পাতা:শ্রীশ্রীচৈতন্য শিক্ষামৃত.djvu/৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ਸ਼ | &s থাকে । বিজ্ঞপ্তি তিন প্রকায়, প্রার্থনাময়ী, দৈন্য বােধিকা, ও লালসাময়ী মন্ত্রের সুলঘু উচ্চারণের নাম জপ । ভগবদৰ্পিত পুষ্প, তুলসী, চন্দন, ধূপ, মাল্য, কৰ্পাের প্রভৃতি গন্ধ দ্রব্যের আত্রাণ গ্ৰহণ পূর্বক ভ্ৰাণেন্ত্রিয়ের দ্বারা ভগবদনুশীলন করিবে। অনৰ্পিত গন্ধ আত্মাণ দ্বারা কেবল তুচ্ছ ইন্দ্ৰিয়ের বিষয় রাগ-সমৃদ্ধি হয়। . তাহা যত্নপূর্বক পরিত্যাগ करिद ! " শ্ৰীমূৰ্ত্তিদর্শন, তাহার কৃপাদৃষ্টি লাভ, ভগবস্তুক্ত দর্শন, ভগবত্তীর্থ ভগবত্মন্দির ও যাত্ৰাদি দর্শন ও ভগবতত্ত্বস্মারক চিত্ৰাদি দর্শন দ্বারা দৰ্শন-গত অনুশীলন কৰ্ত্তব্য। দর্শনেন্দ্ৰিয়ের বৃত্তি জীবকে বহিন্মুখ রূপাদি দর্শনদ্বারা বিষম বিষয় কূপে নিক্ষেপ করিয়া থাকে। তাঙ্গা পরিত্যাগ করা। কৰ্ত্তব্য। যাহা কিছু জগতে LDL DB BDuKLD TBDDDB DBKD mmB DB uu SS ত্বগিন্দ্ৰিয় দ্বারা স্পর্শ কাৰ্য হয়। বৈধভক্ত জনের কর্তৃব্য যে বহিন্মুৰ্থ শরীর বা দ্রব্য স্পর্শ হইতে বিরত হইয়া সেবা কালে ভগবন্মুৰ্ত্তি স্পর্শহিলাদ লাভ করেন। ভাগবস্তুক্ত জন স্পর্শ ও আলিঙ্গন দ্বারা অনির্বাচনীয় সুখ লাভ করেন। স্পর্শেন্দ্ৰিয় অত্যন্ত প্ৰবল ।। তন্দ্বারা জীবের অসৎ সঙ্গ, স্ত্রীসঙ্গ ইত্যাদি পাপ সংঘটনহয়। ভক্ত জন এবিষয়ে এরূপ দৃঢ় প্রতিজ্ঞ হইবেন যে যে সম্বন্ধেই হউক ভাগ বস্তুক্ত ব্যতীত স্পর্শ করিবেন না । কেবল মাত্র শরীর সংলগ্নকে স্পর্শ বলা যায় না, কিন্তু শরীর সংলগ্ন দ্বারা চিত্তে যে সুখোদয় হয় তাহাকেই স্পর্শ বলে। কেবল স্পর্শেন্দ্ৰিয় নয়, সমস্ত ইন্দ্ৰিয় কাৰ্য্যে এই মীমাংসাটী স্মরণ রাখা কৰ্ত্তব্য। স্বাদ-গতি অনুশীলন দুই প্রকার, প্ৰসাদ আস্বাদন ও শ্ৰী চরণামৃত আস্বাদন । ভক্তজন ভগবৎ প্রসাদ ব্যতীত আর কিছু অস্বাদন করিবেন না । বহির্মুখ বস্তুতে আস্বাদন বৃত্তিকে চালিত করিলে ক্রমশঃ বহিন্মুখত প্রবল হইয়া পড়ে । ভগবৎ প্ৰসাদ ও ভগবস্তুক্ত প্ৰসাদ উভয়ই আস্বাদ্য ও ভক্তি বৃত্তির পুষ্টিকর। অঙ্গ-গত অনুশীলন দ্বাদশ প্রকার, তাণ্ডব, দণ্ডবন্নতি, অভৃত্যুত্থান, অনুব্রাজ্য, অধিষ্ঠান স্থানে গমন, পরিক্রম, গুরু ও বৈষ্ণব পরিচর্যা: শ্ৰীমুক্মিণ পরিচর্ধা, অৰ্চন, ভাগবস্তাব মিশ্ৰিত পুণ্য। জলে স্নান, বৈষ্ণব চিহ্ন ধারণ, ও হরিনাম:ক্ষর ধারণ । তাণ্ডব অর্থে নৃত্য। সাষ্টাঙ্গ দণ্ডবৎ পতিত হইয়া নতি করা উচিত। ঐবিগ্ৰহ ; বা ভগবভক্ত দর্শনে উঠিয়া সম্মান করার নাম অভু্যত্থান । পশ্চাৎ পশ্চাৎ গমনের নাম অনুস্রাজ্য । শ্ৰীমন্দির, ভগবতীর্থ, বৈষ্ণবালয় ইত্যাদি অধিষ্ঠান স্থান । তথায় গমন করা কর্তব্য। উপকরণ দ্বারা ভগবৎ পূজা রূপ অৰ্চন, ভগবস্তাব