পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/১১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দক্ষিণেশ্বর। মহিমাদি ভক্ত সঙ্গে—শাস্ত্রকথা প্রসঙ্গে । ৮৩ অনেকক্ষণ এইরূপে দাড়াইয়া প্রকৃতিস্থ হইলেন ও আবার আসন গ্রহণ করিলেন। মহিমাচরণকে এইবার সেই হরিভক্তির শ্লোক আবৃত্তি করিতে বলিলেন । মহিমা নারদপঞ্চরাত্র হইতে আবৃত্তি করিতেছেন— অস্তবহির্ঘদিহরিস্তপস ততঃ কিম্। নাস্তবহির্ঘদিহরিস্তপসা ততঃ কিম্ ॥ আরাধিতে যদি হরিস্তপস। ততঃ কিম । নারাধিতে যদি হরিস্তপস ততঃ কিম্ ॥ বিরম বিরম ব্ৰহ্মন কিং তপস্তামু বৎস। ব্রজ ব্রজ দ্বিজ শীঘ্ৰং শঙ্করং জ্ঞানসিন্ধুম। লভ লভ হরিভক্তিং বৈষ্ণবোত্তাং সুপকাম । ভবনিগড়নিবন্ধচ্ছেদনীং কৰ্ত্তরীঞ্চ ॥ শ্রীরামকৃষ্ণ । আহা ! আহা ! [ ভাণ্ড ও ব্রহ্মাণ্ড । তুমিই চিদানন্দ । নাহং নাহং । ] শ্লোকগুলির আবৃত্তি শুনিয়া ঠাকুর আবার ভাবাবিষ্ট হইতেছিলেন। কষ্টে ভাব সম্বরণ করিলেন । এইবার যতি পঞ্চক পাঠ হইতেছে— যস্তামিদং কল্পিতমিন্দ্র জালং, চরাচরং ভাতি মনোবিলাসম্। সচ্চিংমুখৈকং জগদাত্মরূপং, সা কাশিকাহং নিজবোধরূপম্। ‘স কাশিকাহং নিজবোধরূপং—এই কথা শুনিয়া ঠাকুর সহাস্তে বলিতেছেন,—‘যা আছে ভাণ্ডে তাই আছে ব্রহ্মাণ্ডে । এইবার পাঠ হইতেছে নির্ববাণষটুকং ‘ও মনোবুদ্ধ্যহঙ্কারচিত্তাদি নাহং, ন শ্রোত্ৰং ন জিহব ন চ ভ্ৰাণ-নেত্ৰম্। ন চ ব্যোম ভূমি ন তেজো ন বায়ুং, চিদানন্দ রূপ: শিবোহহং শিবোহহম্ ॥ যতবার মহিমাচরণ বলিতেছেন -চিদানন্দ রূপঃ শিৰোহহহ শিৰোহহম, ততবারই ঠাকুর সহস্তে বলিতেছেন— নাহং ! নাহং !—তুমি তুমি চিদানন্দ । মহিমাচরণ জীবন্মুক্তি গীতা থেকে কিছু পড়িয়া ষট্‌চক্র বর্ণনা পড়িতেছেন। তিনি নিজে কাশীতে যোগীর বোগাবস্থায় মৃত্যু দেখিয়াছিলেন, বলিলেন । এইবার ভূচরী ও খেচরী মুদ্রার বর্ণনা করিতেছেন,—ও সাস্তবী বিদ্যার। সাস্তবী,—যেখানে সেখানে যায়, কোন উদ্দেশ্য নাই । [ পূর্বকথা-সাধুদের কাছে ঠাকুরের রামগীতাপাঠ শ্রবণ। ] মহিমা । রামগীতায় বেশ বেশ কথা আছে । শ্রীরামকৃষ্ণ ( সহাস্তে ) l তুমি রামগীত রামগীত কচ্ছে,—