পাতা:শ্রীশ্রীচৈতন্য শিক্ষামৃত.djvu/৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| || °y DKBS DBD DDD S DBDBB BD DDBD BDDBB BBuu uYSSDBDDD সহিত মিষ্ট বাক্য দ্বারা, কাহার সহিত অর্থ দ্বারা, কাহার সহিত শ্রম দ্বারা’ সদ্ব্যবহার করিবে। ব্যবহার কাপণ্য ভক্তগণের পক্ষে নিষিদ্ধ। V বশবৰ্ত্তীতা একটী প্ৰধান দোষ। তাহা চারি প্রকার যথাঃ ১ । “শোকাদির বশবৰ্ত্তীতা । ২। অভ্যাসের বশবভীত । ৩। মাদকাদির বশবর্তীতা । ৪। কুসংস্কারের বশবৰ্ত্তীতা । সংসারে বর্তমান জীবের শোক, ক্ষোভ, ক্ৰোধ, ভয়, লোভ ও মোহ হইবায় শত শত কারণ আছে, কিন্তু বৈধভক্তগণ ঐ সকল কারণ উপস্থিত হইলেও শোকাদির বশবৰ্ত্তী হইবেন না। তাহতে লঘুতা ঘটে এবং ভক্তি চৰ্চার BBBD DDDBBD DDD SS DBDD Bt DBDBD BD DLDD SS BB BBDSKK নিদ্রা, অকারণ ভাস্কুল চর্বণ, অকাল পান ভোজন, অকাল শৌচাদি গমন, উত্তম শয্যায় শয়ন, উৎকৃষ্ট দ্রব্য ভোজন ইত্যাদি নানা প্রকার অভ্যাস করিয়া BB BB BDBD DB DDB BD DBD DD KDDB তাহাই মাত্র স্বীকার করিয়া অমাবশ্যক ব্যবহার দ্বারা অভ্যাসের বশীভূত হইবে না। মাদক দ্রব্য সেবন করিলে অনেক অনর্থ ঘটে, বিশেষতঃ সেই । সেই দ্রব্যের বশীভূত হইয়া চরমে ভক্তি সোপাধিক হইয়া পড়ে। মদ্য । গাজা, অহিফেন, চরস, সিদ্ধি, গুলিরত কথাই নাই, তামাক পৰ্য্যন্ত বৈষ্ণবের সেবনীয় নয়। তামাকের ধূম পানের দ্বারা জীব তাহার অত্যন্ত বশীভূত এমত কি তাহার জন্য অসৎ সঙ্গ করিতে বাধ্য হয়। কুসংস্কারের বশবৰ্ত্তীতা একটী প্ৰধান উৎপাত। কুসংস্কার হইতে পক্ষপাত উদিত হয়। পক্ষপাত উদিত হইলে আর সত্যের আদর থাকে না । বৈষ্ণব চিকুদি ধারণ করা বৈধভক্তির অঙ্গ মধ্যে পরিগণিত হইয়াছে। তাহাতে দেহ-গত ভগবদনুশীলন হইয়া থাকে। তাহাই যে বৈষ্ণবের প্রধান লক্ষণ তাহা মনে করা সম্প্রদায় পক্ষগত রূপ কুসংস্কার মাত্র। এই কুসংস্কারের বশোবৰ্ত্তী হইয়া অনেকে তত্তচ্চিত্ন রহিত সাধু বৈষ্ণবের অনাদর করিয়া থাকেন। ফলতঃ স্বীয় সম্প্রদায়ে যদি সাধু সঙ্গ লাভ না হয় তাহা হইলে কুসংস্কারের বশবৰ্ত্তী হইয়া অন্যত্র সাধু সঙ্গ লাভের যত্ন হয় না। সাধু সঙ্গ ব্যতীত মঙ্গল লাভ হয় না, অতএব কুসংস্কারের বশবৰ্ত্তী হওয়া ভয়ঙ্কর উৎপাত। অপিচ বৰ্ণাশ্ৰম ধৰ্ম্মে আবদ্ধ