পাতা:শ্রীশ্রীচৈতন্য শিক্ষামৃত.djvu/৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( هلاه ) ৮। শ্ৰীবলদেব বিদ্যাভূষণ কৃত বেদান্ত সুত্রভাব্য। ৯। শ্ৰীবলদেব বিদ্যাভূষণ রচিত বেদান্ত স্যমন্তক। ১০.। শ্ৰীবলদেব বিদ্যাভূষণ রচিত প্ৰমেয় রত্নাবলী। ১১। ঐবিশ্বনাথ চক্ৰবৰ্ত্তী রচিত শ্ৰীভাগবত টীকা। ১২। শ্ৰী বিশ্বনাথ চক্রবর্তী রচিত শ্ৰীভগবদগীতার টীকা। ১৩। শ্ৰীকবি কর্ণপুর রচিত চৈতন্য চন্দ্ৰোদয় নাটক। ১৪। শ্ৰীকবি কর্ণপুর রচিত কৌস্তুভালঙ্কার। ১৫। শ্ৰীকৃষ্ণদাস কবিরাজ রচিত চৈতন্য চরিতামৃত। প্রভৃতি গ্ৰন্থ সমূহ ও সেই সেই গ্রন্থের টীকা ও তদনুযায়ী নানা বিধ ক্ষুদ্র ক্ষুদ্র পুস্তক। এই প্ৰন্থের দ্বিতীয় বৃষ্টিতে বৰ্ণাশ্রম ধৰ্ম্ম বিবৃত হইয়াছে। তাহাতে কেহ। কেহ মনে করিতে পারেন, যে মহাপ্ৰভু সামান্য বৰ্ণাশ্ৰম ধৰ্ম্ম কোন স্থলেই শিক্ষা দেন নাই। ইহাতে আমাদের বক্তব্য এই যে প্রভুর জীবনটী সম্পূর্ণ রূপে বৰ্ণাশ্রম ধৰ্ম্ম শিক্ষা দেয়। মহাপ্ৰভু স্বীয় লীলামৃত ও শিক্ষামৃত দ্বারা তাপিত জীব সকলকে সম্যকৃ পরিতৃপ্ত করিয়াছেন। আদৌ গৃহস্থ ধৰ্ম্মে অবস্থিতি কালে তিনি ধৰ্ম্ম শাস্ত্ৰ হইতে এই শ্লোকটী পাঠ করেনঃ নগৃহং গৃহ মিত্যাহু গৃহিণী গৃহমুচ্যতে । ভয়াহি সহিত: সৰ্ব্বান পুরুষাৰ্থান সমশ্বতে ॥ এই ধৰ্ম্ম শাস্ত্ৰ উপদেশ পূর্বক তিনি স্বয়ং উদ্বাহ কাৰ্য স্বীকার করেন এবং জগৎকে তাহা শিক্ষা দেন। পিতা মাতার সেবা, আতিথ্য, পিতার দেহান্তে গয়া শ্ৰাদ্ধাদি ক্রিয়া, ব্ৰাহ্মণ সম্মান, বিদ্যাভ্যাস, ন্যায় পূর্বক ধনোেপার্জন, দয়া, সত্যপালন, ব্ৰতাদির ব্যবস্থা প্রভৃতি গৌণ বিধি পালন পূর্বক মানব ঈশ্বকে গৌণ”। বিধি শিক্ষা দিয়াছিলেন। সন্ন্যাস আশ্রম গ্ৰহণ করত আশ্ৰম নিষ্ঠাও সুষ্ট রূপে শিক্ষা দেন। - বৰ্ণাশ্ৰম ধৰ্ম্ম সম্বন্ধে তাহার যে উপদেশ তাহা তাহার উদাহৃত নিম্ন লিখিত শ্ৰীভাগবত শ্লোকদ্বয়ে বিশেষ রূপে উপদিষ্ট হইয়াছে :- স্বনুষ্ঠিতস্য ধৰ্ম্মস্য সংসিদ্ধিহারিতোষণং। বর্ণাশ্রমরূপ ধৰ্ম্ম উত্তম রূপে অনুষ্ঠিত হইয়া যদি হরিতোযণকে লাভ করে তবে তাহার সংসিদ্ধি হয় ।