পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/১০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দক্ষিণেশ্বর । শিবপুর ভক্তগণসঙ্গে। 어 তৃতীয় পরিচ্ছেদ। . [ শিবপুর ভক্তগণ এ আন্মোক্তারী ( বকলমা ) । শ্ৰীমধু ডাক্তার। ] শিবপুর হইতে ভক্তেরা আসিলেন । তাহারা অত দূর হইতে কষ্ট করিয়া আসিয়াছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ আর চুপ করিয়া থাকিতে পারিলেন না । সার সার গুটিকতক কথা তাহাদিগকে বলিতেছেন । শ্রীরামকৃষ্ণ ( শিবপুরের ভক্তদের প্রতি ) ৷ ঈশ্বরই সত্য আর সব অনিত্য । বাবু আর বাগান । ঈশ্বর ও তার ঐশ্বৰ্ঘ্য । লোকে বাগানই দেখে, বাবুকে চায় কয়জনে ? ভক্ত। আজ্ঞা, উপায় কি ? শ্রীরামকৃষ্ণ | সদসৎ বিচার । তিনি সত্য আর সব অনিত্য—এইটী সৰ্ব্বদা বিচার । ব্যাকুল হয়ে ডাকা । ভক্ত । আজ্ঞা, সময় কই ? শ্রীরামকৃষ্ণ । যাদের সময় আছে, তার ধ্যান ভজন করবে। “যারা একান্ত পারবে না, তারা দুবেল খুব দুটো করে প্রণাম করবে। তিনি ত অন্তৰ্য্যামী,—বুঝছেন যে, এরা কি করে । অনেক কাজ কৰ্ত্তে হয়। তোমাদের ডাকবার সময় নাই,—র্তাকে আস্মোক্তারী ( বকলম! ) দাও। কিন্তু তাকে লাভ না করলে—তাকে দর্শন না করলে, কিছুই হলো না। একজন ভক্ত। আজ্ঞা, আপনাকে দেখাও যা, ঈশ্বরকে দেখাও তা । শ্রীরামকৃষ্ণ । ও কথা আর বোলো না । গঙ্গারই ঢেউ, ঢেউএর কিছু গঙ্গা নয়। আমি এত বড় লোক, আমি অমুক—এই সব অহঙ্কার না গেলে তাকে পাওয়া যায় না । আমি ঢিপিকে ভক্তির জলে ভিজিয়ে সমভূমি করে ফালে । [ কেন সংসার ? ভোগান্তে ব্যাকুলত ও ঈশ্বরলাভ । ] ভক্ত । সংসারে কেন তিনি রেখেছেন । , བ།དམཟང་།། শ্রীরামকৃষ্ণ । স্বষ্ট্রির জন্য রেখেছেন–র্তার ইচ্ছ। তার মায়া। কামিনী কাঞ্চন দিয়ে তিনি ভুলিয়ে রেখেছেন।