পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/১০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

もペ ătălătobots; I [ 1884, 2nd February. যোগ আর মনোযোগ,—কৰ্ম্মের দ্বারা যোগ আর মনের দ্বারা যোগ । “ব্রহ্মচৰ্য্য, গার্হস্থ্য, বানপ্রস্থ আব সন্ন্যাস—এর মধ্যে প্রথম তিনটতে কৰ্ম্ম করতে হয়। সন্ন্যাসীর দণ্ডকমণ্ডলু, ভিক্ষাপাত্র ধারণ করতে হয়। সন্ন্যাসী নিত্যকৰ্ম্ম করে। কিন্তু হয়ত মনের যোগ নাই—জ্ঞান নাই ঈশ্বরে মন নাই। কোন কোন সন্ন্যাসী নিত্যকৰ্ম্ম কিছু কিছু রাখে, —লোকশিক্ষার জন্য । গৃহস্থ বা অন্যান্য আশ্রমী যদি নিষ্কাম কৰ্ম্ম করতে পারে, তা হলে তাদের কৰ্ম্মের দ্বারা যোগ হয় । “পরমহংস অবস্থায়—যেমন শুকদেবাদির—কৰ্ম্ম সব উঠে যায় । পূজা, জপ, তৰ্পণ, সন্ধ্যা এই সব কৰ্ম্ম। এ অবস্থায় কেবল মনের যোগ । বাহিরের কৰ্ম্ম কখন কখন সাধ ক’রে করে—লোকশিক্ষার জন্য। কিন্তু সৰ্ব্বদা স্মরণ মনন থাকে । পঞ্চম পরিচ্ছেদ । মহিমাচরণের শাস্ত্রপাঠ শ্রবণ ও ঠাকুরের সমাধি। ] কথা কহিতে কহিতে রাত আটটা হইয়াছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মহিমাচরণকে শাস্ত্র হইতে কিছু স্তবাদি শুনাইতে বলিলেন । মহিমাচরণ একখানি বই লইয়া উত্তরগীতার প্রথমেই পরব্রহ্মসম্বন্ধীয় যে শ্লোক তাহা শুনাইতেছেন–যিদেকং নিষ্কলং ব্রহ্ম বোমাতীতং নিরঞ্জনম্। অপ্রতর্ক্যমবিজ্ঞেয়ং বিনাশোৎপত্তিবর্জিতম | ক্রমে তৃতীয় অধ্যায়ের ৭ম শ্লোক পড়িতেছেন—‘অগ্নির্দেবো দ্বিজাতীনাং মুনীনাং হৃদি দৈবতম। প্রতিমা স্বল্পবুদ্ধীনাং সৰ্ব্বত্র সমদৰ্শিনাম। অর্থাৎ ব্রাহ্মণদিগের দেবতা অগ্নি, মুনিদিগের দেবতা হৃদয়মধ্যে— স্বল্পবুদ্ধি মনুষ্যদের প্রতিমাই দেবতা,—আর সমদৰ্শী মহাযোগীদিগের দেবতা সর্ববত্রই আছেন । সকবত্র সমদৰ্শিশাম—এই কথা উচ্চারণ করিবামাত্র ঠাকুর হঠাৎ আসন ত্যাগ করিয়া দণ্ডায়মান হইয়া সমাধিস্থ হইলেন। হাতে সেই বাড়, ও ব্যাণ্ডেজ বাধা ! ভক্তেরা সকলেই অবাক—এই সর্বদর্শী মহাযোগীর অবস্থা নিরীক্ষণ করিতেছেন ।