পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/১৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

У У о শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত । [ 1884, 25th May. কিঞ্চিৎ বাহ হইলে, কীৰ্ত্তনী আবার আঁখর দিতেছেন—যে তোমার জন্য সব ত্যাগ করেছে তার কি এতে দুঃখ ? : ঠাকুর কীৰ্ত্তনীকে নমস্কার করিলেন। বসিয়া গান শুনিতেছেন— মাঝে মাঝে ভাবাবিষ্ট । কীৰ্ত্তনী চুপ করিলেন । ঠাকুর কথা কহিতেছেন । [ প্রেমে দেহ ও জগৎ ভুল। ঠাকুরের ভক্তসঙ্গে নৃত্য ও সমাধি। ] শ্রীরামকৃষ্ণ ( বিজয় প্রভৃতি ভক্তের প্রতি ) ৷ প্রেম কাকে বলে। ঈশ্বরে যার প্রেম হয়—যেমন চৈতন্যদেবের---তার জগৎ তো ভুল হয়ে যাবে ; আবার দেহ যে এতে প্রিয়, এ পর্য্যন্ত ভুল হয়ে যাবে ! প্রেম হলে কি হয়, ঠাকুর গান গাইয়া বুঝাইতেছেন । । গান –হরি বলিতে ধারা বেয়ে পড়বে। (সে দিন কবে বা হবে) (অঙ্গে পুলক হবে ) (সংসার বাসনা যাবে ) (দুদিন ঘুচে মুদিন হবে) (কবে হরির দয়া হবে ) ঠাকুর দাড়াইয়াছেন ও নৃত্য করিতেছেন । ভক্তের সঙ্গে সঙ্গে নাচিতেছেন। ঠাকুর মাষ্টারের বাহু আকর্ষণ করিয়া মণ্ডলের ভিতর তাহাকে লইয়াছেন । . নৃত্য করিতে করিতে আবার সমাধিস্থ । চিত্ৰাপিতের ন্যায় দাড়াইয়া ! কেদার সমাধি ভঙ্গ করিবার জন্য স্তব করিতেছেন— “হৃদয়কমলমধ্যে নিৰ্ব্বিশেষং নিরীহম, হরিহরবিধিবেদ্যং যোগিভিধানগম্যম্। জননমরণভীতিভ্রংশি সচ্চিৎস্বরূপম, সকল ভুবনবাজং ব্রহ্মচৈতন্যমীড়ে ॥” ক্রমে সমাধিভঙ্গ হইল । ঠাকুর আসন গ্রহণ করিলেন ও নাম করিতেছেন— ও আনচিচ দালন্দ ! গোবিন্দ ! গোবিন্দ ! SABBDD JSeeBBBBS BBBBBke BBBBBS কাৰ্বন ও নৃত্য-স্থলের ধূলি ঠাকুর লইতেছেন । চতুর্থ পরিচ্ছেদ । সন্ন্যাসীর কঠিন ব্রত । সন্ন্যাসী ও লোকশিক্ষা । ] ঠাকুর গঙ্গার ধারের গোল বারাণ্ডায় বসিয়াছেন। কাছে বিজয়, ভবনাথ, মাষ্টার, কেদার প্রভৃতি ভক্তগণ । ঠাকুর এক একবার বলিতেছেন—“হ কৃষ্ণচৈতন্য । ত্রীরামকৃষ্ণ (বিজয় প্রভৃতি ভক্তদের প্রতি )। ঘরে নাকি