছেন ঐ সমস্ত গ্ৰন্থ হইতে মহাপ্রভুর উপদেশ সকল সংগ্ৰহ করিতে হয়। র্তাহাদের মধ্যে অনেকেই মহাপ্রভুর আদেশ মতে গ্ৰন্থ রচনা করিয়া তাহাকে গ্ৰন্থ শ্রবণ করাইয়াছিলেন । অতএব যে সকল মত ঐ সকল মহাত্মা গণ লিপিবদ্ধ করিয়াছেন সেই সকলই মহাপ্রভুর সম্মত, তাহাতে কিছু মাত্ৰ সন্দেহ নাই। নিম্ন লিখিত গ্ৰন্থ সমূহ হইতে এই গ্রন্থের বিচার সমস্ত সংগৃহীত হইয়াছে। ১। শ্ৰীজীব গোস্বামী রচিত। ষাট সন্দত । ২ । শ্ৰীজীব গোস্বামী রচিত সৰ্বসম্বাদিনী । ৩। শ্ৰীৰূপ গোস্বামী রচিত ভক্তিরাসামৃত সিন্ধু। ৪ । শ্ৰী রূপ গোস্বামী রচিত উজ্জ্বল নীলমণি } ৫। শ্ৰীসনাতন গোস্বামী রচিত বৃহদ্ভাগবতামৃত। ৬। শ্ৰীৰূপ গোস্বামী রচিত লঘু ভাগবত মৃত । ৭। শ্ৰীসনাতন গোস্বামী রচিত হরি ভক্তি বিলাস ।