পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/১৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দক্ষিণেশ্বর। সুরেন্দ্র, গোপাল, বিজয় প্রভৃতি ভক্তসঙ্গে। ১১১ অনেক হরিনাম হয়েছে—তাই খুব জমে গেল ! ভবনাথ । তাতে আবার সন্ন্যাসের কথা ! শ্রীরামকৃষ্ণ ‘আহা ! কি ভাব ।’ এই বলিয়া গান ধরিলেন— গান – প্রেম ধন বিলাক্স গোত্রীরাক্স । , প্ৰেম কলসে কলসে ঢালে তবু ন ফুরায় ! চাদ নিতাই ডাকে আয় ; আয় , চাদ গোঁর ডাকে আয় ! ( ঐ ) শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় । শ্রীরামকৃষ্ণ ( বিজয় প্রভৃতির প্রতি ) ৷ বেশ বলেছে কীৰ্ত্তনে,— SuSBB BB BBB BS gB BiBBu BBB S কি ভাব ! বিজয় | আজ্ঞা হুঁ । শ্রীরামকৃষ্ণ । সন্ন্যাসীকে দেখে তবে সবাই শিখবে—তাই অত কঠিন নিয়ম ! সন্ন্যাসী নারীর চিত্ৰপট পৰ্য্যন্ত দেখবে না !—এমনি কঠিন নিয়ম । কালো পাট মার সেবার জন্য বলি দিতে হয়—কিন্তু একটু ঘা থাকলে হয় না। রমণীসঙ্গ তো করবে না—মেয়েদের সঙ্গে আলাপ পর্যন্ত করবে না । • বিজয় । ছোট হরিদাস ভক্ত মেয়ের সঙ্গে আলাপ করেছিল । চৈতন্যদেব হরিদাসকে ত্যাগ করলেন । e [ পূৰ্ব্বকথা--ত্রীরামকৃষ্ণের নামে মাড়ওয়ারীর টাকা ও মথুরের জমি লিখিয়া দিবার প্রস্তাব । ] - শ্রীরামকৃষ্ণ । সন্ন্যাসীর পক্ষে কামিনী আর কাঞ্চন—যেমন সুন্দরীর পক্ষে তার গায়ের বোটুকা গন্ধ ! ও গন্ধ থাকলে বৃথা সৌন্দৰ্য্য। “মাড়ওয়ারী আমার নামে টাকা লিখে দিতে চাইলে —মথুর জমি লিখে দিতে চাইলে :-—তা লতে পারলাম না। “সন্ন্যাসীর ভারী কঠিন নিয়ম। যখন সাধু সন্ন্যাসী সেজেছে,— তখন ঠিক সাধু সন্ন্যাসীর মত কাজ করতে হবে। থিয়েটারে দেখ নাই! —যে রাজা সাজে সে রাজাই সাজে, যে মন্ত্রী সাজে সে মন্ত্রীই সাজে। “এক জন বহুরূপী ত্যাগী সাধু সেজেছিল। বাবুরা তাকে এক তোড়া টাকা দিতে গেল। সে উ হুঃ করে চলে গেল,—টাকা ছুলেও